ETV Bharat / state

হাতি তাড়াতে গিয়ে হাতির আক্রমণে দুমড়ে গেল বনদপ্তরের গাড়ি - Elephant attack incident in Jalpaiguri related news

লোকালয়ে হাতি তাড়াতে গিয়ে হাতির আক্রমণে দুমড়ে মুচড়ে গেল বনদপ্তরের গাড়ি ৷ জখম চালক ৷ জলপাইগুড়ির হলদিবাড়ি চা বাগানের ঘটনা ৷

বনদপ্তরের গাড়ি
author img

By

Published : Nov 21, 2019, 1:56 AM IST

বানারহাট, 21 নভেম্বর : লোকালয়ে হাতি তাড়াতে গিয়ে হাতির আক্রমণের শিকার বনদপ্তরের গাড়ি ৷ জলপাইগুড়ির হলদিবাড়ি চা বাগানের ঘটনা ৷

গতরাতে দলছুট হয়ে একটি হাতি ঢুকে পড়ে হলদিবাড়ি চা বাগানের লোকালয়ে ৷ স্থানীয়রা খবর দেয় বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কয়্যাডে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বনকর্মীরা ৷ হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠানোর সময় হঠাৎই হাতিটি চা বাগানের মধ্যে একটি ঝোপে লুকিয়ে পড়ে । ঝোপ থেকে হাতিটিকে বের করে আনতে বনদপ্তরের গাড়ির সাইরেন বাজাতে শুরু করে বনকর্মীরা ৷ কিন্তু বেশ খানিকক্ষণ সাইরেন বাজালেও হাতিটি ঝোপেই লুকিয়ে থাকে ৷ এরপর গাড়ি থেকে নেমে পটকা ফাটাতে শুরু করে তারা ৷ পটকার আওয়াজে হঠাৎই ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে হাতিটি ৷ ক্ষেপে গিয়ে আক্রমণ করে বনদপ্তরের গাড়িটিতে ৷ আচমকাই দু'পা তুলে দেয় গাড়ির সামনে ৷ গাড়ির ভিতরে ছিল চালক বিট্টু সরকার ৷ তাকে বাঁচাতে বনকর্মীরা আরও বেশি করে পটকা ফাটাতে শুরু করে ৷ পটকার আওয়াজে হাতিটি এলাকা ছেড়ে রেতীর জঙ্গলের দিকে চলে যায় ৷

হাতির তাণ্ডবে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি ৷ জখম গাড়ির চালককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে ৷

বানারহাট, 21 নভেম্বর : লোকালয়ে হাতি তাড়াতে গিয়ে হাতির আক্রমণের শিকার বনদপ্তরের গাড়ি ৷ জলপাইগুড়ির হলদিবাড়ি চা বাগানের ঘটনা ৷

গতরাতে দলছুট হয়ে একটি হাতি ঢুকে পড়ে হলদিবাড়ি চা বাগানের লোকালয়ে ৷ স্থানীয়রা খবর দেয় বনদপ্তরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কয়্যাডে ৷ খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় বনকর্মীরা ৷ হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠানোর সময় হঠাৎই হাতিটি চা বাগানের মধ্যে একটি ঝোপে লুকিয়ে পড়ে । ঝোপ থেকে হাতিটিকে বের করে আনতে বনদপ্তরের গাড়ির সাইরেন বাজাতে শুরু করে বনকর্মীরা ৷ কিন্তু বেশ খানিকক্ষণ সাইরেন বাজালেও হাতিটি ঝোপেই লুকিয়ে থাকে ৷ এরপর গাড়ি থেকে নেমে পটকা ফাটাতে শুরু করে তারা ৷ পটকার আওয়াজে হঠাৎই ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে হাতিটি ৷ ক্ষেপে গিয়ে আক্রমণ করে বনদপ্তরের গাড়িটিতে ৷ আচমকাই দু'পা তুলে দেয় গাড়ির সামনে ৷ গাড়ির ভিতরে ছিল চালক বিট্টু সরকার ৷ তাকে বাঁচাতে বনকর্মীরা আরও বেশি করে পটকা ফাটাতে শুরু করে ৷ পটকার আওয়াজে হাতিটি এলাকা ছেড়ে রেতীর জঙ্গলের দিকে চলে যায় ৷

হাতির তাণ্ডবে দুমড়ে মুচড়ে যায় গাড়িটি ৷ জখম গাড়ির চালককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে ৷

Intro:Body:তাড়ানোর সাইরেনে ক্ষিপ্ত হাতি।সাইরেনের আওয়াজে ক্ষিপ্ত হাতি আচমকা বনদফতরের গাড়ির সামনে দুই পা তুলে দেয়। লোকালয়ের হাতি তাড়াতে গিয়ে হাতির আক্রমনের শিকার বনদফতর।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। বুধবার রাতে ডুয়ার্সের হলদিবাড়ি চা বাগানের ঘটনা।একটি দলছূট হাতি এদিন লোকালয় ঢুকলে বনদফতরের বিন্নাগুড়ি ওয়াইল্ড লাইফ স্কোয়াড ঘটনাস্থলে পৌছায়।তারা হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠানোর সময় হাতিটি চা বাগানের মধ্যে ছোটো একটি ঝোপে লুকিয়ে
পড়ে।বনকর্মীরা গাড়িতে সাইরেন বাজাতে শুরু করেন এবং বনকর্মীরা গাড়ি থেকে নেমে পটকা ফাটাতে শুরু করলে হঠাৎই ঝোপ থেকে বেরিয়ে এসে হাতিটি গাড়িতে আক্রমণ করে।হাতির তান্ডবে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়।সেই সময় গাড়িতে বসে ছিলেন বনদফতরের গাড়ির চালক বিট্টু সরকার। ঘটনাস্থলে কোনোক্রমে বনকর্মীরা আরো বেশি পটকা ফাটাতে শুরু করলে হাতিটি এলাকা ছেড়ে চলে যায় রেতীর জঙ্গলের দিকে।আহত চালককে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে।Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.