ETV Bharat / state

সার্কিট বেঞ্চে শুরু গুরুঙের 91টি মামলার শুনানি

পিছানো হল বিমল গুরুংয়ের জামিনের আবেদনের শুনানির মামলা ।

বিমল গুরুং- ফাইল ছবি
author img

By

Published : Jun 18, 2019, 7:50 AM IST

Updated : Jun 18, 2019, 1:43 PM IST

জলপাইগুড়ি, 18 জুন: পিছানো হল বিমল গুরুংয়ের জামিনের আবেদনের শুনানির মামলা । গতকাল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল । কিন্তু মামলাটির শুনানি হয়নি । আগামী 24 জুন এই মামলার শুনানি হবে ।

গুরুংয়ের নামে 132টি মামলা রয়েছে । তারমধ্যে 91টি মামলা দায়ের হয়েছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে । যেসব অফিসররা বিমল গুরুং-র 91টি মামলার তদন্ত করেছেন, তাঁরা সকলেই সার্কিট হাউজ়ে উপস্থিত ছিলেন । বেশিরভাগ মামলারই চার্জশিট তৈরি হয়ে গেছে । সার্কিট বেঞ্চের স্পেশাল PP সৈকত চট্টোপাধ্যায় জানান, বিমল গুরুঙের জামিন আবেদনের মামলার দিকে তাকিয়ে গোটা পাহাড় । কারণ, আইনজীবীদের কর্মবিরতি চলাকালীন সময়ে এই মামলা সার্কিট বেঞ্চে ওঠে ।

গুরুং যাতে কোনওভাবেই জামিন না পান সেজন্য তৎপর সরকারি আইনজীবীরা । ইতিমধ্যেই বিমল গুরুঙের মামলার সঙ্গে যুক্ত 40 জন তদন্তকারী পুলিশ অফিসারদের নিয়ে বৈঠকে করেছেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অ্যাডিশনাল PP অদিতিশঙ্কর চক্রবর্তী, স্পেশাল PP সৈকত চট্টোপাধ্যায়-সহ সরকারপক্ষের আইনজীবীরা। ওই বৈঠকে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে মামলাগুলোর বিষয়বস্তুর পাশাপাশি আদালতে কোন তথ্য তুলে ধরা যেতে পারে, সে বিষয়েও আলোচনা হয় ।

জলপাইগুড়ি, 18 জুন: পিছানো হল বিমল গুরুংয়ের জামিনের আবেদনের শুনানির মামলা । গতকাল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল । কিন্তু মামলাটির শুনানি হয়নি । আগামী 24 জুন এই মামলার শুনানি হবে ।

গুরুংয়ের নামে 132টি মামলা রয়েছে । তারমধ্যে 91টি মামলা দায়ের হয়েছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে । যেসব অফিসররা বিমল গুরুং-র 91টি মামলার তদন্ত করেছেন, তাঁরা সকলেই সার্কিট হাউজ়ে উপস্থিত ছিলেন । বেশিরভাগ মামলারই চার্জশিট তৈরি হয়ে গেছে । সার্কিট বেঞ্চের স্পেশাল PP সৈকত চট্টোপাধ্যায় জানান, বিমল গুরুঙের জামিন আবেদনের মামলার দিকে তাকিয়ে গোটা পাহাড় । কারণ, আইনজীবীদের কর্মবিরতি চলাকালীন সময়ে এই মামলা সার্কিট বেঞ্চে ওঠে ।

গুরুং যাতে কোনওভাবেই জামিন না পান সেজন্য তৎপর সরকারি আইনজীবীরা । ইতিমধ্যেই বিমল গুরুঙের মামলার সঙ্গে যুক্ত 40 জন তদন্তকারী পুলিশ অফিসারদের নিয়ে বৈঠকে করেছেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অ্যাডিশনাল PP অদিতিশঙ্কর চক্রবর্তী, স্পেশাল PP সৈকত চট্টোপাধ্যায়-সহ সরকারপক্ষের আইনজীবীরা। ওই বৈঠকে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে মামলাগুলোর বিষয়বস্তুর পাশাপাশি আদালতে কোন তথ্য তুলে ধরা যেতে পারে, সে বিষয়েও আলোচনা হয় ।

Intro:জলপাইগুড়ি ঃ গোর্খা জনমুক্তি মোর্চা সুপ্রিমো বিমল গুরুং এর জামিনের আবেদনের মামলার শুনানি শুরু হবে আজ থেকে।কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি হরিশ ট্যান্ডন এবং বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ মামলা শুনবেন। দার্জিলিং জেলার ৯১টি ওপরে মামলার জামিনের আবেদন করেছেন গোর্খা জনমুক্তি মোর্চার সুপ্রিমো বিমল গুরুং। এছাড়াও রোশন গিরি, উর্মিলা রুম্বার বেশ কিছু মামলা সার্কিটে ওঠার কথা।


ইতিমধ্যেই বিমল গুরুং এর মামলার সাথে যুক্ত থাকা ৪০ জন তদন্তকারী পুলিশ অফিসারকে নিয়ে বৈঠকে করেছেন কোলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অ্যাডিশনাল পিপি অদিতি শঙ্কর চক্রবর্তী,স্পেশাল পিপি সৈকত চ্যাটার্জি সহ দার্জিলিং পাহাড়ের

সরকারি পক্ষের আইনজীবীরা। বিশেষত বিমল গুরুং এর মামলা গুলোর কি বিষয় বস্তু এবং কি কি ফাইডিংস আছে বিমল গুরুং এর মামলায় আদালতে কি কি তথ্য তুলে ধরতে পারেন সরকারি আইনজীবীরা তা


নিয়ে ধাতস্থ হয়েছে।


দার্জিলিং এর বিমল গুরুং মামলায় যে সব তদন্তকারী অফিসার আছে যারা কেসের তদন্ত করেছেন তাদের আজ সার্কিট বেঞ্চে থাকার কথা।বেশির ভাগ মামলারই চার্জশিট হয়ে গেছে বলে জানা গেছে। প্যানেলে দশ জন সরকারি আইনজীবী রয়েছেন।বিমল গুরুং এর নামে ১৩২ টি মামলা আছে। তবে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে ৯১ টি মামলা ফাইল হয়েছে।স্পেশাল পিপি সৈকত চ্যাটার্জি বলেন আজ ফের সার্কিট চালু হচ্ছে। বিমল গুরুং এর মামলা তালিকায় আছে। মাননীয় বিচারপিতি হরিশ ট্যান্ডনের বেঞ্চ বসবেন। কিভাবে মামলা এগোবে তা আজ নির্ধারিত হবে। তবে আজ বিমল গুরুং এর মামলার ওপর গোটা পাহাড়বাসী উদগ্রীব হয়ে আছে। কারন সার্কিটে বিমল গুরুং এর মামলা যখন উঠেছিল সে সময় আইনজীবীদের কর্মবিরতি ছিল।এবার ফের সার্কিট চাল্য হচ্ছে ফলে মামলাটি এবার ভালোভাবেই এগোবে বলে আশাবাদী বিমল গুরুং এর শুভানুধ্যায়ীরা।



Body:WB_JAL_17JUNE_BIMAL_GURUNG_ABHIJIT_7203427Conclusion:WB_JAL_17JUNE_BIMAL_GURUNG_ABHIJIT_7203427
Last Updated : Jun 18, 2019, 1:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.