জলপাইগুড়ি, 15 এপ্রিল: লকডাউন চলায় জলপাইগুড়িতে ঢুকতে পারলেন না BJP সাংসদ জয়ন্ত কুমার রায় । আজ শিলিগুড়ির বাড়ি থেকে জলপাইগুড়ির সাংসদ কার্যালয়ে আসছিলেন তিনি । সেই সময় ভুটকির কাছে তাঁকে আটকে দেয় রাজগঞ্জ থানার পুলিশ । সেখান থেকেই শিলিগুড়ি ফিরে যেতে হয় তাঁকে ।
জয়ন্তবাবু বলেন, "শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি যাওয়ার পথে আমাকে আটকে দেওয়া হয় । রাজগঞ্জ থানার পুলিশ জানায় লকডাউন চলছে তাই জলপাইগুড়ি যাওয়া যাবে না ।" তাঁর অভিযোগ, "আমি যেখানেই যাচ্ছি পুলিশ আমার পিছু নিচ্ছে । আজকেও তাই হল । আমার শিলিগুড়ি বাড়ির কাছে 24 ঘণ্টা পুলিশ ভ্যান দাঁড়িয়ে থাকে । আমি কোথায় যাচ্ছি সব নজর রাখে । তৃণমূল বিধায়করা ত্রাণ দিচ্ছেন । অথচ আমাদের আটকে দেওয়া হচ্ছে ।"
তিনি আরও বলেন, "আমাদের শাসক দলের মাননীয় নেতা-বিধায়করা দেশের সেবা করছে । আর আমরা হয়তো দেশের সেবা করছি না । তাই আমাদের পুলিশ আটকে দিচ্ছে । গৃহবন্দী করা হচ্ছে ।"
এই বিষয়ে জেলা BJP-র সভাপতি বাপি গোস্বামী ক্ষোভপ্রকাশ করে বলেন, "পুলিশের এমন কাজকে ধিক্কার জানাই । আমরা মানুষের পাশে আছি এবং থাকব । আইন সবার জন্য সমান কিন্তু এখানে পুলিশ নির্লজ্জের মতো কাজ করছে ।"