জলপাইগুড়ি, 8 ফেব্রুয়ারি : ভূ-কম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার জেলা ও শিলিগুড়িতে কম্পন অনুভূত হয়। আজ সন্ধে 6টা 17 মিনিট নাগাদ 3 সেকেন্ড মতো কম্পন টের পান উত্তরবঙ্গবাসী । রিখটার স্কেলে মাত্রা ছিল 5 ।
ভূমিকম্পের কেন্দ্রস্থল অসমের বঙ্গাইগাঁও । ভূ-পৃষ্ঠ থেকে উৎপত্তিস্থলের গভীরতা ছিল 10 কিলোমিটার । এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির খবর নেই ।
এদিকে কম্পন অনুভূত হওয়ায় আতঙ্কে বাইরে বেরিয়ে আসেন সাধারণ মানুষ । উলু ধ্বনি, চিৎকার শুরু হয় । ভূমিকম্পের তীব্রতা তেমন না থাকায় ক্ষয়ক্ষতি হয়নি । 2019-র 24 ডিসেম্বর ঠিক একইভাবে জলপাইগুড়িতে ভূমিকম্প অনুভূত হয়েছিল ।