ETV Bharat / state

লকডাউনের মধ্যে জলপাইগুড়িতে হরিণ উদ্ধার - wb_jal_02_deer_resque_7203427

লকডাউনের মাঝে হরিণ উদ্ধার জলপাইগুড়ি শহর সংলগ্ন বাজিতপাড়ায় । হরিণ দেখতে ভিড় করল স্থানীয়রা । জানা গেছে, মানুষের তাড়া খেয়ে ঘরে ঢুকে পড়েছিল হরিণ ।

deer rescued in jalpaiguri amid lockdown
লকডাউনের মধ্যে জলপাইগুড়িতে হরিণ উদ্ধার
author img

By

Published : May 2, 2020, 4:56 PM IST

জলপাইগুড়ি, 2 মে : লকডাউনের মাঝে হরিণ উদ্ধার জলপাইগুড়ি শহর সংলগ্ন বাজিতপাড়ায় । হরিণটিকে দেখতে ভিড় করল স্থানীয়রা । মানুষের তাড়া খেয়েই গ্রামের ঘরে ঢুকে পড়েছিল হরিণ । সেই হরিণকেই উঠোনে ধরে রেখে টেবিল ফ্যান চালিয়ে হাওয়া দিল গ্রামবাসীরা ।

স্থানীয় বাসিন্দারা জানায় , আজ জলপাইগুড়ি পাহাড়পুর এলাকা থেকে রেললাইন টোপকে একটি হরিণ বড়ুয়া পাড়ায় চলে আসে । সেখান থেকে বাজিত পাড়ায় ঢুকে পরে হরিণটি । বাজিতপাড়ায় হরিণটি গফুর আলির বাড়িতে ঢুকে পড়ে ৷ এরপর স্থানীয় বাসিন্দা মহম্মদ ফিরোজ-সহ অন্যান্য গ্রামবাসীরা ঘরে ঢুকে হরিণটিকে ধরে ফেলে । এরপর স্থানীয়রা টেবিলে ফ্যান চালিয়ে হরিণটিকে ধরে রাখে ৷ খবর দেওয়া হয় বনবিভাগ ও পুলিশকে ।

স্থানীয় বাসিন্দা মহম্মদ আলি জানান, " হরিণকে সবাই তাড়া করছিল । ঘরে ঢুকে পরে । আমি আটকে দিই কাউকে ঢুকতে দিই না । এরপর সবাই এসে হরিণটিকে ধরে । এরপর বৈকুণ্ঠপুর বনবিভাগের কর্মীরা এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান । "

জলপাইগুড়ি, 2 মে : লকডাউনের মাঝে হরিণ উদ্ধার জলপাইগুড়ি শহর সংলগ্ন বাজিতপাড়ায় । হরিণটিকে দেখতে ভিড় করল স্থানীয়রা । মানুষের তাড়া খেয়েই গ্রামের ঘরে ঢুকে পড়েছিল হরিণ । সেই হরিণকেই উঠোনে ধরে রেখে টেবিল ফ্যান চালিয়ে হাওয়া দিল গ্রামবাসীরা ।

স্থানীয় বাসিন্দারা জানায় , আজ জলপাইগুড়ি পাহাড়পুর এলাকা থেকে রেললাইন টোপকে একটি হরিণ বড়ুয়া পাড়ায় চলে আসে । সেখান থেকে বাজিত পাড়ায় ঢুকে পরে হরিণটি । বাজিতপাড়ায় হরিণটি গফুর আলির বাড়িতে ঢুকে পড়ে ৷ এরপর স্থানীয় বাসিন্দা মহম্মদ ফিরোজ-সহ অন্যান্য গ্রামবাসীরা ঘরে ঢুকে হরিণটিকে ধরে ফেলে । এরপর স্থানীয়রা টেবিলে ফ্যান চালিয়ে হরিণটিকে ধরে রাখে ৷ খবর দেওয়া হয় বনবিভাগ ও পুলিশকে ।

স্থানীয় বাসিন্দা মহম্মদ আলি জানান, " হরিণকে সবাই তাড়া করছিল । ঘরে ঢুকে পরে । আমি আটকে দিই কাউকে ঢুকতে দিই না । এরপর সবাই এসে হরিণটিকে ধরে । এরপর বৈকুণ্ঠপুর বনবিভাগের কর্মীরা এসে হরিণটিকে উদ্ধার করে নিয়ে যান । "

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.