ETV Bharat / state

Cal HC Order : হাইকোর্টের নির্দেশের পরও মনোনয়ন জমা দিতে ব্যর্থ নির্দল প্রার্থী, রিটার্নিং অফিসারকে তলব - Jalpaiguri Municipality

জলপাইগুড়ি পৌরসভার (Jalpaiguri Municipality) 1 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিক্ষুব্ধ তৃণমূল নেতা মলয় বন্দ্যোপাধ্যায় ৷ অভিযোগ, আদালতের নির্দেশের পরও তাঁকে মনোনয়ন দিতে দেওয়া হয়নি ৷ তাই তিনি আদালত অবমাননার মামলা দায়ের করেছেন ৷ সেই মামলাতেই সোমবার রিটার্নিং অফিসারকে তলব করল কলকাতা হাইকোর্ট (Cal HC Ask Jalpaiguri Returning Officer to present at court on Monday) ৷

cal-hc-ask-jalpaiguri-returning-officer-to-present-at-court-on-monday
Cal HC Order : হাইকোর্টের নির্দেশের পরও মনোনয়ন জমা দিতে পারেনি নির্দল প্রার্থী, সোমবার রিটার্নিং অফিসারকে তলব
author img

By

Published : Feb 12, 2022, 7:37 PM IST

জলপাইগুড়ি, 12 ফেব্রুয়ারি : হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও মনোনয়নপত্র জমা দিতে পারেননি জলপাইগুড়ির মলয় বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জলপাইগুড়ি পৌরসভায় (Jalpaiguri Municipality) 1 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে চেয়েছিলেন । সেই নিয়ে দায়ের হওয়া মামলায় রাজ্য নির্বাচন কমিশনকে তলব করল কলকাতা হাইকোর্ট (Cal HC Ask Jalpaiguri Returning Officer to present at court on Monday) । সোমবার সকাল সাড়ে 10টার মধ্যে হাইকোর্টে হাজির হতে হবে কমিশনকে ৷ মনোনয়ন জমা দিতে না পারা নিয়ে মলয় বন্দ্যোপাধ্যায় আদালত অবমাননার মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে ৷ তাঁর দাবি, হয় তাঁকে মনোনয়ন জমা দিতে দেওয়া হোক, না হলে 1 নম্বর ওয়ার্ডের ভোট স্থগিত রাখা হোক ৷

বিক্ষুব্ধ তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের মলয় বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী পার্থ চৌধুরী জানান, গত 8 তারিখ মলয় বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিতে গেলে তাঁকে পুলিশ বাধা দেয় । এরপর তিনি পরের দিন আবার মনোনয়ন দেওয়ার জন্য লাইনে দাঁড়ালে তাঁকে ফের পুলিশ বাধা দেয় । এমনকি তাঁকে পুলিশ গাড়িতে করে তুলে আনেন ।

তিনি বলেন, ‘‘এরপর আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই । কোর্ট রায় দেয় 9 তারিখ মলয় বন্দ্যোপাধ্যায় মনোনয়ন দিতে পারবেন । কিন্তু সেদিনও পুলিশ মনোনয়ন দিতে বাধা দেন এবং মনোনয়নের সময় পেরিয়ে যাওয়ার পর তাঁকে ছাড়া হয় । আমরা ফের কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করি । কলকাতা হাইকোর্টের বিচারপতি রবিকিষাণ কাপুর নির্দেশ দেন, আগামী সোমবার রিটার্নিং অফিসারকে কলকাতা হাইকোর্টে সশরীরে হাজিরা দিতে হবে । আমরা আশাবাদী কলকাতা হাইকোর্ট আশানুরূপ রায় দেবেন ।’’

হাইকোর্টের নির্দেশের পরও মনোনয়ন জমা দিতে পারেনি নির্দল প্রার্থী, সোমবার রিটার্নিং অফিসারকে তলব

আইনজীবী পার্থ চৌধুরী আরও বলেন, ‘‘কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার, ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল-সহ কয়েকজন পুলিশ আধিকারিকের নামে আমরা অভিযোগ এনেছি, যাঁরা মলয় বন্দ্যোপাধ্যায়কে আটকেছিলেন । সেই সঙ্গে গত 9 ফেব্রুয়ারি অপহরণের কায়দায় মহকুমাশাসকের অফিসের সামনে থেকে মলয় বন্দ্যোপাধ্যায়কে তুলে নিয়ে যায় পুলিশ । সেই বিষয়ও তুলে ধরা হয়েছে ।’’

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি তথা বিক্ষুব্ধ তৃণমূল নেতা মলয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মহামান্য আদালতের উপর আস্থা রয়েছে । আশা রাখি আদালত সঠিক বিচার করবে । এবং আমি নির্বাচনে লড়াই করার সুযোগ পাব ।’’

আরও পড়ুন : Police harass ex-tmc leader Malay Banerjee : মনোনয়ন জমা দিতে এসে ফের পুলিশি হেনস্থার শিকার মলয় বন্দ্যোপাধ্যায়

জলপাইগুড়ি, 12 ফেব্রুয়ারি : হাইকোর্টের নির্দেশ সত্ত্বেও মনোনয়নপত্র জমা দিতে পারেননি জলপাইগুড়ির মলয় বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জলপাইগুড়ি পৌরসভায় (Jalpaiguri Municipality) 1 নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে চেয়েছিলেন । সেই নিয়ে দায়ের হওয়া মামলায় রাজ্য নির্বাচন কমিশনকে তলব করল কলকাতা হাইকোর্ট (Cal HC Ask Jalpaiguri Returning Officer to present at court on Monday) । সোমবার সকাল সাড়ে 10টার মধ্যে হাইকোর্টে হাজির হতে হবে কমিশনকে ৷ মনোনয়ন জমা দিতে না পারা নিয়ে মলয় বন্দ্যোপাধ্যায় আদালত অবমাননার মামলা দায়ের করেন কলকাতা হাইকোর্টে ৷ তাঁর দাবি, হয় তাঁকে মনোনয়ন জমা দিতে দেওয়া হোক, না হলে 1 নম্বর ওয়ার্ডের ভোট স্থগিত রাখা হোক ৷

বিক্ষুব্ধ তৃণমূল নেতা তথা জলপাইগুড়ি পুরসভার 1 নম্বর ওয়ার্ডের মলয় বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী পার্থ চৌধুরী জানান, গত 8 তারিখ মলয় বন্দ্যোপাধ্যায় মনোনয়ন জমা দিতে গেলে তাঁকে পুলিশ বাধা দেয় । এরপর তিনি পরের দিন আবার মনোনয়ন দেওয়ার জন্য লাইনে দাঁড়ালে তাঁকে ফের পুলিশ বাধা দেয় । এমনকি তাঁকে পুলিশ গাড়িতে করে তুলে আনেন ।

তিনি বলেন, ‘‘এরপর আমরা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই । কোর্ট রায় দেয় 9 তারিখ মলয় বন্দ্যোপাধ্যায় মনোনয়ন দিতে পারবেন । কিন্তু সেদিনও পুলিশ মনোনয়ন দিতে বাধা দেন এবং মনোনয়নের সময় পেরিয়ে যাওয়ার পর তাঁকে ছাড়া হয় । আমরা ফের কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করি । কলকাতা হাইকোর্টের বিচারপতি রবিকিষাণ কাপুর নির্দেশ দেন, আগামী সোমবার রিটার্নিং অফিসারকে কলকাতা হাইকোর্টে সশরীরে হাজিরা দিতে হবে । আমরা আশাবাদী কলকাতা হাইকোর্ট আশানুরূপ রায় দেবেন ।’’

হাইকোর্টের নির্দেশের পরও মনোনয়ন জমা দিতে পারেনি নির্দল প্রার্থী, সোমবার রিটার্নিং অফিসারকে তলব

আইনজীবী পার্থ চৌধুরী আরও বলেন, ‘‘কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার, ডিএসপি হেডকোয়ার্টার সমীর পাল-সহ কয়েকজন পুলিশ আধিকারিকের নামে আমরা অভিযোগ এনেছি, যাঁরা মলয় বন্দ্যোপাধ্যায়কে আটকেছিলেন । সেই সঙ্গে গত 9 ফেব্রুয়ারি অপহরণের কায়দায় মহকুমাশাসকের অফিসের সামনে থেকে মলয় বন্দ্যোপাধ্যায়কে তুলে নিয়ে যায় পুলিশ । সেই বিষয়ও তুলে ধরা হয়েছে ।’’

তৃণমূল কংগ্রেসের প্রাক্তন যুব সভাপতি তথা বিক্ষুব্ধ তৃণমূল নেতা মলয় বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘মহামান্য আদালতের উপর আস্থা রয়েছে । আশা রাখি আদালত সঠিক বিচার করবে । এবং আমি নির্বাচনে লড়াই করার সুযোগ পাব ।’’

আরও পড়ুন : Police harass ex-tmc leader Malay Banerjee : মনোনয়ন জমা দিতে এসে ফের পুলিশি হেনস্থার শিকার মলয় বন্দ্যোপাধ্যায়

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.