জলপাইগুড়ি, 29 অক্টোবর: বারবার সতর্ক করা সত্ত্বেও বালাই ছিল না বিধিনিষেধের । পুজো মিটতেই তাই রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ । এমন পরিস্থিতিতে মাস্ক পরার উপর বিশেষ জোর দিচ্ছে সরকার । মাস্ক না পরায় গত দু’দিনে জলপাইগুড়িতেই 220 জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে ৷
যাঁরা মাস্ক পরছেন না, তাঁদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে বলে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তার পর থেকেই রাস্তাঘাটে মাস্কবিহীন মুখগুলিকে চিহ্নিত করতে নেমে পড়েছে পুলিশ ৷ হাতেনাতে ধরে জরিমানাও করা হচ্ছে ৷ এমনকি গ্রেফতারির ঘটনাও সামনে এসেছে ৷
আরও পড়ুন: Alipurduar Vaccine : আলিপুরদুয়ারে ভ্যাকসিন না পেয়ে পথ অবরোধ
জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, অনেকেই মাস্ক না পরে রাস্তায় বেরোচ্ছেন ৷ তাঁদের গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে ৷ প্রশাসন সচেতনতা বাড়ানোর চেষ্টা করলেও, মানুষ শুনছেন না ৷ তাতেই কড়া হাতে পরিস্থিতি মোকাবিলা করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে ৷
এর আগে করোনা নিয়ে সচেতনতা তৈরি করতে দফায় দফায় প্রচার চালিয়েছে কোতোয়ালি থানার পুলিশ ৷ তার পরেও মাস্ক পরা নিয়ে গরজ দেখা যাচ্ছে না সাধারণ মানুষের মধ্যে ৷ এমন পরিস্থিতিতে শুক্রবার জলপাইগুড়ি শহরের থানা মোড়, কদমতলা-সহ বিভিন্ন জায়গায় অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ ।
আরও পড়ুন: John Barla : দিদির প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ‘মুঙ্গেরি লাল কে হাসিন স্বপনে’, কটাক্ষ বারলার
তাতে শোরগোল পড়ে যায় এলাকায় ৷ মুখে মাস্ক না থাকায়, পুলিশ দেখেই পালাতে শুরু করেন অনেকে ৷ তাঁদের মধ্যে থেকে বেশ কয়েকজনকে আটক করে পুলিশ ৷ তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় ৷