জলপাইগুড়ি, 30 সেপ্টেম্বর : উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডি ডাঃ সুশান্ত রায় ও তাঁর ছেলে সৌত্রিক রায়ের বিরুদ্ধে এবার স্বাস্থ্য দফতরের কাছে অভিযোগ পাঠাল অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরস (AHSD) নামে চিকিৎসকদের একটি সংগঠন ৷ তাদের তরফে জানানো হয়েছে, তারা এই নিয়ে রাজ্যের স্বাস্থ্যসচিব, স্বাস্থ্য অধিকর্তা, ডাইরেক্টর অব মেডিকেল এডুকেশন-সহ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও জেলাশাসকের কাছে চিঠি পাঠিয়েছেন ৷ এই নিয়ে তারা তদন্তের দাবিতে তুলেছে ৷
আরও পড়ুন : Jalpaiguri District Hospital : জলপাইগুড়িতে চিকিৎসক ‘প্রভাবশালী’, আউটডোরে চরম অব্যবস্থার অভিযোগ রোগীদের
সংগঠনের যুগ্ম সম্পাদক ডাঃ সুবর্ণ গোস্বামীর অভিযোগ, ‘‘একজন চোখের ডাক্তার হয়ে উনি কীভাবে উত্তরবঙ্গের সব জেলার স্বাস্থ্য আধিকারিক থেকে শুরু করে চিকিৎসকদের উপর ছড়ি ঘোড়াচ্ছেন । এটা আমাদের প্রশ্ন ।’’ ওএসডি হয়ে কীভাবে তিনি নিরাপত্তারক্ষী ও নীলবাতি গাড়ি নিয়ে ঘুরছেন, সেই প্রশ্নও তুলেছেন তিনি ৷ তাঁর দাবি, ‘‘এটা উনি পারেন না ।’’
একই সঙ্গে ওই চিকিৎসকের ছেলের দুর্নীতি নিয়েও মুখ খুলেছেন তিনি ৷ তাঁর দাবি, কোনভাবেই অস্থায়ী ডাক্তার এমডি ছাত্র হিসেবে সরকারি বেতন পেতে পারেন না । কিন্তু সুশান্ত রায় তার প্রভাব খাটিয়ে ছেলের মাইনে দেওয়ানোর ব্যবস্থা করেছেন । সুবর্ণ গোস্বামীর বক্তব্য, ‘‘সরকারি টাকা এই ভাবে তছরূপ করা যায় না । তদন্ত করতে গিয়ে মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সরকারকে প্রভাব খাটিয়ে বদলি করা হয়েছে । তদন্ত ধামাচাপা পরে গেছে । আমরা তদন্তের দাবি করেছি ।’’
প্রসঙ্গত, ডাঃ সুশান্ত রায়ের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে ৷ তাছাড়া তাঁর ছেলে ডাঃ সৌত্রিক রায় বাবার প্রভাব খাটিয়ে বেআইনিভাবে বেতন নিয়েছেন বলে অভিযোগ ৷ সেই নিয়ে গত কয়েকদিন ধরেই তোলপাড় হচ্ছে জলপাইগুড়ি ৷ স্বাস্থ্য দফতরের তরফে এই নিয়ে তদন্তের আশ্বাসও দেওয়া হয় ৷
এই নিয়ে অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টরসের সাধারণ সম্পাদক ড. মানস গুমটার অভিযোগ, একজন চোখের ডাক্তার হয়েও তিনি (ডাঃ সুশান্ত রায়) রোগীদের পরিষেবা দিচ্ছেন না । তা না করে তিনি ক্ষমতার অপব্যবহার করে উত্তরবঙ্গের সমস্ত ডাক্তারদের ওপর ছড়ি ঘোড়াচ্ছেন। তাঁর পাবলিক হেলথের কোনও ডিগ্রি নেই । তাঁর পুত্র তাঁরই হাসপাতাল থেকে এমডি পড়াকালীন মাইনে পেয়েছেন ৷ একজন অস্থায়ী ডাক্তার কখনোই এটা পারেন না । পিতা-পুত্র মিলে সরকারি নিয়মের তোয়াক্কা না করে যা খুশি তাই করছেন ।
আরও পড়ুন : North Bengal OSD: উত্তরবঙ্গের ওএসডি সুশান্ত রায়ের বিরুদ্ধে চিকিৎসকদের উপর জুলুমের অভিযোগ
এদিকে জলপাইগুড়ি সদর হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের সদস্য বিজয় বর্মন জানান, এই বিষয়টি সিএমওএইচ ও সুপার বলতে পারবেন । যদি অভিযোগ প্রমাণিত হয়, তবে ব্যবস্থা নিতেই হবে ৷