ETV Bharat / state

ভাঙন ঠেকাতে জলপাইগুড়িতে অরূপ, আগেই পঞ্চায়েত দখল BJP-র - bjp

দলের বিপর্যয় ঠেকাতে অরূপ বিশ্বাস জলপাইগুড়িতে পৌঁছানোর আগেই গ্রাম পঞ্চায়েত দখল করল BJP ।

নীলিমা অধিকারী-সহ সাতজনের BJP-তে যোগ
author img

By

Published : Jun 6, 2019, 7:36 PM IST

Updated : Jun 6, 2019, 8:14 PM IST

জলপাইগুড়ি, 6 জুন : দলের বিপর্যয় ঠেকাতে জলপাইগুড়ি গেলেন অরূপ বিশ্বাস । ঠিক তার আগের মুহূর্তে তৃণমূলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল BJP । ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা । তৃণমূলের টিকিটে জয়ী হওয়া পঞ্চায়েত সদস্যরা আজ BJP-তে যোগ দেন । এর ফলে BJP গ্রাম পঞ্চায়েত দখলের ক্ষেত্রে বাড়তি সুবিধা পেল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

সাপ্টিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা এগারো । এর মধ্যে গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলিমা অধিকারী-সহ সাতজন আজ BJP-তে যোগদান করেন । নীলিমা বলেন, "তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এই নির্বাচনে আরও প্রকাশ্যে এসেছে । কিন্তু নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়েছি । তাই BJP-তে যোগদান করলাম ।" আজ সাপ্টিবাড়ি ফুলের ভিটাতে BJP-র দক্ষিণ মণ্ডল সভাপতি বিশ্বনাথ বর্মণের বাড়িতে BJP-তে যোগদান করেন তাঁরা ।

BJP-র জেলা সভাপতি দেবাশিস চক্রবর্তী বলেন, "আস্তে আস্তে সবাই আমাদের দলে যোগ দেবে । এই প্রথম জেলার কোনও গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হয়ে আমাদের দখলে এল ।"

অন্যদিকে তৃণমূলের ময়নাগুড়ি ব্লক 2-এর সভাপতি শশাঙ্ক রায় বসুনিয়া বলেন, "ভয় দেখিয়ে আমাদের পঞ্চায়েত সদস্যদের নিজেদের দলে নিচ্ছে BJP । প্রশাসন বলে কিছুই নেই । আমি বিষয়টি অরূপ বিশ্বাসকে আজই জানাব । গত দু'দিন আগেও পঞ্চায়েতর সদস্যদের নিয়ে মিটিং করেছিলাম । তারা বলেছিল দলবদল করবে না । কিন্তু BJP-র ভয়ে ওরা দল বদলাতে বাধ্য হচ্ছে ।"

জলপাইগুড়ি, 6 জুন : দলের বিপর্যয় ঠেকাতে জলপাইগুড়ি গেলেন অরূপ বিশ্বাস । ঠিক তার আগের মুহূর্তে তৃণমূলের দখলে থাকা গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল BJP । ময়নাগুড়ি ব্লকের সাপ্টিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের ঘটনা । তৃণমূলের টিকিটে জয়ী হওয়া পঞ্চায়েত সদস্যরা আজ BJP-তে যোগ দেন । এর ফলে BJP গ্রাম পঞ্চায়েত দখলের ক্ষেত্রে বাড়তি সুবিধা পেল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ ।

সাপ্টিবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সংখ্যা এগারো । এর মধ্যে গ্রাম পঞ্চায়েতের প্রধান নীলিমা অধিকারী-সহ সাতজন আজ BJP-তে যোগদান করেন । নীলিমা বলেন, "তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এই নির্বাচনে আরও প্রকাশ্যে এসেছে । কিন্তু নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয়েছি । তাই BJP-তে যোগদান করলাম ।" আজ সাপ্টিবাড়ি ফুলের ভিটাতে BJP-র দক্ষিণ মণ্ডল সভাপতি বিশ্বনাথ বর্মণের বাড়িতে BJP-তে যোগদান করেন তাঁরা ।

BJP-র জেলা সভাপতি দেবাশিস চক্রবর্তী বলেন, "আস্তে আস্তে সবাই আমাদের দলে যোগ দেবে । এই প্রথম জেলার কোনও গ্রাম পঞ্চায়েত তৃণমূলের হাতছাড়া হয়ে আমাদের দখলে এল ।"

অন্যদিকে তৃণমূলের ময়নাগুড়ি ব্লক 2-এর সভাপতি শশাঙ্ক রায় বসুনিয়া বলেন, "ভয় দেখিয়ে আমাদের পঞ্চায়েত সদস্যদের নিজেদের দলে নিচ্ছে BJP । প্রশাসন বলে কিছুই নেই । আমি বিষয়টি অরূপ বিশ্বাসকে আজই জানাব । গত দু'দিন আগেও পঞ্চায়েতর সদস্যদের নিয়ে মিটিং করেছিলাম । তারা বলেছিল দলবদল করবে না । কিন্তু BJP-র ভয়ে ওরা দল বদলাতে বাধ্য হচ্ছে ।"

Intro:WB_JAL_06JUNE_GP_DAKHAL_ABHIJIT_7203437Body:WB_JAL_06JUNE_GP_DAKHAL_ABHIJIT_7203437Conclusion:WB_JAL_06JUNE_GP_DAKHAL_ABHIJIT_7203437
Last Updated : Jun 6, 2019, 8:14 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.