ETV Bharat / state

Counting of Rhinos Start : গরুমারা জাতীয় উদ্যান ও চাপড়ামারি অভয়ারণ্যে গন্ডার গণনা - Counting of Rhinos Start

গরুমারা জাতীয় উদ্যান ও চাপড়ামারি অভয়ারণ্যে গন্ডার সুমারি (Counting of Rhinos started in Garumara National Park and Chapramari Wild Sanctuary) । দু'দিন চলবে গণনা ।

Rhinos
Rhinos
author img

By

Published : Mar 29, 2022, 7:37 PM IST

জলপাইগুড়ি, 29 মার্চ : গরুমারা জাতীয় উদ্যান ও চাপড়ামারি অভয়ারণ্যে গন্ডারের সংখ্যা কত তা জানতে মঙ্গলবার শুরু হল গন্ডার সুমারি (Counting of Rhinos started in Garumara National Park and Chapramari Wild Sanctuary) । জলপাইগুড়ি বন বিভাগ ও গরুমারা বন্যপ্রাণী বিভাগের জঙ্গলেও শুরু হয় গন্ডার গণনা ।

আজ থেকে দু'দিন এই সুমারি চলবে । গরুমারা বন্যপ্রাণী বিভাগ ও জলপাইগুড়ি বন বিভাগের জঙ্গলে এই গন্ডারের সুমারিতে 17টি কুনকি হাতিকে ব্যবহার করা হচ্ছে ৷ উত্তরবঙ্গের গন্ডারদের বাসভুমি বলতে জলদাপাড়া ও গরুমারা জাতীয় উদ্যান (Jaldapara National Park) । জলদাপাড়া জাতীয় উদ্যানে ইতিমধ্যেই গন্ডার সুমারি করার কাজ শেষ হয়েছে । জলদাপাড়ায় গন্ডারের সংখ্যা 52টি ।

আরও পড়ুন : Mamata Slams BJP : ভোট এলেই পাহাড়ের মানুষকে ভুল বোঝায় বিজেপি, আক্রমণ মমতা

দুই বছর আগে গণনায় উত্তরবঙ্গে গন্ডারের সংখ্যা ছিল 200-র বেশি । গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনাধিকারিক অংশু যাদব বলেন, "এবার গন্ডারের সংখ্যা বাড়বে বলে আমরা আশাবাদী । দুইদিন চলবে এই গন্ডার সুমারির কাজ । গরুমারা জাতীয় উদ্যান, চাপড়ামারি অভয়ারণ্য ও জলপাইগুড়ি বন বিভাগের জঙ্গলে গন্ডার গণনা করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে ।"

জলপাইগুড়ি, 29 মার্চ : গরুমারা জাতীয় উদ্যান ও চাপড়ামারি অভয়ারণ্যে গন্ডারের সংখ্যা কত তা জানতে মঙ্গলবার শুরু হল গন্ডার সুমারি (Counting of Rhinos started in Garumara National Park and Chapramari Wild Sanctuary) । জলপাইগুড়ি বন বিভাগ ও গরুমারা বন্যপ্রাণী বিভাগের জঙ্গলেও শুরু হয় গন্ডার গণনা ।

আজ থেকে দু'দিন এই সুমারি চলবে । গরুমারা বন্যপ্রাণী বিভাগ ও জলপাইগুড়ি বন বিভাগের জঙ্গলে এই গন্ডারের সুমারিতে 17টি কুনকি হাতিকে ব্যবহার করা হচ্ছে ৷ উত্তরবঙ্গের গন্ডারদের বাসভুমি বলতে জলদাপাড়া ও গরুমারা জাতীয় উদ্যান (Jaldapara National Park) । জলদাপাড়া জাতীয় উদ্যানে ইতিমধ্যেই গন্ডার সুমারি করার কাজ শেষ হয়েছে । জলদাপাড়ায় গন্ডারের সংখ্যা 52টি ।

আরও পড়ুন : Mamata Slams BJP : ভোট এলেই পাহাড়ের মানুষকে ভুল বোঝায় বিজেপি, আক্রমণ মমতা

দুই বছর আগে গণনায় উত্তরবঙ্গে গন্ডারের সংখ্যা ছিল 200-র বেশি । গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনাধিকারিক অংশু যাদব বলেন, "এবার গন্ডারের সংখ্যা বাড়বে বলে আমরা আশাবাদী । দুইদিন চলবে এই গন্ডার সুমারির কাজ । গরুমারা জাতীয় উদ্যান, চাপড়ামারি অভয়ারণ্য ও জলপাইগুড়ি বন বিভাগের জঙ্গলে গন্ডার গণনা করার প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.