ETV Bharat / state

যুবতির মৃত্যু ঘিরে উত্তপ্ত নাগরাকাটা, থানা ঘেরাও - Banarhat

এক যুবতির রক্তাক্ত দেহ উদ্ধার করা হল। পরিবারের সদস্যদের অভিযোগ তাঁকে খুন করা হয়েছে। খুনিদের শাস্তির দাবিতে আজা দুপুর থানায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।

প্রিয়াঙ্কা লামার মৃতদেহ
author img

By

Published : Feb 24, 2019, 10:05 PM IST

নাগরাকাটা, ২৪ ফেব্রুয়ারি : নাগরাকাটা ব্লকের সুলকাপাড়ায় এক যুবতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হল। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নাম প্রিয়াঙ্কা লামা (২৪)। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে আজ দুপুরে নাগরকাটা থানা ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা।

গতকাল সন্ধ্যায় ফোনে কথা বলতে বাড়ি থেকে বের হয় প্রিয়াঙ্কা। এরপর রাতে এক প্রতিবেশী মহিলা বাড়ির পাশে গোঙানির শব্দ শুনতে পান। বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন, প্রিয়াঙ্কা মাটিতে পড়ে আছে। তার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এরপর সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

প্রিয়াঙ্কার মা বলেন, দু'মাস আগে প্রিয়াঙ্কা কার্শিয়ঙের একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরি পেয়েছিল। ছুটি পেয়ে বাড়িতেও এসেছিল। তাকে খুন করা হয়েছে বলে পরিবারের সদস্যদের অভিযোগ। ভারী কোনও বস্তু দিয়ে তাকে আঘাত করা হয়েছে বলে অনুমান। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

দোষীদের শাস্তির দাবিতে আজ দুপুরে স্থানীয়রা মিছিল করে থানায় গিয়ে বিক্ষোভ দেখান। নাগরকাটা থানার OC অসীম মজুমদার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পরিস্থিতি আপাতত স্বাভাবিক।

undefined

নাগরাকাটা, ২৪ ফেব্রুয়ারি : নাগরাকাটা ব্লকের সুলকাপাড়ায় এক যুবতিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হল। পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। নাম প্রিয়াঙ্কা লামা (২৪)। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দোষীদের শাস্তির দাবিতে আজ দুপুরে নাগরকাটা থানা ঘেরাও করেন স্থানীয় বাসিন্দারা।

গতকাল সন্ধ্যায় ফোনে কথা বলতে বাড়ি থেকে বের হয় প্রিয়াঙ্কা। এরপর রাতে এক প্রতিবেশী মহিলা বাড়ির পাশে গোঙানির শব্দ শুনতে পান। বাড়ি থেকে বেরিয়ে এসে দেখেন, প্রিয়াঙ্কা মাটিতে পড়ে আছে। তার নাক-মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল। এরপর সুলকাপাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

প্রিয়াঙ্কার মা বলেন, দু'মাস আগে প্রিয়াঙ্কা কার্শিয়ঙের একটি বেসরকারি ব্যাঙ্কে চাকরি পেয়েছিল। ছুটি পেয়ে বাড়িতেও এসেছিল। তাকে খুন করা হয়েছে বলে পরিবারের সদস্যদের অভিযোগ। ভারী কোনও বস্তু দিয়ে তাকে আঘাত করা হয়েছে বলে অনুমান। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

দোষীদের শাস্তির দাবিতে আজ দুপুরে স্থানীয়রা মিছিল করে থানায় গিয়ে বিক্ষোভ দেখান। নাগরকাটা থানার OC অসীম মজুমদার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পরিস্থিতি আপাতত স্বাভাবিক।

undefined
Intro:nullBody:ডুয়ার্সের বানারহাট থানা এলাকায় গাজা উদ্ধার। Conclusion:null

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.