বানারহাট, 21 নভেম্বর : লোকালয়ে হাতি তাড়াতে গিয়ে হাতির আক্রমণের শিকার বনদপ্তরের গাড়ি ৷ জলপাইগুড়ির হলদিবাড়ি চা বাগানের ঘটনা ৷
গতরাতে দলছুট হয়ে একটি হাতি ঢুকে পড়ে হলদিবাড়ি চা বাগানের লোকালয়ে ৷ স্থানীয়রা খবর দেয় বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কয়্যাডে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বনকর্মীরা ৷ হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠানোর সময় হঠাৎই হাতিটি চা বাগানের মধ্যে একটি ঝোপে লুকিয়ে পড়ে । ঝোপ থেকে হাতিটিকে বের করে আনতে বনদপ্তরের গাড়ির সাইরেন বাজাতে শুরু করে বনকর্মীরা ৷ কিন্তু বেশ খানিকক্ষণ সাইরেন বাজালেও হাতিটি ঝোপেই লুকিয়ে থাকে ৷ এরপর গাড়ি থেকে নেমে পটকা ফাটাতে শুরু করে তারা ৷ পটকার আওয়াজে হঠাৎই ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে হাতিটি ৷ ক্ষেপে গিয়ে আক্রমণ করে বনদপ্তরের গাড়িটিতে ৷ আচমকাই দু'পা তুলে দেয় গাড়ির সামনে ৷ গাড়ির ভিতরে ছিল চালক বিট্টু সরকার ৷ তাকে বাঁচাতে বনকর্মীরা আরও বেশি করে পটকা ফাটাতে শুরু করে ৷ পটকার আওয়াজে হাতিটি এলাকা ছেড়ে রেতীর জঙ্গলের দিকে চলে যায় ৷
হাতির তাণ্ডবে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি ৷ জখম গাড়ির চালককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে ৷