ETV Bharat / state

Ashok lahiri on Amartya sen: অমর্ত্য সেনের জমি নিয়ে কাদা ছোড়া বন্ধ হোক, মত অশোক লাহিড়ির

কেন্দ্রের বাজাটে সাধারণ মানুষ লাভবান হবেন ও উত্তরবঙ্গের উন্নয়ন হবে বলে মনে করেন বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি (Ashok Lahiri) ৷ শনিবার তিনি অমর্ত্য সেনকে নিয়েও তাঁর মত জানিয়েছেন ৷

ETV Bharat
অমর্ত্য সেন প্রসঙ্গে অশোক লাহিড়ি
author img

By

Published : Feb 4, 2023, 9:45 PM IST

অমর্ত্য সেনের জমি বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন অশোক লাহিড়ি

জলপাইগুড়ি, 4 ফেব্রুয়ারি: "অমর্ত্য সেনের জমি নিয়ে কাদা ছোড়া বন্ধ হওয়া উচিৎ। পরিবারে কোনও গণ্ডগোল হলে তা মিটিয়ে নেওয়া উচিৎ । অমর্ত্য সেনকে নিয়ে বিতর্ক অত্যন্ত দুখঃজনক বিষয় । তিনি আমার মাষ্টারমশাইয়ের মত । একটা অভিযোগ উঠেছে, তার অনুসন্ধান হোক । এটা কাগজে বের করার কোনও কারণ নেই ।" মত বিজেপি বিধায়ক অশোক লাহিড়ির (BJP MLA Ashok Lahiri) ৷

শনিবার জলপাইগুড়িতে এসেছিলেন অর্থনীতিবিদ তথা বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি ৷ এদিন অমর্ত্য সেন ও বিশ্বভারতীর মধ্যে জমি বিতর্ক প্রসঙ্গে তিনি আরও বলেন, "আমি সৌজন্যমূলক রাজনীতিতে বিশ্বাস করি । এমন ঘটনা অনভিপ্রেত ।" পাশাপাশি, সদ্য লোকসভায় পেশ হওয়া কেন্দ্রের বাজেট নিয়েও মুখ খুলেছেন তিনি ৷ নির্মলা সীতারমনের এই বাজেটে মানুষ লাভবান হবেন বলে মনে করেন অশোক লাহিড়ি । কেন্দ্রীয় বাজেটের হাত ধরে উত্তরবঙ্গের রাস্তাঘাট-সহ রেলের উন্নতি হবে বলেও জানিয়েছেন এই অর্থনীতিবিদ ৷

চা শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তৃণমূলের তরফে বিজেপি'র জনপ্রতিনিধিদের বাড়ি ঘেরাওয়েরও সমালোচনা করেছেন বালুরঘাটের বিজেপি বিধায়ক ৷ শনিবার অশোক লাহিড়ি জানান, বিজেপি সাংসদ, বিধায়কদের বাড়ি তৃণমূল কংগ্রেসের কর্মীরা অবস্থান বিক্ষোভ করছেন এটা মগের মুলুক নাকি ! চাইলেই এভাবে কেন্দ্রীয় বরাদ্দ পাওয়া যায় না ৷ তার জন্য বেশ কিছু নিয়মকানুন আছে, কিছু পদ্ধতি আছে ।

আরও পড়ুন: বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক কম, বিজেপি নেতা বেশি; বিস্ফোরক অনুপম হাজরা

এদিন রাজ্যে সরকারেরও সমালোচনা করেন অশোক লাহিড়ি ৷ বলেন,"রাজ্যের মমতাময়ী সরকারের যে সমস্ত প্রকল্প আছে তার বেশিরভাগই নামে ভারি সব বিষয়, কিন্তু বাস্তবে কিছুই নেই । যেমন 5 টাকায় ডিম ভাত । কিন্তু কোথায় গেলে ডিম ভাত পাব আমি জানি না । আমাদের উত্তরবঙ্গের উন্নয়নের জন্য শিল্প খুব জরুরি । শিল্প হলেই উন্নয়ন সম্ভব । সেই কারণে কেন্দ্র সরকার যোগাযোগ ব্যবস্থার ওপর জোর দিয়েছে । কেবল মাত্র কৃষি বা চা পাতা দিয়ে হবে না । উত্তরবঙ্গে এতদিন যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না । সেটাও এই অঞ্চলের পিছিয়ে থাকার একটা কারণ ৷"

অমর্ত্য সেনের জমি বিতর্ক প্রসঙ্গে মুখ খুললেন অশোক লাহিড়ি

জলপাইগুড়ি, 4 ফেব্রুয়ারি: "অমর্ত্য সেনের জমি নিয়ে কাদা ছোড়া বন্ধ হওয়া উচিৎ। পরিবারে কোনও গণ্ডগোল হলে তা মিটিয়ে নেওয়া উচিৎ । অমর্ত্য সেনকে নিয়ে বিতর্ক অত্যন্ত দুখঃজনক বিষয় । তিনি আমার মাষ্টারমশাইয়ের মত । একটা অভিযোগ উঠেছে, তার অনুসন্ধান হোক । এটা কাগজে বের করার কোনও কারণ নেই ।" মত বিজেপি বিধায়ক অশোক লাহিড়ির (BJP MLA Ashok Lahiri) ৷

শনিবার জলপাইগুড়িতে এসেছিলেন অর্থনীতিবিদ তথা বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ি ৷ এদিন অমর্ত্য সেন ও বিশ্বভারতীর মধ্যে জমি বিতর্ক প্রসঙ্গে তিনি আরও বলেন, "আমি সৌজন্যমূলক রাজনীতিতে বিশ্বাস করি । এমন ঘটনা অনভিপ্রেত ।" পাশাপাশি, সদ্য লোকসভায় পেশ হওয়া কেন্দ্রের বাজেট নিয়েও মুখ খুলেছেন তিনি ৷ নির্মলা সীতারমনের এই বাজেটে মানুষ লাভবান হবেন বলে মনে করেন অশোক লাহিড়ি । কেন্দ্রীয় বাজেটের হাত ধরে উত্তরবঙ্গের রাস্তাঘাট-সহ রেলের উন্নতি হবে বলেও জানিয়েছেন এই অর্থনীতিবিদ ৷

চা শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তৃণমূলের তরফে বিজেপি'র জনপ্রতিনিধিদের বাড়ি ঘেরাওয়েরও সমালোচনা করেছেন বালুরঘাটের বিজেপি বিধায়ক ৷ শনিবার অশোক লাহিড়ি জানান, বিজেপি সাংসদ, বিধায়কদের বাড়ি তৃণমূল কংগ্রেসের কর্মীরা অবস্থান বিক্ষোভ করছেন এটা মগের মুলুক নাকি ! চাইলেই এভাবে কেন্দ্রীয় বরাদ্দ পাওয়া যায় না ৷ তার জন্য বেশ কিছু নিয়মকানুন আছে, কিছু পদ্ধতি আছে ।

আরও পড়ুন: বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক কম, বিজেপি নেতা বেশি; বিস্ফোরক অনুপম হাজরা

এদিন রাজ্যে সরকারেরও সমালোচনা করেন অশোক লাহিড়ি ৷ বলেন,"রাজ্যের মমতাময়ী সরকারের যে সমস্ত প্রকল্প আছে তার বেশিরভাগই নামে ভারি সব বিষয়, কিন্তু বাস্তবে কিছুই নেই । যেমন 5 টাকায় ডিম ভাত । কিন্তু কোথায় গেলে ডিম ভাত পাব আমি জানি না । আমাদের উত্তরবঙ্গের উন্নয়নের জন্য শিল্প খুব জরুরি । শিল্প হলেই উন্নয়ন সম্ভব । সেই কারণে কেন্দ্র সরকার যোগাযোগ ব্যবস্থার ওপর জোর দিয়েছে । কেবল মাত্র কৃষি বা চা পাতা দিয়ে হবে না । উত্তরবঙ্গে এতদিন যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না । সেটাও এই অঞ্চলের পিছিয়ে থাকার একটা কারণ ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.