কলকাতা, 20 এপ্রিল : কোরোনা হাসপাতালে মৃত রোগীর শেষকৃত্যের জন্যই গিয়েছিল পুলিশ ৷ তবে পুলিশের এই দাবি মানতে নারাজ বিধায়ক ৷ শালকুমারহাটে পুলিশ জনতার খণ্ডযুদ্ধ নিয়ে পুলিশ ও বিধায়কের বয়ানে বিতর্ক দানা বেঁধেছে ৷ শিলতোর্সার চরেই মৃতদেহ কবর দেওয়ার পরিকল্পনা ছিল পুলিশের ৷ কিন্তু এই দাবি উড়িয়ে দিলেন বিধায়ক সৌরভ চক্রবর্তী ৷
গতরাতে কোরোনা হাসপাতালে মৃত এক রোগীর শেষকৃত্য করার জন্য JCB নিয়ে পুলিশ আসে বলে অভিযোগ ৷ এরপরই স্থানীয়দের সঙ্গে পুলিশের খণ্ডযুদ্ধ বাধে ৷ ঘটনায় আহত হন কয়েকজন পুলিশ ৷ পুলিশ সুপার অমিতাভ মাইতি জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলেই এই জায়গা ঠিক করা হয়েছিল ৷ পরে স্থানীয়রাই বাধা দিল ৷ এরকম করার কারণ জানতে স্থানীয়দের সঙ্গে ফের আলোচনা করবেন বলেও জানান তিনি ৷
![আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-jal-04-police-mla-contro-7203427_20042020214524_2004f_1587399324_84.jpg)
এদিকে, আলিপুরদুয়ারের বিধায়ক সৌরভ চক্রবর্তী জলপাইগুড়ি এসে জানান, "সাধারণ মানুষের গুজবে এটা হয়েছে ৷ গ্রামবাসীরা সরল ৷ তাদের বাইরে থেকে উসকানি দিয়ে এটা করা হয়েছে ৷ ঠিক হয়নি ৷ পুলিশের কয়েকজন আহত হয়েছে ৷ আমরা ঠান্ডা মাথায় বসে এর সমাধান করবে ৷ যেটা নিয়ে গুজব আদতে সেটা ছিল নাকি গুজব ছড়ানো হয়েছে দেখতে হবে ৷ কবর দেওয়ার কোনও বিষয় ছিল না ৷ পুলিশ গতকাল সেখানে গিয়েছিল ৷ স্থানীয়রা JCB দেখে ভেবেছিল কাউকে কবর দেওয়া হবে ৷ এরপর পুলিশ রাত তিনটেতে পেট্রলিংয়ে গেলে তাদের গাড়ির উপর আক্রমণ করা হয় বলে পুলিশের কাছে শুনেছি ৷ আর যাতে এমন ঘটনা না ঘটে তার জন্য আমরা দেখছি ৷ আদতে ওখানে কোনও মৃতদেহ নিয়ে যাওয়া হয়নি ৷ এই ঘটনার চার ঘণ্টা আগেই আয়ূষ হাসপাতালের মৃতদেহ নির্ধারিত জায়গায় কবর দেওয়া হয়ে গিয়েছিল ৷ কোনও রাজনৈতিক দলের উসকানিতে এটা হয়েছে ৷"
প্রসঙ্গত, গতকাল সন্ধ্যায় আলিপুরদুয়ারের তপসিখাতার কোরোনা হাসপাতালে একজনের মৃত্যু হয় । এরপর তাঁর মৃতদেহ গতরাতে হাসপাতাল থেকে পুলিশ তোর্সা নদীর চরে নিয়ে যায় । পুলিশ একটি JCB নিয়ে শালকুমার হাটের তোর্সা নদীর চরে যায় মৃতদেহ কবর দেবার জন্য এমনটাই অভিযোগ । এরপর শালকুমারহাটের তোর্সা এলাকায় স্থানীয় বাসিন্দারা বাধা দেয় পুলিশকে । কোনও মতেই মৃতদেহ এখানে কবর দিতে দেবে না বলে জানায় । পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে স্থানীয়দের । কয়েকটি পুলিশের গাড়ি পুড়িয়ে দেওয়া হয় । কয়েকজন পুলিশ আহত হন ।