জলপাইগুড়ি, 1 এপ্রিল: কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে বিজেপি প্রার্থীর রোড শো-র অনুমতি চাওয়া হয়েছিল সকালে ৷ প্রশাসন সকালের বদলে বিকেলে রোড শোয়ের অনুমতি দেওয়ায় প্রার্থীকে নিয়ে পায়ে হেঁটে প্রচার করলেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল ৷ এই বিষয়ে নির্বাচন কমিশনে নালিশ জানাবেন বলে জানান কেন্দ্রীয় মন্ত্রী ।
এদিন জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌজিৎ সিংহের সমর্থনে প্রচার করতে জলপাইগুড়ি আসেন কেন্দ্রীয় পর্যটন মন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল । সকাল এগারোটায় শান্তিপাড়া থেকে প্রার্থীকে নিয়ে মন্ত্রীর রোড শো করার কথা থাকলেও পুলিশ বাধা দেয় । জানানো হয়, রোড শো করা যাবে 3টে নাগাদ ৷ সকালে অনুমতি দেওয়া হয়েছে তৃণমূলকে ৷ এরপর মন্ত্রী বিজেপির দলীয় অফিসে ফিরে আসেন । খানিক পরে ডিবিসি রোড হয়ে মার্চেন্ট রোড দিয়ে দিনবাজার অবধি হেঁটে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচার করেন ৷ সঙ্গে ছিলেন জলপাইগুড়ি সদরের বিজেপি প্রার্থী সৌজিৎ সিংহ, জেলা সভাপতি বাপী গোস্বামী, সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায় প্রমুখ ৷ এদিন তৃণমূল পার্টি অফিসের সামনে গিয়ে তৃণমূল কর্মীদের দিকেও হাত নাড়ান মন্ত্রী ।
আরও পড়ুন: বিষ্ণপুরে রোড শো মিঠুনের
পরে সাংবাদিক বৈঠকে প্রহ্লাদ সিং প্যাটেল বলেন, "রোড শোয়ের জন্য 11টায় সময় চাওয়া হয়েছিল ৷ তা দেওয়া হয়নি । তৃণমূলকে দেওয়া হয়েছে ৷ এর নিন্দা করছি । আমরা নির্বাচন কমিশনে নালিশ করব ।"
আত্মবিশ্বাসী কেন্দ্রীয় বিজেপি নেতা বলেন, "পশ্চিমবঙ্গে মমতা দিদির খেল খতম হয়ে গেছে ৷ মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন মানুষকে ভয় দেখিয়েছেন ৷ এখন নিজে ভয় পাচ্ছেন ৷"
জেলা সভাপতি বাপী গোস্বামী বলেন, "আমাদের অনুমতি না দিয়ে তৃণমুলকে ওই সময় দেওয়া হয়েছে । সেটা আমাদের জানানোর প্রয়োজনও মনে করেনি প্রশাসন ।"