ETV Bharat / state

Siliguri Tent Controversy: শিলিগুড়িতে বিজেপির টেন্ট রাতারাতি ঢেকে গেল নীল সাদা কাপড়ে - শিলিগুড়ি চাঁবু বিতর্ক

দুর্গাপুজাে উপলক্ষে বিজেপির পক্ষ থেকে শিলিগুড়ির হাশমি চকে শহরবাসীকে শুভেচ্ছা জানাতে একটি টেন্ট তৈরি করা হয়েছিল (BJP Tent was Covered Blue White Cloth) । গেরুয়া ও সবুজ কাপড়ে মোড়া টেন্টে লাগানো ছিল দলীয় পতাকাও ।

Siliguri Tent Controversy
শিলিগুড়িতে বিজেপির টেন্ট নিয়ে বিতর্ক
author img

By

Published : Oct 7, 2022, 7:19 PM IST

শিলিগুড়ি, ৭ অক্টোবর: শহরে কার্নিভাল শুরুর ঠিক আগে বিজেপির গেরুয়া টেন্টকে নীল সাদা রঙের কাপড়ে ঢেকে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল । শুক্রবার কার্নিভালের ঠিক আগের মুহূর্তে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সফদর হাশমি চকে । ঘটনায় ইতিমধ্যে শিলিগুড়ি পৌরনিগম, পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলছে বিজেপির জেলা নেতৃত্বরা (BJP Tent was Covered Blue White Cloth) ।

জানা গিয়েছে, দুর্গাপুজাে উপলক্ষে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে শিলিগুড়ির হাশমি চকে শহরবাসীকে শুভেচ্ছা জানাতে একটি টেন্ট তৈরি করা হয়েছিল । গেরুয়া ও সবুজ কাপড়ে মোড়া টেন্টে লাগানো ছিল দলীয় পতাকাও ।

আরও পড়ুন: BJP Protest Programme: পঞ্চায়েত নির্বাচনের আগে দুর্নীতি ইস্যুতে তৃণমূলের উপর চাপ বাড়াতে বিশেষ রণকৌশল বিজেপির

অভিযোগ, শুক্রবার কার্নিভাল উপলক্ষে শিলিগুড়ির হিলকার্ট রোড জুড়েই পৌরনিগমের তরফে বেশ কয়েকটি টেন্ট বানানো হয়েছে । আর সেই সময় রাতের অন্ধকারে হাশমি চকেই থাকা বিজেপির গেরুয়া রঙের টেন্টের উপর নীল সাদা রঙের কাপড় লাগিয়ে দেওয়া হয় । এদিন বিকেলে বিষয়টি নজরে আসে । বিজেপির জেলা নেতৃত্ব চোখে পড়তেই তারা তীব্র ধিক্কার এবং বিরোধিতা জানাতে শুরু করেন তারা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । যদিও পরে অবশ্য বিজেপির স্থানীয় নেতৃত্বরাই ওই নীল সাদা রংয়ের কাপড় খুলে ফেলে ।

বিষয়টি নিয়ে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজু সাহা বলেন, "আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই ধরনের কাজ করা হয়েছে । এই ধরনের ঘটনাকে ধিক্কার জানাই ।"

শিলিগুড়িতে বিজেপির টেন্ট নিয়ে বিতর্ক

আরও পড়ুন: গরু পাচার মামলায় অনুব্রতর নামে চতুর্থ চার্জশিট পেশ সিবিআইয়ের

যুব মোর্চা সাধারণ সম্পাদক সৌরভ দাস বলেন, "7 অক্টোবর পর্যন্ত আমাদের এই টেন্টের অনুমতি দিয়েছে পুলিশ । তাহলে কার মদতে বিজেপির টেন্ট থেকে পতাকা খুলে নীল সাদা কাপড়ে ঢাকা হল । আসলে মুখ্যমন্ত্রীকে তুষ্ট করার রাজনীতি চলছে । আর পুলিশ প্রশাসনের মদত ছাড়া এসব হতে পারে না ।"

শিলিগুড়ি, ৭ অক্টোবর: শহরে কার্নিভাল শুরুর ঠিক আগে বিজেপির গেরুয়া টেন্টকে নীল সাদা রঙের কাপড়ে ঢেকে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল । শুক্রবার কার্নিভালের ঠিক আগের মুহূর্তে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির সফদর হাশমি চকে । ঘটনায় ইতিমধ্যে শিলিগুড়ি পৌরনিগম, পুলিশ-প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ তুলছে বিজেপির জেলা নেতৃত্বরা (BJP Tent was Covered Blue White Cloth) ।

জানা গিয়েছে, দুর্গাপুজাে উপলক্ষে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির পক্ষ থেকে শিলিগুড়ির হাশমি চকে শহরবাসীকে শুভেচ্ছা জানাতে একটি টেন্ট তৈরি করা হয়েছিল । গেরুয়া ও সবুজ কাপড়ে মোড়া টেন্টে লাগানো ছিল দলীয় পতাকাও ।

আরও পড়ুন: BJP Protest Programme: পঞ্চায়েত নির্বাচনের আগে দুর্নীতি ইস্যুতে তৃণমূলের উপর চাপ বাড়াতে বিশেষ রণকৌশল বিজেপির

অভিযোগ, শুক্রবার কার্নিভাল উপলক্ষে শিলিগুড়ির হিলকার্ট রোড জুড়েই পৌরনিগমের তরফে বেশ কয়েকটি টেন্ট বানানো হয়েছে । আর সেই সময় রাতের অন্ধকারে হাশমি চকেই থাকা বিজেপির গেরুয়া রঙের টেন্টের উপর নীল সাদা রঙের কাপড় লাগিয়ে দেওয়া হয় । এদিন বিকেলে বিষয়টি নজরে আসে । বিজেপির জেলা নেতৃত্ব চোখে পড়তেই তারা তীব্র ধিক্কার এবং বিরোধিতা জানাতে শুরু করেন তারা । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । যদিও পরে অবশ্য বিজেপির স্থানীয় নেতৃত্বরাই ওই নীল সাদা রংয়ের কাপড় খুলে ফেলে ।

বিষয়টি নিয়ে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সাধারণ সম্পাদক রাজু সাহা বলেন, "আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই ধরনের কাজ করা হয়েছে । এই ধরনের ঘটনাকে ধিক্কার জানাই ।"

শিলিগুড়িতে বিজেপির টেন্ট নিয়ে বিতর্ক

আরও পড়ুন: গরু পাচার মামলায় অনুব্রতর নামে চতুর্থ চার্জশিট পেশ সিবিআইয়ের

যুব মোর্চা সাধারণ সম্পাদক সৌরভ দাস বলেন, "7 অক্টোবর পর্যন্ত আমাদের এই টেন্টের অনুমতি দিয়েছে পুলিশ । তাহলে কার মদতে বিজেপির টেন্ট থেকে পতাকা খুলে নীল সাদা কাপড়ে ঢাকা হল । আসলে মুখ্যমন্ত্রীকে তুষ্ট করার রাজনীতি চলছে । আর পুলিশ প্রশাসনের মদত ছাড়া এসব হতে পারে না ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.