জলপাইগুড়ি, 18 জুন: পিছানো হল বিমল গুরুংয়ের জামিনের আবেদনের শুনানির মামলা । গতকাল বিচারপতি হরিশ ট্যান্ডন ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল । কিন্তু মামলাটির শুনানি হয়নি । আগামী 24 জুন এই মামলার শুনানি হবে ।
গুরুংয়ের নামে 132টি মামলা রয়েছে । তারমধ্যে 91টি মামলা দায়ের হয়েছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে । যেসব অফিসররা বিমল গুরুং-র 91টি মামলার তদন্ত করেছেন, তাঁরা সকলেই সার্কিট হাউজ়ে উপস্থিত ছিলেন । বেশিরভাগ মামলারই চার্জশিট তৈরি হয়ে গেছে । সার্কিট বেঞ্চের স্পেশাল PP সৈকত চট্টোপাধ্যায় জানান, বিমল গুরুঙের জামিন আবেদনের মামলার দিকে তাকিয়ে গোটা পাহাড় । কারণ, আইনজীবীদের কর্মবিরতি চলাকালীন সময়ে এই মামলা সার্কিট বেঞ্চে ওঠে ।
গুরুং যাতে কোনওভাবেই জামিন না পান সেজন্য তৎপর সরকারি আইনজীবীরা । ইতিমধ্যেই বিমল গুরুঙের মামলার সঙ্গে যুক্ত 40 জন তদন্তকারী পুলিশ অফিসারদের নিয়ে বৈঠকে করেছেন জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের অ্যাডিশনাল PP অদিতিশঙ্কর চক্রবর্তী, স্পেশাল PP সৈকত চট্টোপাধ্যায়-সহ সরকারপক্ষের আইনজীবীরা। ওই বৈঠকে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে মামলাগুলোর বিষয়বস্তুর পাশাপাশি আদালতে কোন তথ্য তুলে ধরা যেতে পারে, সে বিষয়েও আলোচনা হয় ।