ETV Bharat / state

Bikaner-Guwahati Express Accident : ময়নাগুড়ি রেল দুর্ঘটনায় আহতদের খোঁজ নিতে রাজস্থানের 2 মন্ত্রী উত্তরবঙ্গে

উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে রাজস্থানের 2 মন্ত্রী (Two Ministers of Rajasthan Visit North Bengal) ৷ ময়নাগুড়ির রেল দুর্ঘটনায় রাজস্থানের আহতদের খোঁজ নিতে রাজ্যে এসেছেন তাঁরা ৷ এদিন উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে 2 আহতকে দেখতে যান তাঁরা (Bikaner-Guwahati Express Derail) ৷

Bikaner-Guwahati Express Derail
Bikaner-Guwahati Express Derail
author img

By

Published : Jan 14, 2022, 3:04 PM IST

শিলিগুড়ি, 14 জানুয়ারি : ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনায় (Bikaner-Guwahati Express Accident) রাজস্থানের নিহত ও আহতদের খোঁজ নিতে উত্তরবঙ্গে হাজির হলেন রাজস্থানের 2 মন্ত্রী ৷ শুক্রবার সকালে রাজস্থানের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী গোবিন্দরাম মেঘওয়াল এবং শক্তি প্রতিমন্ত্রী ভাওয়ার সিং ভাটি শিলিগুড়ি পৌঁছান ৷

প্রথমে তাঁরা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিদর্শনে যান ৷ ওই হাসপাতালে রাজস্থানের ধর্মেন্দ্র চৌধুরী ও ঈশ্বর রাম নামে দুই বাসিন্দা চিকিৎসাধীন রয়েছেন ৷ তাঁরা আহতদের সঙ্গে দেখা করেন (Two Ministers of Rajasthan Visit North Bengal) ৷ সেখান থেকে জলপাইগুড়ি ও ময়নাগুড়ি হাসপাতালে যান ৷ গোবিন্দরাম মেঘওয়াল এবং ভাওয়ার সিং ভাটি এ দিন দুর্ঘটনাস্থলেও পরিদর্শনে যান ৷ রাজ্যের চিকিৎসা ব্যবস্থা দেখে সন্তোষপ্রকাশ করেছে রাজস্থানের দুই মন্ত্রী ৷ তবে, আহতরা যাতে আরও উন্নত পরিষেবা পান তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন তাঁরা ৷

আরও পড়ুন : Guwahati Bikaner Express Derail : উদ্ধারকাজ শেষ, কেন দুর্ঘটনা ঘটল জানতে এসেছি, দোমোহনি পৌঁছে বললেন রেলমন্ত্রী

রেল মন্ত্রকের পাশাপাশি ট্রেন দুর্ঘটনায় রাজস্থান সরকারের তরফেও আহতদের এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা ৷ মন্ত্রী ভাওয়ার সিং ভাটি বলেন, ‘‘আমরা আহতদের সঙ্গে দেখা করলাম ৷ হাসপাতাল কর্তৃপক্ষর সঙ্গেও আলোচনা করলাম ৷ ভাল চিকিৎসা চলছে ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা খোঁজখবর নিয়ে গেলাম ৷ পরিদর্শনের শেষে আমরা মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেব ৷’’

আরও পড়ুন : Guwahati Bikaner Express Derail : দোমোহনির রেল দুর্ঘটনায় মৃত অন্তত 9, পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু

আরেক মন্ত্রী গোবিন্দরাম মেঘওয়াল বলেন, ‘‘রাজস্থান সরকার সবরকমভাবে আহতদের পাশে রয়েছে ৷ আমরা ঘটনাস্থলেও যাব ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছে ৷ আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলব ৷’’

শিলিগুড়ি, 14 জানুয়ারি : ময়নাগুড়িতে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস দুর্ঘটনায় (Bikaner-Guwahati Express Accident) রাজস্থানের নিহত ও আহতদের খোঁজ নিতে উত্তরবঙ্গে হাজির হলেন রাজস্থানের 2 মন্ত্রী ৷ শুক্রবার সকালে রাজস্থানের বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী গোবিন্দরাম মেঘওয়াল এবং শক্তি প্রতিমন্ত্রী ভাওয়ার সিং ভাটি শিলিগুড়ি পৌঁছান ৷

প্রথমে তাঁরা উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পরিদর্শনে যান ৷ ওই হাসপাতালে রাজস্থানের ধর্মেন্দ্র চৌধুরী ও ঈশ্বর রাম নামে দুই বাসিন্দা চিকিৎসাধীন রয়েছেন ৷ তাঁরা আহতদের সঙ্গে দেখা করেন (Two Ministers of Rajasthan Visit North Bengal) ৷ সেখান থেকে জলপাইগুড়ি ও ময়নাগুড়ি হাসপাতালে যান ৷ গোবিন্দরাম মেঘওয়াল এবং ভাওয়ার সিং ভাটি এ দিন দুর্ঘটনাস্থলেও পরিদর্শনে যান ৷ রাজ্যের চিকিৎসা ব্যবস্থা দেখে সন্তোষপ্রকাশ করেছে রাজস্থানের দুই মন্ত্রী ৷ তবে, আহতরা যাতে আরও উন্নত পরিষেবা পান তার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন তাঁরা ৷

আরও পড়ুন : Guwahati Bikaner Express Derail : উদ্ধারকাজ শেষ, কেন দুর্ঘটনা ঘটল জানতে এসেছি, দোমোহনি পৌঁছে বললেন রেলমন্ত্রী

রেল মন্ত্রকের পাশাপাশি ট্রেন দুর্ঘটনায় রাজস্থান সরকারের তরফেও আহতদের এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিয়েছেন তাঁরা ৷ মন্ত্রী ভাওয়ার সিং ভাটি বলেন, ‘‘আমরা আহতদের সঙ্গে দেখা করলাম ৷ হাসপাতাল কর্তৃপক্ষর সঙ্গেও আলোচনা করলাম ৷ ভাল চিকিৎসা চলছে ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা খোঁজখবর নিয়ে গেলাম ৷ পরিদর্শনের শেষে আমরা মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেব ৷’’

আরও পড়ুন : Guwahati Bikaner Express Derail : দোমোহনির রেল দুর্ঘটনায় মৃত অন্তত 9, পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু

আরেক মন্ত্রী গোবিন্দরাম মেঘওয়াল বলেন, ‘‘রাজস্থান সরকার সবরকমভাবে আহতদের পাশে রয়েছে ৷ আমরা ঘটনাস্থলেও যাব ৷ রাজস্থানের মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছে ৷ আমরা প্রত্যেকের সঙ্গে কথা বলব ৷’’

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.