ETV Bharat / state

কোরোনা সংক্রমণের আবহের মধ্যেই ডেঙ্গি রোগের সচেতনতার প্রচার

জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চ্যাটার্জি জানান, "কোরোনা ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে আমরা লড়াই করছি।এরই মাঝে আমরা ডেঙ্গি রোগের সচেতনতার জন্যও প্রচার চালাচ্ছি।কারণ এই সময় থেকেই ডেঙ্গির প্রাদুর্ভাব বাড়তে থাকে।বিশেষ করে এডিস মশা থেকেই ডেঙ্গি রোগ ছড়ায়।আমরা আজ জাতীয় ডেঙ্গি দিবসে একটি ট্যাবলো বের করেছি সচেতনতার জন্য।তার পাশাপাশি শহরে স্যানিটাইজড করার কাজও করা হচ্ছে।"

dengue awareness
ট্যাবলো
author img

By

Published : May 16, 2020, 7:19 PM IST

জলপাইগুড়ি,16 মে : কোরোনা ভাইরাসের সংক্রমণের আবহের মধ্যেই ডেঙ্গি রোগের সচেতনতার প্রচার শুরু করল জলপাইগুড়ি পৌরসভা। এই সময় থেকেই ডেঙ্গি রোগের প্রাদুর্ভাব শুরু হয়। এদিন জাতীয় ডেঙ্গি দিবসে ডেঙ্গির সচেতনতার জন্য একটি ট্যাবলো বের করা হয় জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে।

জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চ্যাটার্জি জানান, "কোরোনা ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে আমরা লড়াই করছি।এরই মাঝে আমরা ডেঙ্গি রোগের সচেতনতার জন্যও প্রচার চালাচ্ছি।কারণ এই সময় থেকেই ডেঙ্গির প্রাদুর্ভাব বাড়তে থাকে।বিশেষ করে এডিস মশা থেকেই ডেঙ্গি রোগ ছড়ায়।আমরা আজ জাতীয় ডেঙ্গি দিবসে একটি ট্যাবলো বের করেছি সচেতনতার জন্য।তার পাশাপাশি শহরে স্যানিটাইজড করার কাজও করা হচ্ছে।"

সচেতনতার জন্য মাইকিং করাও হচ্ছে। এদিন জলপাইগুড়ি পৌরসভার সামনে থেকে স্যানিটাইজেশনের গাড়ির সঙ্গে ট্যাবলোটি শহর পরিক্রমা করে সাধারণ মানুষকে সচেতন করে।

সৈকত চ্যাটার্জি জানান, "শহরবাসীকে সচেতন করছি কোথাও জল জমতে দেবেন না।কারণ পরিষ্কার জলেও এই মশা জন্মায়।সব সময় পরিস্কার পরিচ্ছন্নতা রাখুন। বাড়ির, টবে,ছাদে,বা ঠাকুরের ঘটে জল রাখবেন না। আমরা গত বছরও শহরকে ডেঙ্গি মুক্ত রেখেছিলাম । এবারও শহরবাসীকে ডেঙ্গি রোগে থেকে যাতে বাঁচিয়ে রাখা যায় তার জন্যই আগাম প্রচার শুরু করলাম।" তিনি বলেন কোরোনা সংক্রমণের মাঝে ডেঙ্গিও যাতে আর না থাবা বসাতে পারে তাই আগাম সতর্কতা থাকতে হবে।

জলপাইগুড়ি,16 মে : কোরোনা ভাইরাসের সংক্রমণের আবহের মধ্যেই ডেঙ্গি রোগের সচেতনতার প্রচার শুরু করল জলপাইগুড়ি পৌরসভা। এই সময় থেকেই ডেঙ্গি রোগের প্রাদুর্ভাব শুরু হয়। এদিন জাতীয় ডেঙ্গি দিবসে ডেঙ্গির সচেতনতার জন্য একটি ট্যাবলো বের করা হয় জলপাইগুড়ি পৌরসভার পক্ষ থেকে।

জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চ্যাটার্জি জানান, "কোরোনা ভাইরাসের সংক্রমণের বিরুদ্ধে আমরা লড়াই করছি।এরই মাঝে আমরা ডেঙ্গি রোগের সচেতনতার জন্যও প্রচার চালাচ্ছি।কারণ এই সময় থেকেই ডেঙ্গির প্রাদুর্ভাব বাড়তে থাকে।বিশেষ করে এডিস মশা থেকেই ডেঙ্গি রোগ ছড়ায়।আমরা আজ জাতীয় ডেঙ্গি দিবসে একটি ট্যাবলো বের করেছি সচেতনতার জন্য।তার পাশাপাশি শহরে স্যানিটাইজড করার কাজও করা হচ্ছে।"

সচেতনতার জন্য মাইকিং করাও হচ্ছে। এদিন জলপাইগুড়ি পৌরসভার সামনে থেকে স্যানিটাইজেশনের গাড়ির সঙ্গে ট্যাবলোটি শহর পরিক্রমা করে সাধারণ মানুষকে সচেতন করে।

সৈকত চ্যাটার্জি জানান, "শহরবাসীকে সচেতন করছি কোথাও জল জমতে দেবেন না।কারণ পরিষ্কার জলেও এই মশা জন্মায়।সব সময় পরিস্কার পরিচ্ছন্নতা রাখুন। বাড়ির, টবে,ছাদে,বা ঠাকুরের ঘটে জল রাখবেন না। আমরা গত বছরও শহরকে ডেঙ্গি মুক্ত রেখেছিলাম । এবারও শহরবাসীকে ডেঙ্গি রোগে থেকে যাতে বাঁচিয়ে রাখা যায় তার জন্যই আগাম প্রচার শুরু করলাম।" তিনি বলেন কোরোনা সংক্রমণের মাঝে ডেঙ্গিও যাতে আর না থাবা বসাতে পারে তাই আগাম সতর্কতা থাকতে হবে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.