ETV Bharat / state

North Bengal Earthquake 2 মাসের ব্যবধানে ফের কাঁপল উত্তরবঙ্গ

author img

By

Published : Aug 29, 2022, 6:42 PM IST

2 জুলাইয়ের পর 29 অগস্ট, ফের ভূমিকম্প উত্তরবঙ্গে(Earthquake in North Bengal)৷ সোমবার বেলা 12টা 15 নাগাদ উত্তরবঙ্গের একাধিক জেলায় এই কম্পন অনুভূত হয় ৷

Etv Bharat
উত্তরবঙ্গে ভূমিকম্প

জলপাইগুড়ি, 29 অগস্ট: বৃষ্টির মধ্যেই ভূমিকম্প অনুভূত হল জলপাইগুড়িতে(Earthquake feels in north bengal)। মৃদু ভূমিকল্পের ফলে আতঙ্ক ছড়ায় । সোমবার দুপুর 12টা 15 নাগাদ ভূমিকম্প অনুভূত হয় । কম্পন অনুভূত হয়েছে আলিপুরদুয়ারেও । পাশ্ববর্তী দেশ ভূটানে ভুমিকম্প হবার ফলে কেঁপে ওঠে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা-সহ শিলিগুড়ি । রবিবার রাত থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে জলপাইগুড়িতে । শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে । এই দুর্যোগের মধ্যে ভূমিকম্প হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷
জানা গিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল ভূটান । রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 4.5 ও গভীরতা ছিল 6.1 কিলোমিটার । তবে এই কম্পনের জেরে ক্ষয়ক্ষতির তেমন কোনও খবর পাওয়া যায়নি ৷ প্রাণহানির ঘটনাও শোনা যায়নি ৷

প্রসঙ্গত, এর আগে 2 জুলাই জলপাইগুড়ি, কোচবিহার ও দার্জিলিং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভূমিকম্প হয়েছিল ৷ সেই সময়ও উৎসস্থল ছিল ভূটানের থিম্পু ৷
আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, কম্পনের মাত্রা 4.3; উৎসস্থল ভুটান

জলপাইগুড়ি, 29 অগস্ট: বৃষ্টির মধ্যেই ভূমিকম্প অনুভূত হল জলপাইগুড়িতে(Earthquake feels in north bengal)। মৃদু ভূমিকল্পের ফলে আতঙ্ক ছড়ায় । সোমবার দুপুর 12টা 15 নাগাদ ভূমিকম্প অনুভূত হয় । কম্পন অনুভূত হয়েছে আলিপুরদুয়ারেও । পাশ্ববর্তী দেশ ভূটানে ভুমিকম্প হবার ফলে কেঁপে ওঠে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলা-সহ শিলিগুড়ি । রবিবার রাত থেকে লাগাতার বৃষ্টি হচ্ছে জলপাইগুড়িতে । শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়েছে । এই দুর্যোগের মধ্যে ভূমিকম্প হওয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷
জানা গিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল ভূটান । রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল 4.5 ও গভীরতা ছিল 6.1 কিলোমিটার । তবে এই কম্পনের জেরে ক্ষয়ক্ষতির তেমন কোনও খবর পাওয়া যায়নি ৷ প্রাণহানির ঘটনাও শোনা যায়নি ৷

প্রসঙ্গত, এর আগে 2 জুলাই জলপাইগুড়ি, কোচবিহার ও দার্জিলিং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে ভূমিকম্প হয়েছিল ৷ সেই সময়ও উৎসস্থল ছিল ভূটানের থিম্পু ৷
আরও পড়ুন : ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, কম্পনের মাত্রা 4.3; উৎসস্থল ভুটান

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.