জলপাইগুড়ি, 4 জানুয়ারি : চলতি মাস থেকেই নিউজলপাইগুড়ি থেকে নিউ কোচবিহার পর্যন্ত ইলেকট্রিক ট্রেন চলাচল শুরু হতে পারে । এমনই সংকেত দিলেন কমিশনার অব রেলওয়ে সেফটি । আজ সকালে জলপাইগুড়ি রোড স্টেশনে ইলেকট্রিক ট্রেনের কাজ পরিদর্শনে আসেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের কমিশনার অব রেলওয়ে সেফটি লতিফ খান। সঙ্গে ছিলেন আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম কে এস জৈন সহ রেলের বিভিন্ন আধিকারিকরা।
জলপাইগুড়ি রোড স্ট্রেশনে রেলের পরিকাঠামো খতিয়ে দেখতে আজ বিশেষ একটি ট্রেনে রোড স্টেশনে আসেন লতিফ খান। ইলেকট্রিক ট্রেন চালানোর জন্য তিনি সমস্ত বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে পরিদর্শন করেন । নিউ জলপাইগুড়ি থেকে নিউ কোচবিহার পর্যন্ত ইলেকট্রিক চালানোর জন্য ইলেকট্রিক লাইনের কাজ শেষ হয়েছে । ইতিমধ্যেই ইলেকট্রিক ইঞ্জিনের ট্রায়াল শুরু হয়ে গিয়েছে । আজ জলপাইগুড়ি রোড স্টেশন থেকে নিউ কোচবিহার পর্যন্ত পরিদর্শন করেন আধিকারিকরা।
রেল কর্তারা খতিয়ে দেখেন রেলগেট, ইলেকট্রিক লাইন সহ অন্য বিষয়গুলো। আজ ইলেকট্রিক লাইন পরিদর্শনের পর আলিপুরদুয়ার ডিভিশনের ডিআরএম কে এস জৈন বলেন, ইলেকট্রিক লাইনের কাজ সম্পূর্ণ হয়েছে ৷ কমিশনার অফ রেলওয়ে সেফটি লতিফ খানের পরিদর্শনের পর সবুজ সংকেত দিলেই এই মাসের মধ্যেই ইলেকট্রিক ট্রেন চালানো হবে।