ETV Bharat / state

Elephant Carcass Recovered: চা বাগানের নর্দমায় পড়ে শাবকের মৃত্যু, দেহ কবর দিয়ে চলে গেল হাতির পাল - Elephant

Elephant Carcass Recovered at Dooars tea garden: চা বাগানের নর্দমায় পড়ে এক হস্তিশাবকের মৃত্যু হল ৷ আর তার মৃত্যুর পর তার দেহ কবর দিয়ে চলে গেল হাতির পাল ৷ নিউ ডুয়ার্স চা বাগান এলাকার ঘটনা ৷

Elephant Carcass Recovered
হস্তিশাবকের দেহ উদ্ধার
author img

By ETV Bharat Bangla Team

Published : Oct 26, 2023, 7:00 PM IST

জলপাইগুড়ি, 26 অক্টোবর: চা বাগানের নর্দমায় পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক হস্তিশাবকের । সেই বাগানেই তার মৃতদেহ কবর দিয়ে চলে গেল হাতির পাল । বৃহস্পতিবার কবর খুঁড়ে উদ্ধার করা হয়েছে সেই হস্তিশাবকের দেহ । বাগান থেকে এ ভাবে ছোট্ট হাতির দেহ উদ্ধার হওয়ায় মন খারাপ ডুয়ার্সের নিউ ডুয়ার্স চা বাগান এলাকার মানুষের । হস্তিশাবকটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে গরুমারা বন্যপ্রাণী বিভাগ ।

এ দিন নিউ ডুয়ার্সের চা বাগান এলাকার বাসিন্দারা দেখতে পান যে একটি হস্তিশাবকের মৃতদেহ কবর দেওয়া অবস্থায় রয়েছে । দেখা যায়, বাচ্চা হাতিটির দেহটি মাটির নীচে থাকলেও মাটির উপরে উঠে রয়েছে চারটি পা ৷ সঙ্গে সঙ্গে বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডকে খবর দেওয়া হয় ৷

হস্তিশাবকের মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা । হাতিটির মৃতদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় । কীভাবে হস্তিশাবকের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছেন বনকর্মীরা ।

আরও পড়ুন: দাঁত কাটা মুণ্ডহীন হাতির দেহ উদ্ধারের পর এবার মিলল পায়ের টুকরো, দিশেহারা বন দফতর

গত বছর 17 নভেম্বর ঠিক এ রকমই ঘটনার সাক্ষী থেকেছিলেন বনকর্মী ও চা শ্রমিকরা । হস্তিশাবকের মৃতদেহ মাটি চাপা দিয়ে চলে যাওয়ার ঘটনায় অবাক হয়ে যান উপস্থিত সবাই । জানা গিয়েছে, সে দিন সকালে চা বাগানে শ্রমিকরা যখন কাজ করতে যান, তখন চুনাভাটি বাগানের 39 নং সেকশনে হস্তিশাবকটিকে মৃত অবস্থায় দেখতে পান তাঁরা । সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের । বাগানের শ্রমিকরা খবর দেন বাগান কর্তৃপক্ষকেও ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় 20 থেকে 25টি হাতির একটি দল চুনাভাটি চা বাগান হয়ে ডায়নার জঙ্গলের দিকে ফিরছিল ৷ সেই দলে ওই শাবকটিও ছিল । কোনওভাবে হাতিটি চা বাগানের নর্দমার মধ্যে আটকে যায় । এরপর হাতির দল শাবকটিকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয় ৷ এরপরেই হয়তো সেই শাবককে তারা মাটি চাপা দিয়ে চলে যায় ।

জলপাইগুড়ি, 26 অক্টোবর: চা বাগানের নর্দমায় পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হল এক হস্তিশাবকের । সেই বাগানেই তার মৃতদেহ কবর দিয়ে চলে গেল হাতির পাল । বৃহস্পতিবার কবর খুঁড়ে উদ্ধার করা হয়েছে সেই হস্তিশাবকের দেহ । বাগান থেকে এ ভাবে ছোট্ট হাতির দেহ উদ্ধার হওয়ায় মন খারাপ ডুয়ার্সের নিউ ডুয়ার্স চা বাগান এলাকার মানুষের । হস্তিশাবকটির মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে গরুমারা বন্যপ্রাণী বিভাগ ।

এ দিন নিউ ডুয়ার্সের চা বাগান এলাকার বাসিন্দারা দেখতে পান যে একটি হস্তিশাবকের মৃতদেহ কবর দেওয়া অবস্থায় রয়েছে । দেখা যায়, বাচ্চা হাতিটির দেহটি মাটির নীচে থাকলেও মাটির উপরে উঠে রয়েছে চারটি পা ৷ সঙ্গে সঙ্গে বিন্নাগুড়ি ওয়াইল্ডলাইফ স্কোয়াডকে খবর দেওয়া হয় ৷

হস্তিশাবকের মৃতদেহ উদ্ধারের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছন বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীরা । হাতিটির মৃতদেহ উদ্ধারের পর তা ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয় । কীভাবে হস্তিশাবকের মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পরেই জানা যাবে বলে জানিয়েছেন বনকর্মীরা ।

আরও পড়ুন: দাঁত কাটা মুণ্ডহীন হাতির দেহ উদ্ধারের পর এবার মিলল পায়ের টুকরো, দিশেহারা বন দফতর

গত বছর 17 নভেম্বর ঠিক এ রকমই ঘটনার সাক্ষী থেকেছিলেন বনকর্মী ও চা শ্রমিকরা । হস্তিশাবকের মৃতদেহ মাটি চাপা দিয়ে চলে যাওয়ার ঘটনায় অবাক হয়ে যান উপস্থিত সবাই । জানা গিয়েছে, সে দিন সকালে চা বাগানে শ্রমিকরা যখন কাজ করতে যান, তখন চুনাভাটি বাগানের 39 নং সেকশনে হস্তিশাবকটিকে মৃত অবস্থায় দেখতে পান তাঁরা । সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের কর্মীদের । বাগানের শ্রমিকরা খবর দেন বাগান কর্তৃপক্ষকেও ।

স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রায় 20 থেকে 25টি হাতির একটি দল চুনাভাটি চা বাগান হয়ে ডায়নার জঙ্গলের দিকে ফিরছিল ৷ সেই দলে ওই শাবকটিও ছিল । কোনওভাবে হাতিটি চা বাগানের নর্দমার মধ্যে আটকে যায় । এরপর হাতির দল শাবকটিকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয় ৷ এরপরেই হয়তো সেই শাবককে তারা মাটি চাপা দিয়ে চলে যায় ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.