Cannabis Recovered : সংশোধনাগারে জেলকর্মীর কাছ থেকে উদ্ধার গাঁজা - সংশোধনাগার
জলপাইগুড়ি কোতয়ালি থানার আইসি এপ্রসঙ্গে বলেন, "জেল থেকে আমাদের জানানো হয়েছে গাঁজা সহ এক জেলকর্মীকে ধরা হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷"
জলপাইগুড়ি, 30 অক্টোবর : জেলকর্মীর কাছ থেকে উদ্ধার হল গাঁজা ৷ চাঞ্চল্যকর এই কাণ্ড ঘটেছে জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে ৷ জানা গিয়েছে, টুপির নিচে করে গাঁজা লুকিয়ে নিয়ে জেলের ভিতর ঢুকছিলেন ওই জেলকর্মী ৷
অভিযুক্ত জেলকর্মীর নাম মহম্মদ মফইজুদ্দিন৷ কাজে যোগ দেওয়ার সময় যখন তিনি সংশোধনাগারে ঢুকছিলেন তখন দেখা যায় তাঁর টুপির নিচে রয়েছে গাঁজার প্যাকেট ৷ জানা গিয়েছে, দশ প্যাকেট গাঁজার পুরিয়া পাওয়া গিয়েছে তাঁর কাছ থেকে ৷ জেলে কোনওরকম মাদক যাতে না ঢোকে তার জন্য রুটিন চেকিং করা হয়, সেই রুটিন চেকিংয়ে এদিন ধরা পড়ে যান ওই জেলকর্মী ৷
আরও পড়ুন : Firecracker Seized: জঙ্গিপুরে একরাতে বাজেয়াপ্ত কোটি টাকার বাজি
জলপাইগুড়ি কোতয়ালি থানার আইসি এই প্রসঙ্গে বলেন, "জেল থেকে আমাদের জানানো হয়েছে গাঁজা সহ এক জেলকর্মীকে ধরা হয়েছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ৷"