ETV Bharat / state

উত্তরবঙ্গে ভূমিকম্প - ভূমিকম্পের কেন্দ্রস্থল অসমের বঙ্গাইগাও

ভূকম্পন হল জলপাইগুড়িতে । ভূমিকম্পের কেন্দ্রস্থল অসমের বঙ্গাইগাও ।

earthquake
earthquake
author img

By

Published : Feb 8, 2020, 7:13 PM IST

Updated : Feb 8, 2020, 7:26 PM IST

জলপাইগুড়ি, 8 ফেব্রুয়ারি : ভূ-কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা ও শিলিগুড়িতে কম্পন অনুভূত হয়। আজ সন্ধে 6টা 17 মিনিট নাগাদ 3 সেকেন্ড মতো কম্পন টের পান উত্তরবঙ্গবাসী । রিখটার স্কেলে মাত্রা ছিল 5 ।

ভূমিকম্পের কেন্দ্রস্থল অসমের বঙ্গাইগাঁও । ভূ-পৃষ্ঠ থেকে উৎপত্তিস্থলের গভীরতা ছিল 10 কিলোমিটার । এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর নেই ।

এদিকে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন সাধারণ মানুষ । উলু ধ্বনি, চিৎকার শুরু হয় । ভূমিকম্পের তীব্রতা তেমন না থাকায় ক্ষয়ক্ষতি হয়নি । 2019-র 24 ডিসেম্বর ঠিক একইভাবে জলপাইগুড়িতে ভূমিকম্প অনুভূত হয়েছিল ।

জলপাইগুড়ি, 8 ফেব্রুয়ারি : ভূ-কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা ও শিলিগুড়িতে কম্পন অনুভূত হয়। আজ সন্ধে 6টা 17 মিনিট নাগাদ 3 সেকেন্ড মতো কম্পন টের পান উত্তরবঙ্গবাসী । রিখটার স্কেলে মাত্রা ছিল 5 ।

ভূমিকম্পের কেন্দ্রস্থল অসমের বঙ্গাইগাঁও । ভূ-পৃষ্ঠ থেকে উৎপত্তিস্থলের গভীরতা ছিল 10 কিলোমিটার । এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর নেই ।

এদিকে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন সাধারণ মানুষ । উলু ধ্বনি, চিৎকার শুরু হয় । ভূমিকম্পের তীব্রতা তেমন না থাকায় ক্ষয়ক্ষতি হয়নি । 2019-র 24 ডিসেম্বর ঠিক একইভাবে জলপাইগুড়িতে ভূমিকম্প অনুভূত হয়েছিল ।

Intro:জলপাইগুড়ি ঃঃ জলপাইগুড়ি জেলা জুড়ে ভুমিকম্প অনুভূত হল। কয়েক সেকেন্ড ভুমিকম্পে কেপে উঠল জলপাইগুড়ি।Body:আজ সন্ধ্যা ৬.১৭ মিনিট ৩ সেকেন্ডে ভুমিকম্প অনুভুত হয়।বাড়ি ছেড়ে সাধারন মানুষ বাইরে বেরিয়ে আসেন।উলু ধ্বনি,চিৎকার শুরু হয়।ভুমিকম্পের তিব্রতা তেমন না থাকায় ক্ষয়ক্ষতি হয়নি।আতঙকিত হয়ে পরেছেন মানুষ জন। সিকিম আবহাওয়া দপ্তরের প্রধান গোপিনাথ রাহা জানান আজ সন্ধ্যেবেলায় এই ভুমিকম্প অনুভূত হয়। ভুমিকম্পের কেন্দ্র ছিল আসামের বঙ্গাইগাওতে। রিখটার স্কেলে এই ভুমিকম্পের তিব্রতা ছিল ৫।ভুমিকম্পের গভীরতা ছিল ১০ কিলোমিটার বলে জানা গোপিনাথ রাহা।Conclusion:বিগত ২৪/১২/২০১৯ তারিখেও ঠিক একই ভাবে জলপাইগুড়িতে ভুমিকম্প অনুভূত হয়েছিল।
Last Updated : Feb 8, 2020, 7:26 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.