ETV Bharat / state

NRC আতঙ্কে কুয়োয় ঝাঁপ ? - due to NRC panic youth suicide at jalpaiguri

পরিবারের দাবি, NRC আতঙ্কেই কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন সাবের আলি ৷ জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের সর্দারপাড়ার ঘটনা ৷

আত্মঘাতী যুবক
author img

By

Published : Sep 25, 2019, 9:30 AM IST

জলপাইগুড়ি, 25 সেপ্টেম্বর : কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী বিশেষভাবে সক্ষম যুবক ৷ জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের সর্দারপাড়ার ঘটনা ৷ পরিবারের দাবি, NRC আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন ওই যুবক ৷

মৃতের নাম সাবের আলি (32) ৷ পেশায় চাষি ৷ NRC নিয়ে অন্যান্য গ্রামবাসীদের মতই আতঙ্কিত ছিল সাবের ৷ পরিবারের দাবি, বেশ কয়েকদিন ধরেই ভোটার কার্ড ও আধার কার্ডে নাম সংশোধনের জন্য ঘোরাঘুরি করছিলেন ৷ মানসিক অবসাদে গতকাল দুপুরে বাড়ির কুয়োয় ঝাঁপ দেন ৷ চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে আসেন ৷ উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ তবে মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ ৷

মৃত যুবকের আত্মীয় ইয়াকত আলি বলেন, "NRC-র কাগজপত্র নিয়ে কয়েকদিন থেকেই খুব টেনশনে ছিল ৷ আজ হঠাৎ করে শুনলাম ও কুয়োয় ঝাঁপ দিয়েছে ৷"

NRC সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি এখনও এ রাজ্যে জারি হয়নি ৷ রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন রাজ্যে NRC হবে না ৷ তাই অযথা আতঙ্কিত হতেও বারণ করা হয়েছে ৷ তবুও NRC নিয়ে আতঙ্কের কারণে মৃত্যুর অভিযোগ কেন ? প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞমহল ৷

জলপাইগুড়ি, 25 সেপ্টেম্বর : কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মঘাতী বিশেষভাবে সক্ষম যুবক ৷ জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের সর্দারপাড়ার ঘটনা ৷ পরিবারের দাবি, NRC আতঙ্কেই আত্মঘাতী হয়েছেন ওই যুবক ৷

মৃতের নাম সাবের আলি (32) ৷ পেশায় চাষি ৷ NRC নিয়ে অন্যান্য গ্রামবাসীদের মতই আতঙ্কিত ছিল সাবের ৷ পরিবারের দাবি, বেশ কয়েকদিন ধরেই ভোটার কার্ড ও আধার কার্ডে নাম সংশোধনের জন্য ঘোরাঘুরি করছিলেন ৷ মানসিক অবসাদে গতকাল দুপুরে বাড়ির কুয়োয় ঝাঁপ দেন ৷ চিৎকার শুনে পরিবারের সদস্যরা ছুটে আসেন ৷ উদ্ধার করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷ তবে মৃত্যুর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না খতিয়ে দেখছে পুলিশ ৷

মৃত যুবকের আত্মীয় ইয়াকত আলি বলেন, "NRC-র কাগজপত্র নিয়ে কয়েকদিন থেকেই খুব টেনশনে ছিল ৷ আজ হঠাৎ করে শুনলাম ও কুয়োয় ঝাঁপ দিয়েছে ৷"

NRC সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি এখনও এ রাজ্যে জারি হয়নি ৷ রাজ্য সরকার তথা মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন রাজ্যে NRC হবে না ৷ তাই অযথা আতঙ্কিত হতেও বারণ করা হয়েছে ৷ তবুও NRC নিয়ে আতঙ্কের কারণে মৃত্যুর অভিযোগ কেন ? প্রশ্ন তুলেছে বিশেষজ্ঞমহল ৷

Intro:জলপাইগুড়ি ঃ-ফের এনআরসি আতঙ্কে কুয়োর ঝাঁপ দিয়ে আত্মঘাতী হল এক যুবক। এমনই দাবি পরিবারের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের সর্দার পাড়ার ঘটনা। ঘটনায় তদন্তে কোতোয়ালি থানায় পুলিশ। মৃত যুবকের নাম সাবের আলী (৩২)। পেশায় কৃষিকাজ করতেন। জন্মগত তিনি প্রতিবন্ধী ছিলেন বলে দাবি পরিবারের। এক পায়ের সমস্যা ছিল তাঁর। Body:এনআরসি ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রামে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। গ্রামের প্রতিটি পরিবার এস আর সি আতঙ্কে ভয় পাচ্ছেন বলে অভিযোগ। পরিবারের অভিযোগ, বেশ কয়েকদিন ভোটার কার্ড আফহার কার্ডে নামের বানান ভুল সংশোধনের জন্য ঘোরাঘুরি করছিল। এরপর তিনি মানষিক অবসাদে ভেঙে পরে। মঙ্গলবার দুপুরে বাড়ির কুয়োর ঝাপ দেয়৷ তিনি সাতার জানত না। চিৎকার শুনে পরিবারের সকলে এসে সাবেরকে উদ্ধার করে। সঙ্গে সঙ্গে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসেন। পরিবারের দাবি চিকিৎসক সাবেরকে মৃত বলে ঘোষনা করেন। ঘটনার পরেই আতঙ্ক আরও ছড়িয়ে পরে। পরিবার কান্নায় ভেঙে পরে হাসপাতালে। মৃত দেহ ময়নাতদন্ত করে ঘটনা তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানায় পুলিশ।তবে আদৌও এন আরসি না ওন্য কোন কারন আছে মৃত্যুর পেছনে তা খতিয়ে দেখছে পুলিশConclusion:মৃতের জ্যেঠু ইয়াকত আলী বলেন, আমার ভাস্তা বেশ কয়েকদিন থেকে এস আর সি নিয়ে আতঙ্কে ছিল। সেই আতঙ্ক থেকেই এই আত্মহত্যার ঘটনা।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.