ETV Bharat / state

আইনি জটিলতায় ঝুলে উলেন রায়ের মৃতদেহের সৎকার - উলেন রায়

বিজেপি লিগাল সেলের সাহায্য়ে উলেন রায়ের দিদির করা আবেদনের ভিত্তিতে তাঁর দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল সিজ়িএম আদালত । বলা হয়েছিল আজ অর্থাৎ 11 ডিসেম্বরের মধ্য়ে উলেন রায়ের পুনরায় ময়নাতদন্ত করে রিপোর্ট পেশ করতে হবে । তবে, সেই রায়ের বিরুদ্ধে গতকাল জেলা আদালতে একটি আবেদন করা হয় ।

district court dismiss the virdict of cgm court on postmortem of bjp worker ulen roy
সিজ়িএম আদালতের নির্দেশ খারিজ, ঝুলে রইল উলেন রায়ের ময়নাতদন্ত মামলা
author img

By

Published : Dec 11, 2020, 7:59 PM IST

জলপাইগুড়ি, 11 ডিসেম্বর : আইনি জটিলতায় ঝুলে নিহত বিজেপি কর্মী উলেন রায়ের মৃতদেহের সৎকার । সিজ়িএম আদালতের দেওয়া উলেন রায়ের মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশকে খারিজ করল জলপাইগুড়ি জেলা আদালত । একই সঙ্গে সিজ়িএম আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী তিনদিনের মধ্য়ে উলেন রায়ের পরিবার ও সরকারপক্ষকে ডেকে ফের শুনানি করে সিদ্ধান্ত নিতে হবে ।

বিজেপি লিগাল সেলের সাহায্য়ে উলেন রায়ের দিদির করা আবেদনের ভিত্তিতে তাঁর দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল সিজ়িএম আদালত । বলা হয়েছিল, আজ অর্থাৎ 11 ডিসেম্বরের মধ্য়ে উলেন রায়ের পুনরায় ময়নাতদন্ত করে রিপোর্ট পেশ করতে হবে । তবে, সেই রায়ের বিরুদ্ধে গতকাল জেলা আদালতে একটি আবেদন করা হয় । সেখানে সরকারের পক্ষ থেকে জানানো হয়, সিজ়িএম আদালত যে নির্দেশ দিয়েছে সেইমতোই প্রথমবার উলেন রায়ের দেহের ময়নাতদন্ত করা হয়েছিল । তাই দ্বিতীয়বার ফের ময়নাতদন্তের প্রয়োজন নেই । সরকার পক্ষের এই আবেদনের ভিত্তিতে এবার দুপক্ষকে সামনাসামনি রেখে সিজ়িএম আদালতকে ফের শুনানি করার নির্দেশ দিয়েছে জেলা আদালত ।

আরও পড়ুন : পুলিশের মধ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঢুকে ছিল : শমীক ভট্টাচার্য

তবে, উলেন রায়ের দেহ এতদিন ফেলে রাখা নিয়ে আপত্তি তুলেছে তাঁর পরিবার । এনিয়ে বিজেপির আইনি শাখার তরফে জানানো হয়েছে, পরিবার চাইলে তারা উচ্চ আদালতে যেতে তৈরি ।

জলপাইগুড়ি, 11 ডিসেম্বর : আইনি জটিলতায় ঝুলে নিহত বিজেপি কর্মী উলেন রায়ের মৃতদেহের সৎকার । সিজ়িএম আদালতের দেওয়া উলেন রায়ের মৃতদেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশকে খারিজ করল জলপাইগুড়ি জেলা আদালত । একই সঙ্গে সিজ়িএম আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে, আগামী তিনদিনের মধ্য়ে উলেন রায়ের পরিবার ও সরকারপক্ষকে ডেকে ফের শুনানি করে সিদ্ধান্ত নিতে হবে ।

বিজেপি লিগাল সেলের সাহায্য়ে উলেন রায়ের দিদির করা আবেদনের ভিত্তিতে তাঁর দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের নির্দেশ দিয়েছিল সিজ়িএম আদালত । বলা হয়েছিল, আজ অর্থাৎ 11 ডিসেম্বরের মধ্য়ে উলেন রায়ের পুনরায় ময়নাতদন্ত করে রিপোর্ট পেশ করতে হবে । তবে, সেই রায়ের বিরুদ্ধে গতকাল জেলা আদালতে একটি আবেদন করা হয় । সেখানে সরকারের পক্ষ থেকে জানানো হয়, সিজ়িএম আদালত যে নির্দেশ দিয়েছে সেইমতোই প্রথমবার উলেন রায়ের দেহের ময়নাতদন্ত করা হয়েছিল । তাই দ্বিতীয়বার ফের ময়নাতদন্তের প্রয়োজন নেই । সরকার পক্ষের এই আবেদনের ভিত্তিতে এবার দুপক্ষকে সামনাসামনি রেখে সিজ়িএম আদালতকে ফের শুনানি করার নির্দেশ দিয়েছে জেলা আদালত ।

আরও পড়ুন : পুলিশের মধ্যে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ঢুকে ছিল : শমীক ভট্টাচার্য

তবে, উলেন রায়ের দেহ এতদিন ফেলে রাখা নিয়ে আপত্তি তুলেছে তাঁর পরিবার । এনিয়ে বিজেপির আইনি শাখার তরফে জানানো হয়েছে, পরিবার চাইলে তারা উচ্চ আদালতে যেতে তৈরি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.