ETV Bharat / state

কৃষক আন্দোলনেই হার রাজ্যের ? গজলডোবায় সাইনবোর্ড সরাল প্রশাসন - gajoldoba

গজলডোবাতে হেলিপ্যাডের জন্য যে জমিতে প্রশাসনের সাইনবোর্ড টাঙানো হয়েছিল, তা খুলে নেওয়া হয় । কিন্তু কেন এই সাইনবোর্ড খুলে নেওয়া হল সে বিষয়ে প্রশাসনিক আধিকারিকরা কোনও মন্তব্য করতে চাননি ।

এই সেই সাইনবোর্ড
author img

By

Published : Jun 8, 2019, 8:22 PM IST

Updated : Jun 8, 2019, 10:28 PM IST

জলপাইগুড়ি, 8 জুন : কৃষক আন্দোলনের কাছে হার মানল রাজ্য সরকার ?

গজলডোবাতে হেলিপ্যাডের জন্য যে জমিতে প্রশাসনের সাইনবোর্ড টাঙানো হয়েছিল, তা খুলে নেওয়া হয় । কিন্তু কেন এই সাইনবোর্ড খুলে নেওয়া হল সে বিষয়ে প্রশাসনিক আধিকারিকরা কোনও মন্তব্য করতে চাননি । গতকাল পর্যটনমন্ত্রী গৌতম দেব গজলডোবায় গেলে তাঁকে কালো পতাকা দেখিয়ে "go back" স্লোগান দেওয়া হয় । এরপরই জমির কোনও পাট্টা আছে কি না তা খতিয়ে দেখা হয় । সূত্রের খবর, বেশ কিছু জায়গায় স্থানীয় কৃষকদের সরকারের তরফ থেকেই জমির পাট্টা দেওয়া হয়েছে । তাই সেই জায়গা থেকে প্রকল্প তুলে নিয়ে সরকারি খাস জমিতে প্রকল্পের কাজ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় ।

এই সংক্রান্ত আরও খবর: গজলডোবায় মন্ত্রীকে গো ব্যাক স্লোগান, দেখানো হল কালো পতাকা

রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান, 'ভোরের আলো' প্রকলপ নিয়ে একটি বৈঠক হয় । কিছু সমস্যা আছে, তাই সরকারি সাইনবোর্ড খুলে নেওয়া হয়েছে । আসলে, ভূমি ও ভূমি-রাজস্ব দপ্তর জমি চিহ্নিতকরণের কাজে ভুল করেছিল । ভুল করে পাট্টা আছে, এমন জমিকেও চিহ্নিতকরণ করেছিল । সরকারি খাস জমিতেই হেলিপ্যাড তৈরি হবে । কোনওরকম ভুল করতে রাজি নই । BJP-কে কোনওভাবেই রাজনৈতিক ফায়দা লুটতে দেব না ।

administration
সরকারি সাইনবোর্ড

গজলডোবা ভূমিরক্ষা কমিটির চেয়ারম্যান নকুল দাস বলেন, "কৃষকদের পাট্টা থাকা জমিতে রাজ্য সরকার হেলিপ্যাড নির্মাণের চেষ্টা করছিল । আমরা তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছি । আমরা উন্নয়নের পক্ষে কিন্তু কৃষকদের জমি দখল করে উন্নয়নের বিপক্ষে ।"

এই সংক্রান্ত আরও খবর: গজলডোবায় অন্ধকারে মমতার 'ভোরের আলো', খুঁটি উপড়ে চাষবাসের সিদ্ধান্ত !

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই BJP-র ছত্রছায়ায় ভূমিরক্ষা কমিটি গড়ে আন্দোলন শুরু করেছিল স্থানীয় কৃষকরা । গতকাল ঘটনাস্থান থেকে ঘুরে এসে গৌতম দেব জানিয়েছিলেন, কৃষকদের পাট্টা সঠিক থাকলে এক ইঞ্চিও জমি নেওয়া হবে না । এর 24 ঘণ্টার মধ্যেই প্রশাসনের তরফে সরকারি সাইনবোর্ড খুলে নিয়ে যায় ।

জলপাইগুড়ি, 8 জুন : কৃষক আন্দোলনের কাছে হার মানল রাজ্য সরকার ?

গজলডোবাতে হেলিপ্যাডের জন্য যে জমিতে প্রশাসনের সাইনবোর্ড টাঙানো হয়েছিল, তা খুলে নেওয়া হয় । কিন্তু কেন এই সাইনবোর্ড খুলে নেওয়া হল সে বিষয়ে প্রশাসনিক আধিকারিকরা কোনও মন্তব্য করতে চাননি । গতকাল পর্যটনমন্ত্রী গৌতম দেব গজলডোবায় গেলে তাঁকে কালো পতাকা দেখিয়ে "go back" স্লোগান দেওয়া হয় । এরপরই জমির কোনও পাট্টা আছে কি না তা খতিয়ে দেখা হয় । সূত্রের খবর, বেশ কিছু জায়গায় স্থানীয় কৃষকদের সরকারের তরফ থেকেই জমির পাট্টা দেওয়া হয়েছে । তাই সেই জায়গা থেকে প্রকল্প তুলে নিয়ে সরকারি খাস জমিতে প্রকল্পের কাজ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয় ।

এই সংক্রান্ত আরও খবর: গজলডোবায় মন্ত্রীকে গো ব্যাক স্লোগান, দেখানো হল কালো পতাকা

রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় জানান, 'ভোরের আলো' প্রকলপ নিয়ে একটি বৈঠক হয় । কিছু সমস্যা আছে, তাই সরকারি সাইনবোর্ড খুলে নেওয়া হয়েছে । আসলে, ভূমি ও ভূমি-রাজস্ব দপ্তর জমি চিহ্নিতকরণের কাজে ভুল করেছিল । ভুল করে পাট্টা আছে, এমন জমিকেও চিহ্নিতকরণ করেছিল । সরকারি খাস জমিতেই হেলিপ্যাড তৈরি হবে । কোনওরকম ভুল করতে রাজি নই । BJP-কে কোনওভাবেই রাজনৈতিক ফায়দা লুটতে দেব না ।

administration
সরকারি সাইনবোর্ড

গজলডোবা ভূমিরক্ষা কমিটির চেয়ারম্যান নকুল দাস বলেন, "কৃষকদের পাট্টা থাকা জমিতে রাজ্য সরকার হেলিপ্যাড নির্মাণের চেষ্টা করছিল । আমরা তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছি । আমরা উন্নয়নের পক্ষে কিন্তু কৃষকদের জমি দখল করে উন্নয়নের বিপক্ষে ।"

এই সংক্রান্ত আরও খবর: গজলডোবায় অন্ধকারে মমতার 'ভোরের আলো', খুঁটি উপড়ে চাষবাসের সিদ্ধান্ত !

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই BJP-র ছত্রছায়ায় ভূমিরক্ষা কমিটি গড়ে আন্দোলন শুরু করেছিল স্থানীয় কৃষকরা । গতকাল ঘটনাস্থান থেকে ঘুরে এসে গৌতম দেব জানিয়েছিলেন, কৃষকদের পাট্টা সঠিক থাকলে এক ইঞ্চিও জমি নেওয়া হবে না । এর 24 ঘণ্টার মধ্যেই প্রশাসনের তরফে সরকারি সাইনবোর্ড খুলে নিয়ে যায় ।

Intro:জলপাইগুড়ি ঃ কৃষকদের আন্দোলনের কাছে হার মানল রাজ্য সরকার। গাজোলডোবাতে হেলিপ্যাডের জন্য লাগানো সাইনবোর্ড খুলে নিল প্রশাসন।বিধায়ক জানালেন ভুল হয়েছিল তাই খোলা হচ্ছে।

অবশেষে হার স্বীকার করে কৃষকদের আন্দোলনের জেরে হেলি প্যাড তৈরি করার পরিকল্পনা থেকে পিছিয়ে যেতে বাধ্য হল সরকার।গত কয়েকদিন ধরেই বিজেপির ছত্র ছায়ায় থেকে ভুমি রক্ষা কমিটি গড়ে আন্দোলন শুরু করেছিল কৃষকরা।গতকাল পর্যটন মন্ত্রী ঘটনাস্থলে এলে রাকে কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়। এরপরেই জমির কোন পাট্টা আছে কিনা তা খতিয়ে দেখা হয়।দেখা যায় বেশ কিছু জায়গায় জমির পাট্টা দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে।তাই সেই জায়গা থেকে প্রকল্প তুলে নিয়ে সরকারি খাস জমিতে প্রকল্পের কাজ করা হবে বলে সিদ্ধান্ত হয় বলে সুত্রের খবর।

গতকালই গৌতম দেব সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছিল কৃষকদের পাট্টা সঠিক থাকলে এক ইঞ্চি জমি নেওয়া হবে না, তারপর 24 ঘন্টা না কাটতেই কাউকে না জানিয়ে প্রশাসন সেই ফলক তুলে নিয়ে চলে আসে, কেন তোলা হচ্ছে ফলক কেউ তা প্রকাশ্যে জানাতে চান নি।

এই বিষয়ে রাজগঞ্জ বিধানসভার বিধায়ক খগেশ্বর রায় জানায় ভোরের আলোতে মিটিং এ ঠিক হয় কিছু সমস্যা আছে তাই বোর্ডটি খুলে নেওয়া হবে।আসলে কৃষকদের পাট্টা আছে সেই সমস্ত জমিকেউ ভুমি ও ভুমি রাজস্ব দপ্তর ডিমার্কেশন করেছিল। সেই ডিমার্কেশন ভুল ছিল।তারা ভুল করে পাট্টা আছে এমন জমিকেউ চিহ্নিত করন করেছি।আমরা সরকারি খাস জমিতেই প্রকল্পটি বানাব।তাই ঐ জায়গা থেকে সরকারের তরফ থেকে লাগানো সাইনবোর্ড খুলে নেওয়া হয়েছে সেটা অন্য জায়গায় লাগামো হবে। আমরা কোন রকম ভুল করতে রাজি নই।বিজেপিকে আমরা কোন ভাবেই ফায়দা নিতে দেব না।

এদিকে গাজোলডোবা ভুমিরক্ষা কমিটির চেয়ারম্যান নকুল দাস বলেন কৃষকদের পাট্টা থাকা জমিতে রাজ্য সরকার হেলিপ্যাড বানাচ্ছিল আমরা তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছি।আমরা উন্নয়নের পক্ষে তবে কৃষকের জমি দখল করে উন্নয়নের বিপক্ষে।কে সাইনবোর্ড খুলেছে আমরা জানি না।

Body:WB_JAL_08JUNE_GAJOLDOBA_ABHIJIT_7203427Conclusion:WB_JAL_08JUNE_GAJOLDOBA_ABHIJIT_7203427
Last Updated : Jun 8, 2019, 10:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.