ETV Bharat / state

রেশনের কুপন বিলি ঘিরে উত্তেজনা জলপাইগুড়ির BDO অফিসে, কোথায় সামাজিক দূরত্ব ? - social distance

জলপাইগুড়িj BDO অফিস থেকে রেশন কুপন নিতে এসেছিলেন হাজারের বেশি মানুষ । কারও মধ্যেই ছিল না সামাজিক দূরত্ব । সংক্রমণের আশঙ্কা তৈরি হয় ।

ration
রেশন কুপন
author img

By

Published : May 5, 2020, 12:53 PM IST

জলপাইগুড়ি, 5 মে: জলপাইগুড়ির BDO অফিস থেকে রেশন কুপন সংগ্রহ করতে এসেছিলেন হাজারের বেশি মানুষ । আর এতেই শিকেয় ওঠে সামাজিক দূরত্ব । সংক্রমণের আশঙ্কা তৈরি হয় । আর এর জেরেই সাময়িকভাবে কুপন বিলি বন্ধ করে দেয় পুলিশ । তাতে উত্তেজনা ছড়ায় BDO অফিসের সামনে । বিক্ষোভ দেখাতে থাকেন বহু মানুষ ।

জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মানুষের অভিযোগ, তাঁদের নতুন ডিজিটাল রেশন কার্ড নেই । সেই রেশন কার্ডের জন্য আবেদন করা হয়েছে । তাঁদের কাছে বারকোড নম্বর থাকা সত্ত্বেও রেশন ডিলাররা রেশন দিচ্ছেন না । সেই কারণেই BDO অফিস থেকে রেশন কুপন দেওয়া হবে বলে জানানো হয়েছিল । গতকাল তা নিতে এসেছিলেন সাধারণ মানুষ । সদর BDO অফিসের খাদ্য সরবরাহ দপ্তরে প্রায় হাজারের বেশি মানুষের ভিড় হয় । কারও মধ্যেই ছিল না সামাজিক দূরত্ব । আর এর জেরেই কোরোনা সংক্রমণের আশঙ্কা তৈরি হয় । পুলিশ ও ব্লক প্রশাসন সাময়িকভাবে কুপন দেওয়া বন্ধ করে দেয় । আবার অন্যদিকে পর্যাপ্ত কুপন না থাকায় সমস্যা চরমে ওঠে । বিক্ষোভ দেখাতে শুরু করেন লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজন ।

দাবি উঠতে থাকে লাইনে দাঁড়ানো সবাইকে কুপন দিতে হবে । কার্যত সমস্যা বেড়ে যায় । পরে সাধারণ মানুষকে বুঝিয়ে সামাজিক দূরত্ব মেনে দাঁড়ানোর জন্য বলা হয় । শুরু হয় কুপন বিলির কাজ ।

জলপাইগুড়ি, 5 মে: জলপাইগুড়ির BDO অফিস থেকে রেশন কুপন সংগ্রহ করতে এসেছিলেন হাজারের বেশি মানুষ । আর এতেই শিকেয় ওঠে সামাজিক দূরত্ব । সংক্রমণের আশঙ্কা তৈরি হয় । আর এর জেরেই সাময়িকভাবে কুপন বিলি বন্ধ করে দেয় পুলিশ । তাতে উত্তেজনা ছড়ায় BDO অফিসের সামনে । বিক্ষোভ দেখাতে থাকেন বহু মানুষ ।

জলপাইগুড়ি সদর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের মানুষের অভিযোগ, তাঁদের নতুন ডিজিটাল রেশন কার্ড নেই । সেই রেশন কার্ডের জন্য আবেদন করা হয়েছে । তাঁদের কাছে বারকোড নম্বর থাকা সত্ত্বেও রেশন ডিলাররা রেশন দিচ্ছেন না । সেই কারণেই BDO অফিস থেকে রেশন কুপন দেওয়া হবে বলে জানানো হয়েছিল । গতকাল তা নিতে এসেছিলেন সাধারণ মানুষ । সদর BDO অফিসের খাদ্য সরবরাহ দপ্তরে প্রায় হাজারের বেশি মানুষের ভিড় হয় । কারও মধ্যেই ছিল না সামাজিক দূরত্ব । আর এর জেরেই কোরোনা সংক্রমণের আশঙ্কা তৈরি হয় । পুলিশ ও ব্লক প্রশাসন সাময়িকভাবে কুপন দেওয়া বন্ধ করে দেয় । আবার অন্যদিকে পর্যাপ্ত কুপন না থাকায় সমস্যা চরমে ওঠে । বিক্ষোভ দেখাতে শুরু করেন লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজন ।

দাবি উঠতে থাকে লাইনে দাঁড়ানো সবাইকে কুপন দিতে হবে । কার্যত সমস্যা বেড়ে যায় । পরে সাধারণ মানুষকে বুঝিয়ে সামাজিক দূরত্ব মেনে দাঁড়ানোর জন্য বলা হয় । শুরু হয় কুপন বিলির কাজ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.