ETV Bharat / state

Misbehave with Judge: এজলাসে দাঁড়িয়ে বিচারককে অশালীন মন্তব্য ! বিপাকে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের আধিকারিক

author img

By

Published : Aug 5, 2022, 7:50 PM IST

জলপাইগুড়ি আদালতে শুনানি চলাকালীন বিচারকের সঙ্গে অভব্য আচরণ করলেন (Misbehave with Judge) রাষ্ট্রায়ত্ব ব্যাংকের ডেপুটি ম্য়ানেজার (Deputy Bank Manager) ৷ তারপর কী হল ?

Deputy Bank Manager taken to custody for Misbehaving with Judge in Courtroom
Misbehave with Judge: এজলাসে দাঁড়িয়ে বিচারককে অশালীন মন্তব্য ! বিপাকে রাষ্ট্রায়ত্ব ব্যাংকের আধিকারিক

জলপাইগুড়ি, 5 অগস্ট: এজলাসে দাঁড়িয়ে বিচারকের সঙ্গে অভব্য আচরণ করায় (Misbehave with Judge) আটক হতে হল রাষ্ট্রায়ত্ব ব্যাংকের ডেপুটি ম্য়ানেজারকে (Deputy Bank Manager) ৷ পরে অবশ্য শর্তসাপেক্ষে অভিযুক্ত মহিলাকে ছেড়ে দেওয়া হয় ৷ চাপের মুখে অবশেষে আদালতে হাজির হয়ে বিচারকের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে রাজি হন অভিযুক্ত ৷ তাঁর এই আচরণের কঠোর সমালোচনা করেছেন আইজীবীরা ৷ প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ব ব্যাংকের কর্মী ও আধিকারিকদের দৈনন্দিন আচরণ নিয়েও ৷

শুক্রবার জলপাইগুড়ি আদালতে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ব ব্য়াংকের ধূপগুড়ি শাখার একটি মামলার শুনানি ছিল ৷ শুনানি চলছিল বিচারক অনামিত্রা ভট্টাচার্যের এজলাসে ৷ সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন, এই শুনানিতে ব্যাংকের ম্যানেজারকে হাজির থাকতে বলা হয়েছিল ৷ কিন্তু, কোনও কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি ৷ বদলে তাঁর প্রতিনিধি হিসাবে ডেপুটি ম্য়ানেজার বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়কে পাঠানো হয় ৷ কিন্তু, সাক্ষী পেশের সময় বৈশাখী বিচারকের সঙ্গে অভব্য আচরণ করেন ৷ বিচারক অনামিত্রা ভট্টাচার্য বৈশাখীকে সংযত হতে বলেন ৷ ব্য়াংকের আইনজীবী (যিনি পরে বৈশাখীর আইনজীবী হিসাবেও নিজের পরিচয় দিয়েছেন) শাশ্বতী কর সাক্ষীকে বিচারকের কাছে ক্ষমা চাইতে বলেন ৷ কিন্তু, ক্ষমা চাওয়ার বদলে বিচারকের উদ্দেশে অশালীন শব্দ উচ্চারণ করেন বৈশাখী ! এই ঘটনায় আদালতে উপস্থিত সকলে তাজ্জব বনে যান ৷ এরপরই বিচারকের নির্দেশে বৈশাখীকে হেফাজতে নেন কর্তব্যরত পুলিশকর্মীরা ৷

আরও পড়ুন: CBI Investigation: 'প্রভাব খাটিয়ে' বারবার বদলি ! প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মামলায় সিবিআই তদন্তের নির্দেশ

আদালতের আইনজীবীদের তরফে দেবাশিস কর্মকার এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ব ব্যাংকের কর্মী ও আধিকারিকরা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেই অভ্যস্থ ৷ ব্য়াংকের গ্রাহকদের সঙ্গেও তাঁরা এমনই আচরণ করেন ৷ তাই আদালতে দাঁড়িয়ে বিচারকের প্রতিও অশালীন মন্তব্য করতে বাধেনি বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়ের !

বৈশাখীর এমন আচরণের সমালোচনা করেছেন তাঁর আইনজীবীও ৷ যদিও সূত্রের দাবি, পরে চাপের মুখে নিজের ভুল স্বীকার করেন ওই ব্য়াংক আধিকারিক ৷ আদালতের নির্দেশ মেনে শনিবার সকালেই আদালতে হাজির হতে সম্মত হয়েছেন তিনি ৷ তাঁর আইনজীবী জানিয়েছেন, শনিবার সকালে প্রকাশ্য এজলাসে বিচারক অনামিত্রা ভট্টাচার্যের কাছে ক্ষমা চাইতে হবে বৈশাখীকে ৷ এই শর্তেই শুক্রবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ৷

জলপাইগুড়ি, 5 অগস্ট: এজলাসে দাঁড়িয়ে বিচারকের সঙ্গে অভব্য আচরণ করায় (Misbehave with Judge) আটক হতে হল রাষ্ট্রায়ত্ব ব্যাংকের ডেপুটি ম্য়ানেজারকে (Deputy Bank Manager) ৷ পরে অবশ্য শর্তসাপেক্ষে অভিযুক্ত মহিলাকে ছেড়ে দেওয়া হয় ৷ চাপের মুখে অবশেষে আদালতে হাজির হয়ে বিচারকের কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে রাজি হন অভিযুক্ত ৷ তাঁর এই আচরণের কঠোর সমালোচনা করেছেন আইজীবীরা ৷ প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ব ব্যাংকের কর্মী ও আধিকারিকদের দৈনন্দিন আচরণ নিয়েও ৷

শুক্রবার জলপাইগুড়ি আদালতে সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ব ব্য়াংকের ধূপগুড়ি শাখার একটি মামলার শুনানি ছিল ৷ শুনানি চলছিল বিচারক অনামিত্রা ভট্টাচার্যের এজলাসে ৷ সংশ্লিষ্ট আইনজীবী জানিয়েছেন, এই শুনানিতে ব্যাংকের ম্যানেজারকে হাজির থাকতে বলা হয়েছিল ৷ কিন্তু, কোনও কারণে তিনি আদালতে উপস্থিত হতে পারেননি ৷ বদলে তাঁর প্রতিনিধি হিসাবে ডেপুটি ম্য়ানেজার বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়কে পাঠানো হয় ৷ কিন্তু, সাক্ষী পেশের সময় বৈশাখী বিচারকের সঙ্গে অভব্য আচরণ করেন ৷ বিচারক অনামিত্রা ভট্টাচার্য বৈশাখীকে সংযত হতে বলেন ৷ ব্য়াংকের আইনজীবী (যিনি পরে বৈশাখীর আইনজীবী হিসাবেও নিজের পরিচয় দিয়েছেন) শাশ্বতী কর সাক্ষীকে বিচারকের কাছে ক্ষমা চাইতে বলেন ৷ কিন্তু, ক্ষমা চাওয়ার বদলে বিচারকের উদ্দেশে অশালীন শব্দ উচ্চারণ করেন বৈশাখী ! এই ঘটনায় আদালতে উপস্থিত সকলে তাজ্জব বনে যান ৷ এরপরই বিচারকের নির্দেশে বৈশাখীকে হেফাজতে নেন কর্তব্যরত পুলিশকর্মীরা ৷

আরও পড়ুন: CBI Investigation: 'প্রভাব খাটিয়ে' বারবার বদলি ! প্রধান শিক্ষিকার বিরুদ্ধে মামলায় সিবিআই তদন্তের নির্দেশ

আদালতের আইনজীবীদের তরফে দেবাশিস কর্মকার এই ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ তাঁর অভিযোগ, সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ব ব্যাংকের কর্মী ও আধিকারিকরা মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেই অভ্যস্থ ৷ ব্য়াংকের গ্রাহকদের সঙ্গেও তাঁরা এমনই আচরণ করেন ৷ তাই আদালতে দাঁড়িয়ে বিচারকের প্রতিও অশালীন মন্তব্য করতে বাধেনি বৈশাখী বন্দ্যোপাধ্য়ায়ের !

বৈশাখীর এমন আচরণের সমালোচনা করেছেন তাঁর আইনজীবীও ৷ যদিও সূত্রের দাবি, পরে চাপের মুখে নিজের ভুল স্বীকার করেন ওই ব্য়াংক আধিকারিক ৷ আদালতের নির্দেশ মেনে শনিবার সকালেই আদালতে হাজির হতে সম্মত হয়েছেন তিনি ৷ তাঁর আইনজীবী জানিয়েছেন, শনিবার সকালে প্রকাশ্য এজলাসে বিচারক অনামিত্রা ভট্টাচার্যের কাছে ক্ষমা চাইতে হবে বৈশাখীকে ৷ এই শর্তেই শুক্রবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.