ETV Bharat / state

Earthquake Hits North Bengal: উত্তরবঙ্গে ভূমিকম্প! একাধিক জেলা কেঁপে উঠল কম্পনে, আতঙ্কে এলাকাবাসী - ভূমিকম্প

বঙ্গের বিভিন্ন জায়গায় অনুভূত ভূমিকম্প ৷ জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সন্ধের এই কম্পনে আতঙ্ক এলাকাজুড়ে ৷

Etv Bharat
Etv Bharat
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 2, 2023, 7:09 PM IST

Updated : Oct 2, 2023, 8:10 PM IST

জলপাইগুড়ি, 2 অক্টোবর: সোমবার সন্ধেয় ভূমিকম্প অনুভূত হল উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সন্ধ্যা 6.15 মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা 5.2। ভূমিকম্পের উৎসস্থল ছিল মেঘালয়ের নর্থ গারো হিলস ৷ ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল। তার জেরেই কেঁপে ওঠে বাংলার একাধিক জেলা। 18 সেকেন্ড এই কম্পন হয়। তবে ভূমিকম্পের ফলে তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও আসেনি।

জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়িতে যথেষ্ট তীব্রতা ছিল এই ভূমিকম্পের। এদিন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে করা টুইটেও জানা গিয়েছে সেকথা ৷ কম্পন অনুভূত হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদার বিস্তীর্ণ অংশে। এছাড়া অরুণাচলপ্রদেশ, ত্রিপুরা, বাংলাদেশ, ভুটানেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এর সঙ্গে দেশের উত্তর-পূর্বের বেশ কিছু রাজ্যেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্প কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যা 6টা 15 মিনিটে নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে কোচবিহারের মাটি।

প্রথমে হালকা ঝাঁকুনি, তারপর মৃদু কম্পন অনুভূত হয় জেলাজুড়ে। কোচবিহারের দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ-সহ অন্যান্য সব জায়গাতেই কম্পন অনুভূত হয়েছে। মালদাতেও কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া গিয়েছে বলে জানাচ্ছেন মানুষজনরা ৷ বস্তুত, রবিবার রাতেও দেশের একাধিক স্থানে কম্পন অনুভূত হয়। রবিবার রাত 11টা 26 মিনিটে হরিয়ানায় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল 2.6। ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল হরিয়ানার রোহতক থেকে 7 কিলোমিটার দূরে।

উল্লেখ্য, গত মাসেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল আন্দামান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির জানিয়েছিল সেকথা ৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ওই ভূমিকম্পের মাত্রা ছিল 4.4। ভূমিকম্পের উৎসস্থল ছিল আন্দামান সাগরের 93 কিলোমিটার গভীরে।

আরও পড়ুন: খারাপ আবহাওয়া, কেদারনাথ ধামে জরুরি অবতরণ হেলিকপ্টারের

জলপাইগুড়ি, 2 অক্টোবর: সোমবার সন্ধেয় ভূমিকম্প অনুভূত হল উত্তরবঙ্গে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দক্ষিণ দিনাজপুর, কোচবিহার-সহ রাজ্যের বিভিন্ন জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ সন্ধ্যা 6.15 মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা 5.2। ভূমিকম্পের উৎসস্থল ছিল মেঘালয়ের নর্থ গারো হিলস ৷ ভূপৃষ্ঠ থেকে 10 কিলোমিটার নীচে ভূমিকম্পের উৎসস্থল। তার জেরেই কেঁপে ওঠে বাংলার একাধিক জেলা। 18 সেকেন্ড এই কম্পন হয়। তবে ভূমিকম্পের ফলে তেমন কোনও ক্ষয়ক্ষতির খবর এখনও আসেনি।

জলপাইগুড়ি, কোচবিহার, শিলিগুড়িতে যথেষ্ট তীব্রতা ছিল এই ভূমিকম্পের। এদিন ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির পক্ষ থেকে করা টুইটেও জানা গিয়েছে সেকথা ৷ কম্পন অনুভূত হয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদার বিস্তীর্ণ অংশে। এছাড়া অরুণাচলপ্রদেশ, ত্রিপুরা, বাংলাদেশ, ভুটানেও কম্পন অনুভূত হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। এর সঙ্গে দেশের উত্তর-পূর্বের বেশ কিছু রাজ্যেও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্প কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তা এখনও জানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, এদিন সন্ধ্যা 6টা 15 মিনিটে নাগাদ ভূমিকম্পে কেঁপে ওঠে কোচবিহারের মাটি।

প্রথমে হালকা ঝাঁকুনি, তারপর মৃদু কম্পন অনুভূত হয় জেলাজুড়ে। কোচবিহারের দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ-সহ অন্যান্য সব জায়গাতেই কম্পন অনুভূত হয়েছে। মালদাতেও কয়েক সেকেন্ড কম্পন টের পাওয়া গিয়েছে বলে জানাচ্ছেন মানুষজনরা ৷ বস্তুত, রবিবার রাতেও দেশের একাধিক স্থানে কম্পন অনুভূত হয়। রবিবার রাত 11টা 26 মিনিটে হরিয়ানায় ভূমিকম্প হয়। রিখটার স্কেলে ওই কম্পনের মাত্রা ছিল 2.6। ওই ভূমিকম্পের উৎসস্থল ছিল হরিয়ানার রোহতক থেকে 7 কিলোমিটার দূরে।

উল্লেখ্য, গত মাসেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল আন্দামান। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির জানিয়েছিল সেকথা ৷ রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ওই ভূমিকম্পের মাত্রা ছিল 4.4। ভূমিকম্পের উৎসস্থল ছিল আন্দামান সাগরের 93 কিলোমিটার গভীরে।

আরও পড়ুন: খারাপ আবহাওয়া, কেদারনাথ ধামে জরুরি অবতরণ হেলিকপ্টারের

Last Updated : Oct 2, 2023, 8:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.