জলপাইগুড়ি, 5 ডিসেম্বর: মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ কর্মসূচির কারণেই টেট পরীক্ষা পিছিয়ে দেওয়া হল । বুধবার এমনই অভিযোগ করলেন রাজ্য বিধানসভার বিজেপির চিপ হুইপ তথা আলিপুরদুয়ার বিজেপির জেলা সভাপতি মনোজ টিজ্ঞা ।আগামী 10 ডিসেম্বর টেট পরীক্ষা ছিল । সেইদিনই আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারি প্রকল্পের সুবিধা প্রদানের প্রশাসনিক কর্মসূচি রয়েছে । যারা সরকারি প্রকল্পের সুবিধা পাবেন তাদের আলিপুরদুয়ারে নিয়ে আসা হবে । পাশাপাশি সভায় লোকজন আনার কারণে জেলা থেকে বাস তুলে নেওয়া হবে । ফলে টেট পরীক্ষার দিনে বাসের একটা অভাব হবেই । সেই দিক থেকে চিন্তা করেই টেট পরীক্ষা পিছিয়ে দেওয়া হল বলে অভিযোগ বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার ।
রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে আগেই ঘোষণা করা হয়েছিল আগামী 10 ডিসেম্বর টেট পরীক্ষা হবে । ঘোষণা অনুযায়ী সব ঠিকঠাকই ছিল । নির্ধারিত তারিখে পরীক্ষা নেওয়ার জন্য সব প্রস্তুতিও নেওয়া হয়ে গিয়েছিল । কিন্তু হঠাৎই গতকাল টেট পরীক্ষার তারিখ 10 ডিসেম্বরের পরিবর্তে 24 ডিসেম্বর ধার্য করা হয় । আর এতেই পরীক্ষার্থীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে । নাম প্রকাশে অনিচ্ছুক এক পরীক্ষার্থী বলেন, "আমরা 10 তারিখ পরীক্ষা দেওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছিলাম । কিন্তু হঠাৎ করে পরীক্ষার তারিখ পালটে দেওয়ায় খারাপ লাগছে ।"
বিজেপির আলিপুরদুয়ার জেলা সভাপতি তথা রাজ্য বিধানসভার বিজেপির চিপ হুইপ মনোজ টিগ্গা অভিযোগে বলেন, "আগামী 6 থেকে 12 ডিসেম্বর পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও দার্জিলিং এই তিন জেলায় লাগাতার কর্মসূচি রয়েছে । সেই কর্মসূচির কারণেই জেলা থেকে প্রচুর বাস তুলে নেওয়া হবে । ফলে বাস তুলে নিয়ে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সমস্যা চরমে উঠবে । এইগুলিকেই অনিবার্য কারণ হিসেবে দেখিয়ে টেট পরীক্ষার দিন পিছিয়ে দেওয়া হল ।"
এদিকে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা রাজ্য সভার সাংসদ প্রকাশচিক বড়াইক বলেন, "এটা ভুল কথা যে মুখ্যমন্ত্রীর কর্মসূচির কারণে টেট পরীক্ষা পিছিয়ে গেল । বিজেপি এটাতে ইস্যু বানাতে চাইছে । এটা ঠিক যে মুখ্যমন্ত্রীর কর্মসূচি আছে আলিপুরদুয়ার জেলায় । কিন্তু তার জন্য টেট পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়নি ৷"
আরও পড়ুন :
1 পিছিয়ে গেল প্রাথমিকের টেট, নতুন দিন ঘোষণা পর্ষদের
2 টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের অভিযান ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে বচসা আন্দোলনকারীদের
3 এ বছরের টেট আগামী 10 ডিসেম্বর, ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের