ETV Bharat / state

Jalpaiguri Korok Home Case: কোরক হোমকাণ্ডে তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট ও চার্জশিট পেশ করবে সিবিআই - সিবিআই

3 এপ্রিল খাম বন্ধ অবস্থায় কোরক হোমকাণ্ডে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে প্রাথমিক রিপোর্টে পেশ করেছিল সিবিআই ৷ বুধবার প্রকাশ করার কথা ছিল সেই রিপোর্ট ৷ তবে সিবিআই এদিন আদালতে জানাল তারা তিনমাসের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট ও চার্জশিট পেশ করবে ৷

Jalpaiguri Korok Home Case
কোরক হোমকাণ্ড
author img

By

Published : Apr 5, 2023, 10:22 PM IST

জলপাইগুড়ি, 5 এপ্রিল: আগামী তিন মাসের মধ্যে জলপাইগুড়ি সরকারি কোরক হোমে বিচারাধীন আবাসিকের অস্বাভাবিক মৃত্যুর চার্জশিট পেশ করবে সিবিআই । কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এমনই জানালেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা । সার্কিট বেঞ্চে গত 3 এপ্রিল সিবিআই লাবু ইসলামের মৃত্যুর প্রাথমিক তদন্তের খামবন্ধ রিপোর্ট জমা করে । আজ সেই রিপোর্ট প্রকাশ করার কথা ছিল ৷ তবে তা প্রকাশ করা হয়নি । সিবিআই আদালতে সময় চেয়েছিল ৷ সেই সময় দেওয়া হল তদন্তকারী আধিকারিকদের ৷ সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয়, আগামী তিন মাসের মধ্যে তারা তদন্ত শেষ করে পূর্ণাঙ্গ রিপোর্ট ও চার্জশিট দেব । তাই প্রাথমিক রিপোর্ট ফের সিবিআইকে দিয়ে দেওয়া হয় আদালতের তরফে ।

লাবু ইসলামের আইনজীবী সুমন শেহানবিশ বলেন, "আমরা এখনও রিপোর্ট হাতে পাইনি । সিবিআইয়ের পক্ষে জানানো হয়েছে তারা আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে আদালতে । তিন মাস পর প্রথম সার্কিটে চার্জশিট দেবে সিবিআই । আমরা জানিয়েছি সিবিআইয়ের তদন্তে যদি আমরা সন্তষ্ট না হই তাহলে আমরা উচ্চ আদালতে যাব । আজ প্রাথমিক রিপোর্টে লাবুর দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধারের কথা বলা হয়েছে ৷ আমরা বলেছি ফাঁস লাগানো বা ফাঁসি বিভিন্নভাবে হতে পারে মৃত্যু । আত্মহত্যার প্ররোচনায় ফাঁসি দিতে পারে বা ফাঁসির হাজারো ঘটনা ঘটতে পারে । আমরা পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্টের আশায় রইলাম ।"

সার্কিট বেঞ্চের বিচারপতি রাজস্বী ভরদ্বাজ ও সম্পা দত্তের ডিভিশন বেঞ্চে এদিন এই মামলাটি উঠেছিল । কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এপিপি অদিতিশংকর চক্রবর্তী জানান, আজ কোর্ট রিপোর্ট দেখেছেন । সিবিআই প্রাইমারি রিপোর্ট দিয়েছিল । তবে এটা বলা যায় রাজ্য পুলিশ ও সিবিআইয়ের তদন্তে এখন কোনও ফারাক নেই । তিন মাসের সময় বেঁধে দিয়েছেন আদালত । সিবিআই পক্ষের আইনজীবী তথা ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্তকুমার মজুমদার জানান, আজ আদালতের কাছে সিবিআই পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার জন্য তিন মাস সময় চেয়েছে । প্রাথমিক রিপোর্ট যেটা দিয়েছিল সিবিআইকে সেই রিপোর্ট ফিরিয়ে দিয়েছে আদালত । ফলে সেই রিপোর্ট কেউ পাবে না ।

আরও পড়ুন: কোরক হোমকাণ্ডে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে রিপোর্ট পেশ সিবিআইয়ের

জলপাইগুড়ি, 5 এপ্রিল: আগামী তিন মাসের মধ্যে জলপাইগুড়ি সরকারি কোরক হোমে বিচারাধীন আবাসিকের অস্বাভাবিক মৃত্যুর চার্জশিট পেশ করবে সিবিআই । কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এমনই জানালেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা । সার্কিট বেঞ্চে গত 3 এপ্রিল সিবিআই লাবু ইসলামের মৃত্যুর প্রাথমিক তদন্তের খামবন্ধ রিপোর্ট জমা করে । আজ সেই রিপোর্ট প্রকাশ করার কথা ছিল ৷ তবে তা প্রকাশ করা হয়নি । সিবিআই আদালতে সময় চেয়েছিল ৷ সেই সময় দেওয়া হল তদন্তকারী আধিকারিকদের ৷ সিবিআইয়ের তরফে আদালতে জানানো হয়, আগামী তিন মাসের মধ্যে তারা তদন্ত শেষ করে পূর্ণাঙ্গ রিপোর্ট ও চার্জশিট দেব । তাই প্রাথমিক রিপোর্ট ফের সিবিআইকে দিয়ে দেওয়া হয় আদালতের তরফে ।

লাবু ইসলামের আইনজীবী সুমন শেহানবিশ বলেন, "আমরা এখনও রিপোর্ট হাতে পাইনি । সিবিআইয়ের পক্ষে জানানো হয়েছে তারা আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ রিপোর্ট দেবে আদালতে । তিন মাস পর প্রথম সার্কিটে চার্জশিট দেবে সিবিআই । আমরা জানিয়েছি সিবিআইয়ের তদন্তে যদি আমরা সন্তষ্ট না হই তাহলে আমরা উচ্চ আদালতে যাব । আজ প্রাথমিক রিপোর্টে লাবুর দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধারের কথা বলা হয়েছে ৷ আমরা বলেছি ফাঁস লাগানো বা ফাঁসি বিভিন্নভাবে হতে পারে মৃত্যু । আত্মহত্যার প্ররোচনায় ফাঁসি দিতে পারে বা ফাঁসির হাজারো ঘটনা ঘটতে পারে । আমরা পূর্ণাঙ্গ তদন্তের রিপোর্টের আশায় রইলাম ।"

সার্কিট বেঞ্চের বিচারপতি রাজস্বী ভরদ্বাজ ও সম্পা দত্তের ডিভিশন বেঞ্চে এদিন এই মামলাটি উঠেছিল । কলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এপিপি অদিতিশংকর চক্রবর্তী জানান, আজ কোর্ট রিপোর্ট দেখেছেন । সিবিআই প্রাইমারি রিপোর্ট দিয়েছিল । তবে এটা বলা যায় রাজ্য পুলিশ ও সিবিআইয়ের তদন্তে এখন কোনও ফারাক নেই । তিন মাসের সময় বেঁধে দিয়েছেন আদালত । সিবিআই পক্ষের আইনজীবী তথা ডেপুটি সলিসিটর জেনারেল সুদীপ্তকুমার মজুমদার জানান, আজ আদালতের কাছে সিবিআই পূর্ণাঙ্গ রিপোর্ট দেওয়ার জন্য তিন মাস সময় চেয়েছে । প্রাথমিক রিপোর্ট যেটা দিয়েছিল সিবিআইকে সেই রিপোর্ট ফিরিয়ে দিয়েছে আদালত । ফলে সেই রিপোর্ট কেউ পাবে না ।

আরও পড়ুন: কোরক হোমকাণ্ডে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চে রিপোর্ট পেশ সিবিআইয়ের

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.