জলপাইগুড়ি, 15 জুলাই : উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার ও বৈকুণ্ঠপুর বনবিভাগের 240 হেক্টর জমিতে গাছ লাগাবে বন দফতর । জলপাইগুড়ি তিস্তা উদ্যানে বন মহোৎসব অনুষ্ঠানে এ কথা জানালেন উত্তরবঙ্গের বনপাল সমীর গজমের ।
জলপাইগুড়ি তিস্তা উদ্যানে বন মহোৎসবের সূচনা করেন জেলাশাসক মৌমিতা গোদারা । এই উপলক্ষে জলপাইগুড়ি তিস্তা উদ্যানে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা । এরপর একটি ট্যাবলোকে সবুজ পতাকা দেখিয়ে প্রচারের উদ্দেশ্যে রওনা করা হয় ।
আরও পড়ুন: আগামী 24 ঘণ্টায় রাজ্যজুড়ে বাড়বে বৃষ্টি , জেলায় জেলায় জারি সতর্কতা
এ দিনের অনুষ্ঠানে উত্তরবঙ্গের বনপাল সমীর গজমের জানান, "জলপাইগুড়ি বনবিভাগে 100 হেক্টর, বৈকুণ্ঠপুর বনবিভাগে 40 হেক্টর ও কোচবিহারে 100 হেক্টর জমিতে গাছ লাগানো হবে । আমরা সবুজায়নে জোর দিতে চাইছি । এ বার আমরা আগে থেকেই এই পরিকল্পনা করেছি । আগের বারের মতোই এ বারও বন মহোৎসব অনুষ্ঠান করলাম কোভিড বিধি মেনেই । আমরা গাছ লাগানোর জন্য প্রত্যেক ডিভিশনকে টার্গেট আগে থেকেই দিয়ে থাকি । যাতে তারা বেশি করে গাছ লাগাতে পারে ।"
আরও পড়ুন : বাড়ছে মেট্রো রেকের সংখ্যা, মেনে চলতে হবে কোভিড বিধিনিষেধ
এ দিন বক্তব্য রাখতে গিয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, "প্রকৃতি বাঁচলে আমরাই বাঁঁচব । মানুষকে সচেতন করতে হবে । সচেতন করার বিষয়ে সংবাদমাধ্যমের ভূমিকা অনেক । বন বাঁচলেই আমরা বাঁচব । আমরা বন সংক্রান্ত আইন কার্যকর করার জন্য বন দফতরকে সহযোগিতা করব ।"
উত্তরবঙ্গের বনপাল সমীর গজমের ও পুলিশ সুপার দেবর্ষি দত্ত ছাড়াও বন মহোৎসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বনবিভাগের ডিএফও জলপাইগুড়ি মৃদুল কুমার,পার্কস অ্যান্ড গার্ডেন্সের ডিএফও অঞ্জন গুহ, বাদল দেবনাথ-সহ বনবিভাগের অন্যান্য আধিকারিকরা ।