ETV Bharat / state

মমতার আঁকা ছবি কিনতে চান শাহনওয়াজ - assembly election 2021

আজ নির্বাচনী প্রচারে জলপাইগুড়ি মাদ্রাসা ময়দানে সভা করেন শাহনওয়াজ হুসেন ৷ করোনার কারণে শারীরিক দূরত্ব বজায় রেখে অল্প সংখ্যায় কর্মীদের নিয়ে পঞ্চমদফার শেষ ভোটের প্রচার করেন তিনি ৷ সেখানে তিনি বলেন, মমতা ব্যানার্জির একটা প্রতিভা আছে । তিনি ছবিও আঁকতে পারেন। তাই তাঁর এখন ছবি আঁকায় মন দেওয়া উচিত। বিশ্রাম নেওয়া উচিত।"

BJP
শাহনাবাজ হুসেনের সভা
author img

By

Published : Apr 14, 2021, 10:47 PM IST

জলপাইগুড়ি, 14 এপ্রিল : এবার ছবি আঁকা নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে কটাক্ষ করলেন বিহারের উদ্য়োগমন্ত্রী তথা বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন ৷ তাঁর টিপ্পনি, মমতা বন্দ্য়োপাধ্য়ায় তো ছবিও আঁকতে পারেন কিন্তু তিনি (পড়ুন শাহনওয়াজ হুসেন) রাজনীতি ছাড়া কিছুই পারেন না ৷ এমনকী, মুখ্য়মন্ত্রী থেকে সরে যাওয়ার পর মমতা বন্দ্য়োপাধ্য়ায় যখন ছবি আঁকবেন সেই ছবি কিনবেন শাহনওয়াজ স্বয়ং ৷

আজ নির্বাচনী প্রচারে জলপাইগুড়ি মাদ্রাসা ময়দানে সভা করেন শাহনওয়াজ হুসেন ৷ করোনার কারণে শারীরিক দূরত্ব বজায় রেখে অল্প সংখ্যায় কর্মীদের নিয়ে পঞ্চমদফার শেষ ভোটের প্রচার করেন তিনি ৷ সেখানে তিনি বলেন, মমতা ব্যানার্জির একটা প্রতিভা আছে । তিনি ছবিও আঁকতে পারেন। তাই তাঁর এখন ছবি আঁকায় মন দেওয়া উচিত। বিশ্রাম নেওয়া উচিত।"

মমতাকে কটাক্ষ বিজেপি মন্ত্রীর

আরও পড়ুন-মমতার সভা থেকে ফিরেই সুর বদল আনন্দের দাদুর

অন্য়দিকে নন্দীগ্রাম নিয়েও কটাক্ষ করেন তিনি ৷ নন্দীগ্রামে নির্বাচনে মমতা বন্দ্য়োপাধ্য়ায় হেরে গেছেন বলেও মন্তব্য় করেন ৷ তাঁর কথায়, " মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হেরে গেছেন সেটা বুঝতে পেরে এখন দিদি ক্লান্ত। দিদির এখন বিশ্রামের প্রয়োজন সেকারনে তিনি এখন বিশ্রাম নিক আর ছবি আঁকুক। আর আমরা বিজেপির সরকার বানাই, সাধারণ মানুষের জন্য কাজ করি।। আমি বিহারের উদ্যোগ মন্ত্রী হিসাবে দিদির একটা ছবি কিনবো।" জলপাইগুড়ির বিজেপির প্রার্থী সৌজিত সিংহকেও অনুরোধ করেন তিনিও যেন দিদির আঁকা ছবি কেনেন।

জলপাইগুড়ি, 14 এপ্রিল : এবার ছবি আঁকা নিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে কটাক্ষ করলেন বিহারের উদ্য়োগমন্ত্রী তথা বিজেপি নেতা শাহনওয়াজ হুসেন ৷ তাঁর টিপ্পনি, মমতা বন্দ্য়োপাধ্য়ায় তো ছবিও আঁকতে পারেন কিন্তু তিনি (পড়ুন শাহনওয়াজ হুসেন) রাজনীতি ছাড়া কিছুই পারেন না ৷ এমনকী, মুখ্য়মন্ত্রী থেকে সরে যাওয়ার পর মমতা বন্দ্য়োপাধ্য়ায় যখন ছবি আঁকবেন সেই ছবি কিনবেন শাহনওয়াজ স্বয়ং ৷

আজ নির্বাচনী প্রচারে জলপাইগুড়ি মাদ্রাসা ময়দানে সভা করেন শাহনওয়াজ হুসেন ৷ করোনার কারণে শারীরিক দূরত্ব বজায় রেখে অল্প সংখ্যায় কর্মীদের নিয়ে পঞ্চমদফার শেষ ভোটের প্রচার করেন তিনি ৷ সেখানে তিনি বলেন, মমতা ব্যানার্জির একটা প্রতিভা আছে । তিনি ছবিও আঁকতে পারেন। তাই তাঁর এখন ছবি আঁকায় মন দেওয়া উচিত। বিশ্রাম নেওয়া উচিত।"

মমতাকে কটাক্ষ বিজেপি মন্ত্রীর

আরও পড়ুন-মমতার সভা থেকে ফিরেই সুর বদল আনন্দের দাদুর

অন্য়দিকে নন্দীগ্রাম নিয়েও কটাক্ষ করেন তিনি ৷ নন্দীগ্রামে নির্বাচনে মমতা বন্দ্য়োপাধ্য়ায় হেরে গেছেন বলেও মন্তব্য় করেন ৷ তাঁর কথায়, " মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে হেরে গেছেন সেটা বুঝতে পেরে এখন দিদি ক্লান্ত। দিদির এখন বিশ্রামের প্রয়োজন সেকারনে তিনি এখন বিশ্রাম নিক আর ছবি আঁকুক। আর আমরা বিজেপির সরকার বানাই, সাধারণ মানুষের জন্য কাজ করি।। আমি বিহারের উদ্যোগ মন্ত্রী হিসাবে দিদির একটা ছবি কিনবো।" জলপাইগুড়ির বিজেপির প্রার্থী সৌজিত সিংহকেও অনুরোধ করেন তিনিও যেন দিদির আঁকা ছবি কেনেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.