ETV Bharat / state

বিমল-রোশন বিদেশে, দাবি সরকারি আইনজীবীর ; হলফনামা পেশের নির্দেশ - Gorkha Janamukti Morcha

বিমল গুরুং ও রোশন গিরি বিদেশে রয়েছেন বলে দাবি সরকারি আইনজীবীদের ৷ দাবির স্বপক্ষে হলফনামা পেশের নির্দেশ ৷

বিমল গুরুং
author img

By

Published : Aug 26, 2019, 4:43 PM IST

জলপাইগুড়ি, 26 অগাস্ট : আবারও খারিজ হল বিমল গুরুং এবং রোশন গিরির আগাম জামিনের আবেদন ৷ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচি ও সুরজিৎ মণ্ডল জানান, পাঁচ সপ্তাহ পর ফের মামলাটির শুনানি হবে ৷

গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং ও রোশন গিরির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ৷ 19 অগাস্ট এরকম 120টি মামলায় আগাম জামিনের শুনানি হয় ৷ নামঞ্জুর হয় সেই আবেদন ৷ এরপর আজ মামলার শুনানিতে সরকার পক্ষের আইনজীবীরা দাবি করেন, দুই মোর্চা নেতাই দেশের বাইরে রয়েছেন ৷ তাই জামিনের আবেদন মঞ্জুর হলে তাঁরা মামলাগুলির পরবর্তী শুনানিতে হাজির থাকবেন না ৷ যদিও বিমলের আইনজীবীদের বক্তব্য, দুই নেতাই বর্তমানে দেশে রয়েছেন ৷ সওয়াল-জবাবের পর দুই পক্ষকেই তাঁদের দাবির স্বপক্ষে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ ৷ সেজন্য দু'সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন বিচারপতিরা ৷

এই সংক্রান্ত আরও খবর : ফের জামিনের আবেদন খারিজ বিমল গুরুং, রোশন গিরির

পরে সরকার পক্ষের আইনজীবী সৈকত চ্যাটার্জি বলেন, "আমাদের সূত্র অনুযায়ী, দেশ ছেড়ে পালিয়েছেন বিমল ও রোশন ৷ আগাম জামিন দেওয়া হলে তাঁদের মামলার শুনানিতে পাওয়া যাবে না ৷ "

জলপাইগুড়ি, 26 অগাস্ট : আবারও খারিজ হল বিমল গুরুং এবং রোশন গিরির আগাম জামিনের আবেদন ৷ জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি জয়মাল্য বাগচি ও সুরজিৎ মণ্ডল জানান, পাঁচ সপ্তাহ পর ফের মামলাটির শুনানি হবে ৷

গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিমল গুরুং ও রোশন গিরির বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ৷ 19 অগাস্ট এরকম 120টি মামলায় আগাম জামিনের শুনানি হয় ৷ নামঞ্জুর হয় সেই আবেদন ৷ এরপর আজ মামলার শুনানিতে সরকার পক্ষের আইনজীবীরা দাবি করেন, দুই মোর্চা নেতাই দেশের বাইরে রয়েছেন ৷ তাই জামিনের আবেদন মঞ্জুর হলে তাঁরা মামলাগুলির পরবর্তী শুনানিতে হাজির থাকবেন না ৷ যদিও বিমলের আইনজীবীদের বক্তব্য, দুই নেতাই বর্তমানে দেশে রয়েছেন ৷ সওয়াল-জবাবের পর দুই পক্ষকেই তাঁদের দাবির স্বপক্ষে হলফনামা পেশের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ ৷ সেজন্য দু'সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছেন বিচারপতিরা ৷

এই সংক্রান্ত আরও খবর : ফের জামিনের আবেদন খারিজ বিমল গুরুং, রোশন গিরির

পরে সরকার পক্ষের আইনজীবী সৈকত চ্যাটার্জি বলেন, "আমাদের সূত্র অনুযায়ী, দেশ ছেড়ে পালিয়েছেন বিমল ও রোশন ৷ আগাম জামিন দেওয়া হলে তাঁদের মামলার শুনানিতে পাওয়া যাবে না ৷ "

Intro:জলপাইগুড়িঃঃ বিমল গুরুং, রোশন গিরি দেশের বাইরে আছে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে এমনই দাবি সরকার পক্ষের আইনজীবীরা।অন্যদিকে বিমলের আইনজীবীদের দাবি করলেন বিমল গুরুং আর রোশন গিরি দেশেই আছেন। কোলকাতা হাইকোর্টে জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিমল গুরুং এবং রোশন গিরির জামিনের আবেদন নাকচ করলেন জয়মাল্য বাগচী ও সুরজিৎ মন্ডলের ডিভিশন বেঞ্চ।জামিনের আবেদনের ফের শুনানি হবে পাঁচ সপ্তাহ পর।Body:এদিন ভিভিশন বেঞ্চে সরকারি আইনজীবীদের বলেছেন আপনারা কোন সোর্সে বলছেন যে বিমল গুরুং ভারত বর্ষে নেই।আগামি দুই সপ্তাহের মধ্যে তা এভিডেভিড জমা দিন।অন্যদিকে বিমলের আইনজীবীকে কোর্ট বলেছেন তিনি যে ভারতেই আছে তা এভিডেভিড জমা দিন। Conclusion:কোলকাতা হাইকোর্টের সরকারি পক্ষের আইনজীবী সৈকত চ্যাটার্জি বলেন আজ হাইকোর্টের আমরা বলেছি আমাদের কাছে যা সোর্স আছে তাতে বিমল আর রোশন দেশ ছেড়ে পালিয়েছে।এখন যদি তাকে আগাম জামিন দেওয়া যায় তাহলে তাকে আর মামলার শুনানিতে পাওয়া যাবে না বলে আমরা বলেছি।এদিকে কোর্ট বলেছে আমাদের এভিডেভিড করে জানাতে। অন্যদিকে বিমলের আইনজীবী জানিয়েছে তিনি এই দেশেই আছে। তাদেরকে ও বিমল দেশে থাকার তথ্য প্রমান দেবার কথা বলা হয়েছে।এদিন বিমল গুরুং এর মামলায় দার্জিলিং এর আইজি একে নন্দা,দার্জিলিং এর পুলিশ সুপার, এস এস CID সহ অ্যাডভোকেকেট জেনারেল উপস্থিত ছিলেন হাইকোর্টএ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.