ধূপগুড়ি, 27 মে : পরিবারের লোকের অজান্তে খেলতে খেলতে পুকুরে পড়ে গিয়ে ডুবে মৃত্যু হল এক শিশুর (Dhupguri Child Death) । মৃত শিশুর নাম জোসেপ টুটি ৷ বয়স প্রায় দেড় বছর । ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি থানার উত্তর ডাঙ্গাপাড়া জলট্যাঙ্কি সংলগ্ন এলাকায় ।
আরও পড়ুন : Damodar River Drowning : স্নানে গিয়ে ড্যামের জলে ডুবে মৃত্য়ু সেনাকর্মীর
জানা গিয়েছে, বাবা-মায়ের অবর্তমানে ওই শিশুটি খেলতে খেলতে বাড়ির পিছনের পুকুরে পড়ে যায় । এরপর আশপাশের প্রতিবেশীরা টের পেয়ে শিশুটিকে পুকুর থেকে উদ্ধার করে । শিশুটিকে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে জানান ৷ শিশুটির বাবা জেমস টুটি কর্মসূত্রে মাল বাজারে থাকেন । তাঁর স্ত্রীও এদিন মাছ ধরতে জঙ্গলে গিয়েছিলেন । বাড়িতে কেউ না থাকায় এমন কাণ্ড ঘটে ৷