ETV Bharat / state

জলপাইগুড়ি শহরে নতুন করে কোরোনায় আক্রান্ত 1 - Jalpaiguri

নিউটাউনপাড়ার এক বৃদ্ধা কোরোনা আক্রান্ত হয়েছেন । এই নিয়ে জলপাইগুড়ি শহরে মোট 12 জন কোরোনায় আক্রান্ত ।

Coronavirus cases in jalpaiguri
জলপাইগুড়িতে কোরোনা আক্রান্ত
author img

By

Published : Jun 17, 2020, 5:39 AM IST

জলপাইগুড়ি, 16 জুন : কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে জলপাইগুড়ি শহরে । নতুন করে এক বৃদ্ধা COVID-19'এ আক্রান্ত হয়েছেন । এই নিয়ে শহরে মোট 12 জন কোরোনায় আক্রান্ত হলেন । জেলা প্রশাসনের তরফে বৃদ্ধার বাড়ির এলাকা কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । তিনি যেখানে চিকিৎসাধীন ছিলেন সেই নার্সিংহোম স্যানিটাইজ় করেছে জলপাইগুড়ি পৌরসভা ।

জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় জানান, “নিউটাউনপাড়ার এক বৃদ্ধা কোরোনা আক্রান্ত হয়েছেন । আমরা তাঁঁর বাড়ির এলাকা কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করেছি । তিনি যে নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন সেখানে স্যানিটাইজ় করা হয়েছে । আমরা কোনও বিষয়ে খামতি রাখতে চাই না ।”

জলপাইগুড়ি পৌরসভা এলাকার 6টি জায়গায় কনটেনমেন্ট জ়োন রয়েছে বলে জানান সৈকত চট্টোপাধ্যায় । তিনি বলেন, "অনেকে কনটেইনমেন্ট জ়োনে বাঁশের ব্যারিকেড খুলে দিচ্ছেন । আমরা এই বিষয়ে নজরে রাখছি । কারা ব্যারিকেড খুলছে খতিয়ে দেখা হচ্ছে । আমরা আইনের দ্বারস্থ হব অভিযুক্তদের বিরুদ্ধে ।"

জলপাইগুড়ি, 16 জুন : কোরোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে জলপাইগুড়ি শহরে । নতুন করে এক বৃদ্ধা COVID-19'এ আক্রান্ত হয়েছেন । এই নিয়ে শহরে মোট 12 জন কোরোনায় আক্রান্ত হলেন । জেলা প্রশাসনের তরফে বৃদ্ধার বাড়ির এলাকা কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করা হয়েছে । তিনি যেখানে চিকিৎসাধীন ছিলেন সেই নার্সিংহোম স্যানিটাইজ় করেছে জলপাইগুড়ি পৌরসভা ।

জলপাইগুড়ি পৌরসভার প্রশাসক বোর্ডের সদস্য সৈকত চট্টোপাধ্যায় জানান, “নিউটাউনপাড়ার এক বৃদ্ধা কোরোনা আক্রান্ত হয়েছেন । আমরা তাঁঁর বাড়ির এলাকা কনটেনমেন্ট জ়োন হিসেবে ঘোষণা করেছি । তিনি যে নার্সিংহোমে চিকিৎসাধীন ছিলেন সেখানে স্যানিটাইজ় করা হয়েছে । আমরা কোনও বিষয়ে খামতি রাখতে চাই না ।”

জলপাইগুড়ি পৌরসভা এলাকার 6টি জায়গায় কনটেনমেন্ট জ়োন রয়েছে বলে জানান সৈকত চট্টোপাধ্যায় । তিনি বলেন, "অনেকে কনটেইনমেন্ট জ়োনে বাঁশের ব্যারিকেড খুলে দিচ্ছেন । আমরা এই বিষয়ে নজরে রাখছি । কারা ব্যারিকেড খুলছে খতিয়ে দেখা হচ্ছে । আমরা আইনের দ্বারস্থ হব অভিযুক্তদের বিরুদ্ধে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.