জলপাইগুড়ি, 2 জুন : জলপাইগুড়ি জেলার বিজেপি সভাপতিকে সরানোর দাবিতে বিক্ষোভ অব্যাহত । বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামীকে পদ থেকে সরানোর দাবিতে পার্টি অফিসে বৃহস্পতিবার বিক্ষোভ দেখিয়েছেন মহিলা মোর্চার সদস্যরা (BJP Mahila Morcha Agitation)।
মহিলা মোর্চার সদস্যদের অভিযোগ, বিধানসভা নির্বাচনে বাপি গোস্বামীর পছন্দের প্রার্থীকে টিকিট দেয়নি দল ৷ পরিবর্তে প্রার্থী হয়েছিলেন কৌশিক রায় ৷ এরপর বিজেপি পার্টি অফিস ভাঙচুর করা হয় । অভিযোগের তীর বাপি গোস্বামীর দিকে ৷ কৌশিক রায়কে হারানোর জন্যই পার্টি অফিস ভাঙচুর করেছিল বাপি গোস্বামী ৷ এমনই অভিযোগ মহিলা মোর্চার ৷
এই অভিযোগ অস্বীকার করেই বাপি গোস্বামী বলেন, ‘‘যারা তার বিরুদ্ধে কথা বলছেন তাদের বিধানসভা নির্বাচনের সময় খুঁজে পাওয়া যায়নি । যখন বিজেপির কর্মীরা মার খাচ্ছিল তখন তাদের দেখা যায়নি । ময়নাগুড়ির এক পদাধিকারী বিজেপির ডাকা বনধের দিনে নিজে দোকান খুলে বসেছিলেন। তারা নীতি আদর্শের কথা বলছেন।’’ তিনি আরও উল্লেখ করেন, যতদিন তিনি পদে থাকবেন ততদিন তৃণমূল কংগ্রেসের দালালদের সঙ্গে সমঝোতা করে চলবেন না । তাতে যদি পদ যায় তাতেও আক্ষেপ নেই ৷ দলের সিদ্ধান্ত মাথা পেতে নেবেন ৷
আরও পড়ুন : BJP on MPLad : সাংসদ তহবিল থেকে বরাদ্দ অর্থ খরচে অনীহা রাজ্যের, রাষ্ট্রপতির কাছে নালিশ জানাবে বিজেপি