জলপাইগুড়ি ,28 ফেব্রুয়ারি : রাস্তা কেটে আম্রুত প্রকল্পের অধীনে জলের পাইপলাইন বসানোর কাজ চলছে । যার জেরে বেহাল জলপাইগুড়ির 25টি ওয়ার্ডের রাস্তা । ক্ষুব্ধ সেখানকার বাসিন্দারা । সেই ক্ষোভ কমাতে পৌরভোটের আগে সাড়ে 7 কোটি টাকা খরচ করে 190 কিলোমিটার রাস্তা সারাই করতে চলেছে পৌরসভা কর্তৃপক্ষ ।
জলপাইগুড়ি পৌরসভায় 150 কোটি টাকা খরচ করে আম্রুত প্রকল্পের অধীনে পরিশ্রুত পানীয় জলের পাইপ লাইনের বসানোর কাজ চলছে । সেই কাজের জন্য পৌরসভার প্রতিটি ওয়ার্ডে রাস্তা খুঁড়ে পাইপলাইন বসানো হয়েছে । সমস্যায় পড়েছেন সেখানকার বাসিন্দারা । সেই সমস্যা থেকে শহরবাসীকে মুক্তি দিতে ভোটের আগে রাস্তা সারাই করা হবে বলে জানান পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল সৈকত চট্টোপাধ্যায় । তিনি বলেন, টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ঠিকাদারদের রাস্তা সংস্কারের দায়িত্ব দেওয়া হয়েছে । ভোটের আগেই কাজ শেষ করা হবে বলে জানান জলপাইগুড়ি পৌরসভার জল বিভাগের দায়িত্বে থাকা সৈকত চট্টোপাধ্যায় ।
বৃষ্টি হতেই ভাঙা রাস্তা আরও বেহাল হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের । কিন্তু, এতদিন রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি । দ্রুত রাস্তা সংস্কারের দাবি তুলেছে বিরোধীরাও । সৈকত চট্টোপাধ্যায় সাংবাদিক বৈঠক করে জানান, 25টি ওয়ার্ডে আম্রুত প্রকল্পের অধীনে পানীয় জলের পাইপলাইন বসানোর কাজ চলছে ৷ পৌর এলাকায় 221 কিলোমিটার রাস্তার মধ্যে 190 কিলোমিটার রাস্তা খুঁড়ে পাইপ লাইন ঢোকানো হয়েছে । যে কারণে বাসিন্দাদের সমস্যা হচ্ছিল ৷ শহরকে চারটি জোনে ভাগ করা হয়েছে । দু'টি ঠিকাদার সংস্থা এই কাজগুলি করবে ।