ETV Bharat / state

Earthquake : ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ, উৎসস্থল অসমের গোয়ালপাড়া

author img

By

Published : Jul 7, 2021, 9:49 AM IST

Updated : Jul 7, 2021, 10:41 AM IST

অসমের (Assam) গোয়ালপাড়া থেকে উদ্ভূত ভূ-কম্পন ছড়াল এরাজ্যের উত্তরবঙ্গে ৷ সিকিম আবহাওয়া অফিস জানায়, তীব্রতা ছিল রিখটার স্কেলে (richter scale) 5.2 ৷ গভীরতা ছিল 38 কিলোমিটার ।

ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ
ভূমিকম্পে কাঁপল উত্তরবঙ্গ

জলপাইগুড়ি, 7 জুলাই : জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় অনুভূত হল ভূমিকম্প । কয়েক সেকেন্ডের ভূমিকম্পে কেঁপে উঠল জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং । ভূমিকম্পের ফলে আতঙ্ক ছড়াল জলপাইগুড়িতে । সিকিম আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পের এপিসেন্টার অসমের গোয়ালপাড়া । তীব্রতা ছিল রিখটার স্কেলে 5.2 ৷ গভীরতা ছিল 38 কিলোমিটার ।

আজ সকাল 8টা 45 মিনিট 25 সেকেন্ডের ভূ-কম্পন অনুভূত হয় । বাড়ি ছেড়ে সাধারণ মানুষ বাইরে বেরিয়ে আসেন । ভূমিকম্পের তীব্রতা তেমন না থাকায় ক্ষয়ক্ষতি হয়নি । তবে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন । জলপাইগুড়ির উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন বেশি অনুভূত হয়েছে ।

আরও পড়ুন : কাকভোরে কেঁপে উঠল নেপালের পোখরা, কম্পনের মাত্রা 5.8

উৎসস্থল অসমের গোয়ালপাড়া হলেও তার ঢেউ এসে পড়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও ৷ এদিন ভূ-কম্পনের ফলে জলপাইগুড়ি সদর হাসপাতালের মাদার আন্ড চাইল্ড হাবে আতঙ্ক ছড়ায় । ভয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন রোগী এবং তাঁদের আত্মীয়স্বজনরা ।

আরও পড়ুন : মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

জলপাইগুড়ি, 7 জুলাই : জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় অনুভূত হল ভূমিকম্প । কয়েক সেকেন্ডের ভূমিকম্পে কেঁপে উঠল জলপাইগুড়ি, কোচবিহার, দার্জিলিং । ভূমিকম্পের ফলে আতঙ্ক ছড়াল জলপাইগুড়িতে । সিকিম আবহাওয়া অফিস জানায়, ভূমিকম্পের এপিসেন্টার অসমের গোয়ালপাড়া । তীব্রতা ছিল রিখটার স্কেলে 5.2 ৷ গভীরতা ছিল 38 কিলোমিটার ।

আজ সকাল 8টা 45 মিনিট 25 সেকেন্ডের ভূ-কম্পন অনুভূত হয় । বাড়ি ছেড়ে সাধারণ মানুষ বাইরে বেরিয়ে আসেন । ভূমিকম্পের তীব্রতা তেমন না থাকায় ক্ষয়ক্ষতি হয়নি । তবে আতঙ্কিত হয়ে পড়েন মানুষজন । জলপাইগুড়ির উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন বেশি অনুভূত হয়েছে ।

আরও পড়ুন : কাকভোরে কেঁপে উঠল নেপালের পোখরা, কম্পনের মাত্রা 5.8

উৎসস্থল অসমের গোয়ালপাড়া হলেও তার ঢেউ এসে পড়ে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও ৷ এদিন ভূ-কম্পনের ফলে জলপাইগুড়ি সদর হাসপাতালের মাদার আন্ড চাইল্ড হাবে আতঙ্ক ছড়ায় । ভয়ে চিৎকার-চেঁচামেচি শুরু করেন রোগী এবং তাঁদের আত্মীয়স্বজনরা ।

আরও পড়ুন : মৃদু ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি

Last Updated : Jul 7, 2021, 10:41 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.