ETV Bharat / state

সংযুক্ত মোর্চা ক্ষমতায় এলে 5 হাজার 700 করে নগদ , ঘোষণা অধীরের - Bengal Election 2021

বিজেপিকে আক্রমণ করে অধীর চৌধুরী বলেন, ‘‘স্বাধীনতা আন্দোলনে কোনও বিজেপি নেতা বা তাঁর পূর্বপুরুষের অংশগ্রহণ ছিল না । মুসলমানদের অংশগ্রহণ ছিল ৷’’

If United Front came in power then 5,700 cash grants for poors
If United Front came in power then 5,700 cash grants for poors
author img

By

Published : Apr 5, 2021, 5:00 PM IST

জলপাইগুড়ি, 5 এপ্রিল : সংযুক্ত মোর্চার সরকার গড়লে 'ন্যায়' প্রকল্পে গরিব পরিবারগুলিকে 5 হাজার 700 টাকা করে সাহায্য দেওয়া হবে । আজ জলপাইগুড়িতে একথা ঘোষণা করেন অধীর চৌধুরী ৷

এদিন জলপাইগুড়ি সদর বিধানসভার কংগ্রেস প্রার্থী সুখবিলাস বর্মার সমর্থনে ঘুঘুডাঙ্গাতে জনসভা ছিল অধীর চৌধুরীর । সভায় অধীর জানান, সিপিএম-কংগ্রেস-আইএসএফ ক্ষমতায় এলে নূন্যতম আয়ের প্রকল্প 'ন্যায়' প্রকল্পের মাধ্যমে গরিব পরিবারগুলিকে 5 হাজার 700 টাকা করে দেওয়া হবে । অধীরের কথায়, ‘‘সাধারণ মানুষের রুটিরুজির পরিবর্তন করতে হলে মানুষকে নগদ অর্থ দিতে হবে । আমরা সংযুক্ত মোর্চাকে প্রস্তাব দিয়েছি । নূন্যতম আয় প্রকল্পের আওতায় নগদ টাকা দিতে চাই মানুষকে । পৃথিবীর বড় বড় অর্থনীতিবিদরা বলছেন গরিবি মেটাতে নগদ টাকা প্রয়োজন । ছত্তিশগড় এই প্রকল্প চালু করেছে ।’’

রাজ্যে 'ন্যায়' প্রকল্পের প্রতিশ্রুতি অধীর চৌধুরীর

আরও পড়ুন: নন্দীগ্রামে মমতার নৈতিক পরাজয় ঘটেছে : অধীর

সোমবার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন অধীর ৷ বলেন, ‘‘স্বাধীনতা আন্দোলনে কোনও বিজেপি নেতা বা তাঁর পূর্বপুরুষের অংশগ্রহণ ছিল না । মুসলমানদের অংশগ্রহণ ছিল ৷ বহু মুসলিম শহিদ হয়েছেন । আজ ক্ষমতা এসে বিজেপি মুসলিমদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করতে চাইছে ।’’ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘তৃণমূল পশ্চিমবঙ্গকে পাচারের রাজ্য বানিয়েছে ৷’’

জলপাইগুড়ি, 5 এপ্রিল : সংযুক্ত মোর্চার সরকার গড়লে 'ন্যায়' প্রকল্পে গরিব পরিবারগুলিকে 5 হাজার 700 টাকা করে সাহায্য দেওয়া হবে । আজ জলপাইগুড়িতে একথা ঘোষণা করেন অধীর চৌধুরী ৷

এদিন জলপাইগুড়ি সদর বিধানসভার কংগ্রেস প্রার্থী সুখবিলাস বর্মার সমর্থনে ঘুঘুডাঙ্গাতে জনসভা ছিল অধীর চৌধুরীর । সভায় অধীর জানান, সিপিএম-কংগ্রেস-আইএসএফ ক্ষমতায় এলে নূন্যতম আয়ের প্রকল্প 'ন্যায়' প্রকল্পের মাধ্যমে গরিব পরিবারগুলিকে 5 হাজার 700 টাকা করে দেওয়া হবে । অধীরের কথায়, ‘‘সাধারণ মানুষের রুটিরুজির পরিবর্তন করতে হলে মানুষকে নগদ অর্থ দিতে হবে । আমরা সংযুক্ত মোর্চাকে প্রস্তাব দিয়েছি । নূন্যতম আয় প্রকল্পের আওতায় নগদ টাকা দিতে চাই মানুষকে । পৃথিবীর বড় বড় অর্থনীতিবিদরা বলছেন গরিবি মেটাতে নগদ টাকা প্রয়োজন । ছত্তিশগড় এই প্রকল্প চালু করেছে ।’’

রাজ্যে 'ন্যায়' প্রকল্পের প্রতিশ্রুতি অধীর চৌধুরীর

আরও পড়ুন: নন্দীগ্রামে মমতার নৈতিক পরাজয় ঘটেছে : অধীর

সোমবার বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন অধীর ৷ বলেন, ‘‘স্বাধীনতা আন্দোলনে কোনও বিজেপি নেতা বা তাঁর পূর্বপুরুষের অংশগ্রহণ ছিল না । মুসলমানদের অংশগ্রহণ ছিল ৷ বহু মুসলিম শহিদ হয়েছেন । আজ ক্ষমতা এসে বিজেপি মুসলিমদের দ্বিতীয় শ্রেণির নাগরিক করতে চাইছে ।’’ পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘‘তৃণমূল পশ্চিমবঙ্গকে পাচারের রাজ্য বানিয়েছে ৷’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.