ETV Bharat / state

Jalpesh Temple: বন্ধ ডিজের ব্যবহার, শোক কাটিয়ে জল্পেশে ফিরল শৃঙ্খলা

author img

By

Published : Aug 8, 2022, 11:11 AM IST

গত সপ্তাহে জল্পেশ মন্দিরে আসার পথে ডিজের জেনারেটরে শর্ট সার্কিটের ফলে দশজনের মৃত্যু হয় ৷ এরপরই পুণ্যার্থীদের ডিজে ব্যবহারে নিষেধাজ্ঞার জারি করা হয় (Discipline Came to Stop the Use of DJ by Devotees)। পুণ্যার্থীদের সংখ্যা কম হলেও কিছুটা স্বস্তি পুলিশ মহলে ।

Jalpesh Temple
জল্পেশের পুণ্যার্থীদের ডিজে ব্যবহার বন্ধে শৃঙ্খলা এল

জলপাইগুড়ি, 8 অগস্ট: জল্পেশে পুণ্যার্থীদের ডিজে ব্যবহারে নিষেধাজ্ঞার ফলে অনেকটাই শৃঙ্খলা এল (Discipline Came to Stop the Use of DJ by Devotees)। পুণ্যার্থীদের সংখ্যা কম হলেও কিছুটা স্বস্তি পুলিশ মহলে । একদিকে জল্পেশে পুণ্যার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নির্দেশ অন্যদিকে পুলিশের কড়া নজরদারি । ফলে পুণ্যার্থীদের নিরাপত্তা আঁটোসাটো ও সুনিশ্চিত হয়েছে বলেই মনে করা হচ্ছে । যদিও যেখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় হত সেখানে তিস্তা ঘাট ও জল্পেশে প্রায় ফাঁকা বললেই চলে ।

গত সপ্তাহে জল্পেশ মন্দিরে আসার পথে ডিজের জেনারেটরে শর্ট সার্কিটের ফলে দশজনের মৃত্যু হয় । এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুণ্যার্থীদের ডিজে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে জলপাইগুড়ি জেলা পুলিশ । এদিন জেলার সব থানা এলাকাতেই নাকা চেকিং বসানো হয়েছিল যাতে কেউ ডিজে নিয়ে যেতে না পারে বা উশৃংখল ভাবে না যায় । পুলিশ কিন্তু সফল । এদিন অন্যান্য বছরের মত অনেকটাই নিয়ন্ত্রনে ছিল সব কিছুই ।

জল্পেশের পুণ্যার্থীদের ডিজে ব্যবহার বন্ধে শৃঙ্খলা এল

আরও পড়ুন: জল্পেশ মন্দিরে পুণ্যার্থী প্রবেশে নিষেধাজ্ঞার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরের প্রতিবছর শ্রাবণ মাসে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসেন পুজো দিতে ৷ জল্পেশ মন্দিরের ভেতরে ঢোকার প্রবেশ পথ অত্যন্ত চাপা ও ছোট । গত সোমবার এই পথ দিয়ে মন্দিরের পুজো করতে যাওয়ার সময় চোট লেগে অসুস্থ হন রাজকুমার দাস নামে এক পুণ্যার্থী ৷ এরপরেই তিনি কলকাতা হাইকোর্ট জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে একটি মামলা করেন । সেই মামলার শুনানি শেষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেন মন্দিরের গর্ভগৃহে আর কোনও পুণ্যার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না । পুণ্যার্থীদের কথা চিন্তা করেই । এর পরিবর্তে মন্দিরের বাইরে থেকে পুণ্যার্থীদের জল ঢালার ব্যবস্থা করতে হবে মন্দির কমিটিকে । পাশাপাশি রবিবার ও সোমবার কোনও প্রকার টিকিট বিক্রি করতে পারবে না মন্দির কমিটি । এই নির্দেশের পরেই মোট তিনটি জায়গায় পাইপ লাগানো হয়েছে জল ঢালার জন্য ।

পাশাপাশি গত রবিবার জল্পেশ মন্দিরে পুজো দিতে আসার সময় শীতলকুচির 10 জন পুণ্যার্থী মৃত্যু হয়েছিল । ডিজের জেনারেটরে শর্ট সার্কিট থেকে দশ জনের মৃত্যু হয় । আহত হন 16 জন । এরপর থেকেই জেলা পুলিশের পক্ষ থেকে পুণ্যার্থীদের গাড়িতে ডিজে ব্যবহার নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে । পুণ্যার্থী গাড়িতে ডিজে সেট ও জেনারেটর নিয়ে আসতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়েছিল । যারা ডিজে নিয়ে আসবেন তাদের আটকানো হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । ডিজে ব্যবহার যাতে পুণ্যার্থীরা না করতে পারে সেই কারণে প্রত্যেক থানাকে নির্দেশ দেওয়া হয়েছিল । প্রত্যেক থানা এলাকাতে নাকা চেকিং করা হয় । প্রত্যেক গাড়িতে চেক করা হয় কোন বক্স আছে কিনা । এদিন কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকারের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী নাকা চেকিংয়ে ছিলেন । বাসের ছাদ থেকে পুণ্যার্থীদের নামিয়ে যেমন দেওয়া হয় তেমনই ডিজে বক্সের বিরুদ্ধেও অভিযান চালানো হয় ৷

আরও পড়ুন: আর কোনও দিন জল্পেশ মন্দিরে পুজো দিতে আসব না: পুণ্যার্থী

জল্পেশ মন্দিরে যাবার আগে তিস্তা নদীর ঘাট থেকে জল নিয়ে পুণ্যার্থীরা জল্পেশে যান । সেই ঘাটেও কিন্তু পুণ্যার্থীদের ভিড় কম লক্ষ্য করা গেল । তিস্তাঘাটের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা নিখিল ব্যাপারি, দিলীপ কুমার মল্লিক জানান, হাইকোর্টের নির্দেশে পুণ্যার্থীরা রবিবার ও সোমবার মন্দিরে ঢুকতে পারবে না । অন্যদিকে পুণ্যার্থীদের ডিজে নিয়ে জল্পেশে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করে পুলিশ তাতে করে কিছুটা পুণ্যার্থী কম হয়েছে । কারণ যুব সমাজের একাংশ ডিজে নিয়েই জল্পেশে আসত । কিন্তু গত সপ্তাহে দুর্ঘটনার পর এই সপ্তাহে ডিজে ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ তাই কিছুটা পুণ্যার্থী কম হয়েছে বলে মনে করছি ।

অন্যদিকে সিভিল ডিফেন্স কর্মী অজিত রায়, পুরোহিত আশু পান্ডে জানান, পুলিশের কড়াকড়ির ফলে কিছুটা পুণ্যার্থী কম হয়েছে । তবে এবার ভালোভাবেই সব হচ্ছে ।

জলপাইগুড়ি, 8 অগস্ট: জল্পেশে পুণ্যার্থীদের ডিজে ব্যবহারে নিষেধাজ্ঞার ফলে অনেকটাই শৃঙ্খলা এল (Discipline Came to Stop the Use of DJ by Devotees)। পুণ্যার্থীদের সংখ্যা কম হলেও কিছুটা স্বস্তি পুলিশ মহলে । একদিকে জল্পেশে পুণ্যার্থীদের নিরাপত্তার কথা চিন্তা করে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের নির্দেশ অন্যদিকে পুলিশের কড়া নজরদারি । ফলে পুণ্যার্থীদের নিরাপত্তা আঁটোসাটো ও সুনিশ্চিত হয়েছে বলেই মনে করা হচ্ছে । যদিও যেখানে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড় হত সেখানে তিস্তা ঘাট ও জল্পেশে প্রায় ফাঁকা বললেই চলে ।

গত সপ্তাহে জল্পেশ মন্দিরে আসার পথে ডিজের জেনারেটরে শর্ট সার্কিটের ফলে দশজনের মৃত্যু হয় । এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুণ্যার্থীদের ডিজে ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করে জলপাইগুড়ি জেলা পুলিশ । এদিন জেলার সব থানা এলাকাতেই নাকা চেকিং বসানো হয়েছিল যাতে কেউ ডিজে নিয়ে যেতে না পারে বা উশৃংখল ভাবে না যায় । পুলিশ কিন্তু সফল । এদিন অন্যান্য বছরের মত অনেকটাই নিয়ন্ত্রনে ছিল সব কিছুই ।

জল্পেশের পুণ্যার্থীদের ডিজে ব্যবহার বন্ধে শৃঙ্খলা এল

আরও পড়ুন: জল্পেশ মন্দিরে পুণ্যার্থী প্রবেশে নিষেধাজ্ঞার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের

উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী জল্পেশ মন্দিরের প্রতিবছর শ্রাবণ মাসে লক্ষ লক্ষ পুণ্যার্থীরা আসেন পুজো দিতে ৷ জল্পেশ মন্দিরের ভেতরে ঢোকার প্রবেশ পথ অত্যন্ত চাপা ও ছোট । গত সোমবার এই পথ দিয়ে মন্দিরের পুজো করতে যাওয়ার সময় চোট লেগে অসুস্থ হন রাজকুমার দাস নামে এক পুণ্যার্থী ৷ এরপরেই তিনি কলকাতা হাইকোর্ট জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে একটি মামলা করেন । সেই মামলার শুনানি শেষে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রায় দেন মন্দিরের গর্ভগৃহে আর কোনও পুণ্যার্থীকে প্রবেশ করতে দেওয়া হবে না । পুণ্যার্থীদের কথা চিন্তা করেই । এর পরিবর্তে মন্দিরের বাইরে থেকে পুণ্যার্থীদের জল ঢালার ব্যবস্থা করতে হবে মন্দির কমিটিকে । পাশাপাশি রবিবার ও সোমবার কোনও প্রকার টিকিট বিক্রি করতে পারবে না মন্দির কমিটি । এই নির্দেশের পরেই মোট তিনটি জায়গায় পাইপ লাগানো হয়েছে জল ঢালার জন্য ।

পাশাপাশি গত রবিবার জল্পেশ মন্দিরে পুজো দিতে আসার সময় শীতলকুচির 10 জন পুণ্যার্থী মৃত্যু হয়েছিল । ডিজের জেনারেটরে শর্ট সার্কিট থেকে দশ জনের মৃত্যু হয় । আহত হন 16 জন । এরপর থেকেই জেলা পুলিশের পক্ষ থেকে পুণ্যার্থীদের গাড়িতে ডিজে ব্যবহার নিয়ে কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে । পুণ্যার্থী গাড়িতে ডিজে সেট ও জেনারেটর নিয়ে আসতে পারবে না বলে জানিয়ে দেওয়া হয়েছিল । যারা ডিজে নিয়ে আসবেন তাদের আটকানো হবে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে । ডিজে ব্যবহার যাতে পুণ্যার্থীরা না করতে পারে সেই কারণে প্রত্যেক থানাকে নির্দেশ দেওয়া হয়েছিল । প্রত্যেক থানা এলাকাতে নাকা চেকিং করা হয় । প্রত্যেক গাড়িতে চেক করা হয় কোন বক্স আছে কিনা । এদিন কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকারের নেতৃত্বে বিরাট পুলিশ বাহিনী নাকা চেকিংয়ে ছিলেন । বাসের ছাদ থেকে পুণ্যার্থীদের নামিয়ে যেমন দেওয়া হয় তেমনই ডিজে বক্সের বিরুদ্ধেও অভিযান চালানো হয় ৷

আরও পড়ুন: আর কোনও দিন জল্পেশ মন্দিরে পুজো দিতে আসব না: পুণ্যার্থী

জল্পেশ মন্দিরে যাবার আগে তিস্তা নদীর ঘাট থেকে জল নিয়ে পুণ্যার্থীরা জল্পেশে যান । সেই ঘাটেও কিন্তু পুণ্যার্থীদের ভিড় কম লক্ষ্য করা গেল । তিস্তাঘাটের টিকিট কাউন্টারের দায়িত্বে থাকা নিখিল ব্যাপারি, দিলীপ কুমার মল্লিক জানান, হাইকোর্টের নির্দেশে পুণ্যার্থীরা রবিবার ও সোমবার মন্দিরে ঢুকতে পারবে না । অন্যদিকে পুণ্যার্থীদের ডিজে নিয়ে জল্পেশে আসার ওপর নিষেধাজ্ঞা জারি করে পুলিশ তাতে করে কিছুটা পুণ্যার্থী কম হয়েছে । কারণ যুব সমাজের একাংশ ডিজে নিয়েই জল্পেশে আসত । কিন্তু গত সপ্তাহে দুর্ঘটনার পর এই সপ্তাহে ডিজে ব্যবহার পুরোপুরি নিষিদ্ধ তাই কিছুটা পুণ্যার্থী কম হয়েছে বলে মনে করছি ।

অন্যদিকে সিভিল ডিফেন্স কর্মী অজিত রায়, পুরোহিত আশু পান্ডে জানান, পুলিশের কড়াকড়ির ফলে কিছুটা পুণ্যার্থী কম হয়েছে । তবে এবার ভালোভাবেই সব হচ্ছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.