জলপাইগুড়ি, 19 অক্টোবর: গত বছর বিসর্জনের সময় মালবাজারে হড়পা বানে দুর্ঘটনা জেরে এবার কড়া বিধিনিষেধ আরোপ করল জলপাইগুড়ি জেলা প্রশাসন । জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভিন জানিয়েছেন, ঘাট থেকেই বিসর্জন দেওয়া হবে । দর্শনার্থীদের কাউকে নদীতে নামতে দেওয়া হবে না । বিসর্জনের ঘাটগুলিতে বাঁশ ও মোটা দড়ি দিয়ে ব্যারিকেড করা ছাড়াও, সেই ব্যারিকেডের ভেতর হাঁটু জলে দাঁড়িয়েই প্রতিমা বিসর্জন করতে হবে । ঘাট জুড়ে থাকবে কড়া নিরাপত্তা ব্যবস্থা ।
গত বছর দশমীর দিন হড়পা বানে ডুয়ার্সের মাল নদীতে আটজনের মৃত্যুর ঘটনা ঘটে । সেই কারণে এবার দুর্গাপুজোর বিসর্জনের বিষয় নিয়ে সতর্ক রয়েছে জেলা প্রশাসন । প্রশাসনের তরফে জানা গিয়েছে, বিসর্জনের আগের দিন 24 অক্টোবর থেকে 26 অক্টোবর পর্যন্ত সমস্ত বিডিও অফিসে কন্ট্রোল রুম খোলা হবে । পাশাপাশি থাকবে প্রশিক্ষিত ডুবুরি, স্পিড বোট ও দেশি নৌকা, লাইফ জ্যাকেট এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা ।
জলপাইগুড়ি জেলাজুড়ে প্রায় সমস্ত নদীতে দশমীর দিন প্রতিমা বিসর্জনের ঘাট তৈরি করা করা হয়ে থাকে । স্বাভাবিকভাবেই ডুয়ার্সের মেটেলি, ধূপগুড়ি, নাগরাকাটা, বানারহাট, ময়নাগুড়ি ও মালবাজারের অন্য খরস্রোতা নদীতেও প্রতিমা বিসর্জন হবে । যেহেতু খরস্রোতা নদীতে হরপা বানের আশংকা থাকে, সেই কারণে বিসর্জনের 24 ঘণ্টা আগে পাহাড় ও সমতল এলাকায় ভারী বৃষ্টি হলে খরস্রোতা নদীতেই কাউকে নামতে দেওয়া হবে না বলে প্রশাসনের তরফ থেকে জানা গিয়েছে । কারণ, কোনোরকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন । এক্ষেত্রে বিসর্জনের ঘাটগুলিতে বাঁশ ও মোটা দড়ি দিয়ে ব্যারিকেড করা হবে ।
জলপাইগুড়ির জেলাশাসক শামা পারভীন বলেন, ‘‘আমরা এবার বিসর্জনের দিনে কাউকে নদীতে নামতে দেব না । ঘাট থেকেই প্রতিমা বিসর্জন করা হবে । গতবারের কথা চিন্তা করে আমরা সব ধরনের ব্যবস্থা নিচ্ছি । দুর্গাপুজা থেকে প্রতিমা বিসর্জন পর্যন্ত আমরা কড়া ব্যবস্থা নিয়েছি । সিকিমেও একটা ঘটনাও ঘটেছে ৷ সেদিক থেকে আমরা সতর্ক আছি । পুজোর সময় পাহাড় ও সমতলে কোথায় কী পরিমাণ বৃষ্টি হচ্ছে । হড়পা বানের আশঙ্কা রয়েছে কি না ! কোনও নদীতে জলস্তর কেমন বাড়ছে, সেটাও লক্ষ্য রাখা হবে ।’’
আরও পড়ুন: হড়পা বানের হাত থেকে শিশুকে বাঁচালেন যুবক