ETV Bharat / state

পানশালার আড়ালে দেহব্যবসা, চেয়ারম্যান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বার-বাড়ি সিল পুলিশের ! - দেহব্যবসা চালান তৃণমূল নেতা

ধরম পাসওয়ান । জেলা তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক । তিনি জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান মোহন বসুর ঘনিষ্ঠ । তাঁর একটি রেস্তরাঁ কাম বার (পানশালা) আছে জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডে । পুলিশের কাছে খবর আসে, ওই পানশালায় চলছে দেহব্যবসা । খবর পেয়ে গত মঙ্গলবার রাতে ওই পানশালায় অভিযান চালায় পুলিশ ।

বার
author img

By

Published : Jul 19, 2019, 1:14 AM IST

Updated : Jul 19, 2019, 7:20 AM IST

জলপাইগুড়ি, 19 জুলাই : পানশালার আড়ালে চলত দেহব্যবসা ! এই অভিযোগে চেয়ারম্যান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বার, বাড়ি সিল করল পুলিশ । গ্রেপ্তার 28 । উদ্ধার 13 মহিলা । পলাতক তৃণমূল নেতা ধরম পাসওয়ান ।

ধরম পাসওয়ান । জেলা তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক । তিনি জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান মোহন বসুর ঘনিষ্ঠ । তাঁর একটি রেস্তরাঁ কাম বার (পানশালা) আছে জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডে । পুলিশের কাছে খবর আসে, ওই পানশালায় চলছে দেহব্যবসা । খবর পেয়ে গত মঙ্গলবার রাতে ওই পানশালায় অভিযান চালায় পুলিশ । সেখান থেকে গ্রেপ্তার করা হয় 28 জনকে । উদ্ধার হয় 13 যুবতি । রাতেই বার সিল করে পুলিশ । এরপর পাঁচজনকে নিজেদের রিমান্ডে নেয় পুলিশ ।

tmc
গ্রেপ্তার দুই কর্মীকে নিয়ে তৃণমূল নেতার বাড়িতে পুলিশ

রিমান্ডে নেওয়া দুই ব্যক্তিকে নিয়ে আজ ধরমের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ । দুই নম্বর ঘুমটি এলাকায় বাড়ি ধরমের । সূত্রের খবর, সেখানেই উদ্ধার হওয়া যুবতিদের রাখা হত । তারা কোথায় থাকত, কী করত সেসব খতিয়ে দেখা হয় । এরপর বাড়িটি সিল করে দেন পুলিশকর্মীরা ।

এদিকে, ওই 13 যুবতিকে পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে । সেইসঙ্গে ধরমের খোঁজেও চলছে তল্লাশি । যদিও ধরম পাসওয়ানের আইনজীবী সৈকত চ্যাটার্জি বলেন, "আমার মক্কেলকে ফাঁসানো হয়েছে । অভিযোগ ভিত্তিহীন ।" জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান মোহন বসু বলেন, "পুলিশ পুলিশের কাজ করুক । আমি এবিষয়ে বিশেষ কিছু বলতে চাই না ।" জেলা পুলিশ সুপার অভিষেক মোদি বলেন, ঘটনার তদন্ত চলছে ।

জলপাইগুড়ি, 19 জুলাই : পানশালার আড়ালে চলত দেহব্যবসা ! এই অভিযোগে চেয়ারম্যান ঘনিষ্ঠ তৃণমূল নেতার বার, বাড়ি সিল করল পুলিশ । গ্রেপ্তার 28 । উদ্ধার 13 মহিলা । পলাতক তৃণমূল নেতা ধরম পাসওয়ান ।

ধরম পাসওয়ান । জেলা তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক । তিনি জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান মোহন বসুর ঘনিষ্ঠ । তাঁর একটি রেস্তরাঁ কাম বার (পানশালা) আছে জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডে । পুলিশের কাছে খবর আসে, ওই পানশালায় চলছে দেহব্যবসা । খবর পেয়ে গত মঙ্গলবার রাতে ওই পানশালায় অভিযান চালায় পুলিশ । সেখান থেকে গ্রেপ্তার করা হয় 28 জনকে । উদ্ধার হয় 13 যুবতি । রাতেই বার সিল করে পুলিশ । এরপর পাঁচজনকে নিজেদের রিমান্ডে নেয় পুলিশ ।

tmc
গ্রেপ্তার দুই কর্মীকে নিয়ে তৃণমূল নেতার বাড়িতে পুলিশ

রিমান্ডে নেওয়া দুই ব্যক্তিকে নিয়ে আজ ধরমের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ । দুই নম্বর ঘুমটি এলাকায় বাড়ি ধরমের । সূত্রের খবর, সেখানেই উদ্ধার হওয়া যুবতিদের রাখা হত । তারা কোথায় থাকত, কী করত সেসব খতিয়ে দেখা হয় । এরপর বাড়িটি সিল করে দেন পুলিশকর্মীরা ।

এদিকে, ওই 13 যুবতিকে পরিবারের হাতে তুলে দেওয়া হচ্ছে । সেইসঙ্গে ধরমের খোঁজেও চলছে তল্লাশি । যদিও ধরম পাসওয়ানের আইনজীবী সৈকত চ্যাটার্জি বলেন, "আমার মক্কেলকে ফাঁসানো হয়েছে । অভিযোগ ভিত্তিহীন ।" জলপাইগুড়ি পৌরসভার চেয়ারম্যান মোহন বসু বলেন, "পুলিশ পুলিশের কাজ করুক । আমি এবিষয়ে বিশেষ কিছু বলতে চাই না ।" জেলা পুলিশ সুপার অভিষেক মোদি বলেন, ঘটনার তদন্ত চলছে ।

Intro:জলপাইগুড়িঃ-পানশালার আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ।পুরসভার চেয়ারম্যানের ঘনিষ্ট তৃনমুল নেতার বার, বাড়ি সিল করল পুলিশ। উদ্ধার ১৩ মহিলা।গ্রেপ্তার ২৮ জন।জলপাইগুড়ির পুরসভার চেয়ারম্যান মোহন বোসের ঘনিষ্ট ধরম পাশোয়ানের পানশালায় পুলিশের অভিযান। Body:মঙ্গলবার গভীত রাতে জেলা পুলিশের বিশেষ টিম জলপাইগুড়ি শহরের মার্চেন্ট রোডের একটি পানশালাতে অভিযান চালায়।গ্রেপ্তার করা হয় পানশালার ২৮ জন কর্মীকে।রাতেই বার সিল করে পুলিশ।এরপর ৫ জন কে রিমান্ডে নেয় পুলিশ। অবৈধহভাবে পানশালায় দেহ ব্যবসা চালানোর অভিযোগে পানশালার ২৮ জনকে গ্রেপ্তার করা হয়।৫ জনকে রিমান্ডে নেবার পর পুলিশ আজ জলপাইগুড়ি পানশালা কান্ডে ফের ধরম পাশোয়ানের দুই নম্বর ঘুমটির বাড়িতে তল্লাশি চালালো পুলিশ। রিমান্ডে নেওয়া ২ জনকে নিয়ে পুলিশ ধরম পাশয়ানের দুই নম্বর ঘুমটির দোকান ও বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।বারে আসা মেয়েরা কোথায় থাকত কি করত কোথায় যেত তার ছানবিন করে পুলিশ। ধরমের বাড়টিকে পুলিশ সিল করে দেয়।পুলিশের অভিযানের ফলে দুই নম্বর ঘুমটিতে ভিড় জমে যায়।এদিকে সেভ কাস্টডিতে নেও ১৩ জন মেয়েকে কোর্টের মাধ্যমে পুলিশ আদালতের নির্দেশ পরিবারের হাতে তুলে দিচ্ছে।এদিন এই কেসের তদন্তকারী অফিসার দিপজল ভৌমিক আইসি কোতয়ালি বিশ্বাসশ্রয় সরকার সহ মহিলা থানার ওসি উপাসনা গুরুং অভিযানে ছিলেন।


জলপাইগুড়ি পুলিশ সুত্রে যানা গেছে জলপাইগুড়ি মার্চেন্ট রোডে অবস্থিত একটি নতুন পানশালায় অবৈধ ভাবে ডান্সবারের আড়ালে দেহব্যবসা চলছিল। সেকারনেই জেলা পুলিশ গভীর রাতে অভিযান চালায়। পাশাপাশি এই পানশালাটির মালিক জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বোসের ঘনিষ্ঠ এক তৃনমুল নেতা ধরম পাশওয়ানের।এদিকে পানশালার মালিক ধরম পাশোয়ানের আইনজীবী সৈকত চ্যাটার্জি বলেন আমার মক্কেলকে ফাসানো হয়েছে।মক্কেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তহীন। Conclusion:জেলা পুলিশ সুপার অভিষেক মোদী জানান আমরা সমস্ত ঘটনার তদন্ত করছি। দেহ ব্যবসার এক্সালানোর অভিযোগ ছিল আমরা রেইড করেছি।২৮ জন গ্রেপ্তার করেছি।
Last Updated : Jul 19, 2019, 7:20 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.