জলপাইগুড়ি, 6 জুলাই : মা কালীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ উঠেছে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের (TMC MP Mahua Moitra) বিরুদ্ধে ৷ এই নিয়ে অভিযোগ জানাতে গেলে জলপাইগুড়ি জেলা বিজেপির (BJP) সভাপতিকে থানায় ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে । বুধবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির কোতয়ালি থানায় ৷ পুলিশের সঙ্গে বচসায় জড়ালেন বিজেপির জেলা সভাপতি ।
এখানে উল্লেখ করা প্রয়োজন, মহুয়া মৈত্রের বিরুদ্ধে (Mahua Moitra Controversy) বুধবার রাজ্য়ের একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বিজেপির তরফে ৷ কোথাও অভিযোগ দায়ের করেছে বিজেপির মহিলা মোর্চা ৷ আবার কোথাও যুব সংগঠন ৷ জলপাইগুড়িতে জেলা বিজেপির তরফেই মহুয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে যাওয়া হয়েছিল ৷ সেই সময়ই গোলমাল বাধে বলে অভিযোগ ৷
এদিন জলপাইগুড়ি জেলা বিজেপির সভাপতি বাপী গোস্বামী অভিযোগ করেন, ‘‘থানায় সবাই আমরা অভিযোগ করতে এসেছিলাম । কিন্তু পুলিশ বলছে সবাইকে যেতে দেওয়া হবে না । তৃণমূলের নেতা হলে তিনি কি বলতে পারতেন ?’’ অন্যদিকে জেলা বিজেপির যুব সভাপতি পলেন ঘোষ বলেন, ‘‘আমরা আজ মহুয়া মৈত্রের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করলাম তাঁর গ্রেফতারের দাবিতে ।’’
আরও পড়ুন : Kaali row: মহুয়ার বিরুদ্ধে 56 অভিযোগ, কলকাতা-সহ বিভিন্ন থানার দ্বারস্থ বিজেপি