জলপাইগুড়ি, 27 মে: নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটিগামী বন্দেভারত এক্সপ্রেস শান্তিপূর্ণভাবেই চলবে । কেউ বিঘ্ন ঘটাবে না । বন্দে ভারত এক্সপ্রেসের পাথর ছোড়া প্রসঙ্গে বললেন তৃণমূল বিধায়ক খগেশ্বর রায় । এনজিপি থেকে গুয়াহাটিগামী বন্দে ভারত এক্সপ্রেস চালু হতে চলেছে । বন্দে ভারত এক্সপ্রেসের চলার পথে যাতে রেললাইনে গরু না উঠে আসে । এমনকী ঢিল বা পাথর যাতে না ছোড়া হয়, তা নিয়ে শনিবার সচেতেনতা বৃদ্ধি করল আরপিএফ ও জিআরপিএফ। মালদা ও নিউ জলপাইগুড়ি-সহ বিভিন্ন জায়গাতে বন্দেভারত এক্সপ্রেসের ওপর পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল । ট্রেনে পাথর ছোড়া শাস্তিযোগ্য অপরাধ । রেলওয়ে আইনের ধারায় 152,153,154 ধারা অনুযায়ী 10 বছরের জেল পর্যন্ত হতে পারে ।
বন্দে ভারত ট্রেনে যাতে কোনওভাবেই আর পাথর ছোড়া না হয় তাই সচেতেনতা বৃদ্ধি করতে রেললাইনের পাশ্ববর্তী এলাকায় সচেতনতা বৃদ্ধি করতে কোমর বেঁধে নেমেছে রেল । এ দিন বেলাকোবা স্টেশনে রেলপুলিশ ও আরপিএফ এলাকার জনপ্রতিনিধি, বিধায়ক ও রেললাইনের পাশে বসবাসকারী মানুষদের নিয়ে সচেতেন শিবির করল । সেই সচেতনতা শিবিরে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের বিধায়ক খগেশ্বর রায়ও । বিহার, বীরভূমের বোলপুর, মালদা, মুর্শিদাবাদের ফারাক্কা-সহ দেশের মোট পাঁচ জায়গায় বন্দে ভারত এক্সপ্রেসে ঢিল ছোড়ার ঘটনা ঘটেছে ৷ তা থেকে শিক্ষা নিয়ে এবার এনজেপি থেকে গুয়াহাটি রুটে সচেতেনতা বৃদ্ধি করছে রেল ।
উল্লেখ্য, 29 মে রাজ্যে চালু হতে চলেছে তৃতীয় বন্দে ভারত এক্সপ্রেস ৷ নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি রুটে চলবে এই ট্রেন ৷ এনজেপি থেকে ছেড়ে নিউ কোচবিহার, নিউ আলিপুরদুয়ার, কোকড়াঝাড়, নিউ বঙাইগাঁও, রামাক্ষ্যা হয়ে গুয়াহাটিতে পৌঁছবে বন্দে ভারত এক্সপ্রেসটি ৷ মোট সাতটি স্টেশনে দাঁড়াবে সেটি ৷ সপ্তাহে ছ'দিন চলবে এই ট্রেন ৷ কেবল মঙ্গলবার বন্ধ থাকবে যাত্রী পরিষেবা ৷ এনজেপি থেকে সকাল 6টা 10 মিনিটে ছাড়বে বন্দে ভারত এক্সপ্রেস ৷ গুয়াহাটি পৌঁছবে দুপুর 11 টা 40 মিনিটে ৷ গুয়াহাটি থেকে ট্রেনটি ছাড়বে বিকেল সাড়ে চারটায় ৷ নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছবে রাত 10টায় ৷
জানা গিয়েছে, এ বছরের 1 জানুয়ারি এনজেপি থেকে হাওড়াগামী বন্দেভারত এক্সপ্রেসে কুমারগঞ্জ থানা এলাকায় ঢিল ছোড়ার ঘটনা ঘটে । 21 জানুয়ারি বাংলা-বিহার সীমানা এলাকায় বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনা ঘটে । ডালখোলা ও তেলতা স্টেশনে ট্রেনটি আসার সময় বিষয়টি সবার নজরে আসে । 26 ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বন্দে ভারত এক্সপ্রেসে ঢিল ছোড়া হয় । বেঙ্গালুরু-চেন্নাই রুটে কে আর পুরম আর ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝে ঘটনাটি ঘটে ৷ 11 মার্চ রাতে মুর্শিদাবাদের ফারাক্কাতে বন্দে ভারত এক্সপ্রেসের ঢিল ছোড়া হয় ।
আরও পড়ুন: বন্দে ভারতে চতুর্থবার ছোড়া হল পাথর, এবার বোলপুরে !
এই সব একের পর এক ঘটনার পর রেলের বাড়তি নজর এখন বন্দে ভারত এক্সপ্রেসের উপর । এই ট্রেন চালুর প্রথম থেকে পাথর ছোড়ার ঘটনা ঘটে আসছে । এবার এনজেপি থেকে গুয়াহাটি রুটে এই প্রথম বন্দেভারত ট্রেন চলবে ৷ তাই যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে রেলের পক্ষ থেকে বাড়তি সতর্কতা নেওয়া হল । জলপাইগুড়ি টাউন আরপিএফ-এর ইনস্পেকটর বিশ্বনাথ মারদির উদ্যোগে বেলাকোবা স্টেশনে এই সচেতেনতা শিবির হল ।
নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলের কাটিহার ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি কমিশনার আব্দুর গনি ফারুক জানান, আগামী 29তারিখ এনজেপি থেকে গুয়াহাটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস চালু হচ্ছে । যাতে কেউ এই ট্রেনে পাথর না ছোড়েন । রেললাইনে যাতে কোনওভাবেই গরু না বাঁধা হয় ৷ সেই বিষয়ে সচেতেনতা বৃদ্ধি করা হল । এলাকার বিধায়ক তাঁদের আশ্বস্ত করেছেন এই ধরনের ঘটনা এখানে ঘটবে না । রেলওয়ে আইনের ধারা 152, 153 এবং 154-এর অধীনে ট্রেনে পাথর ও অনুরূপ বস্তুছোড়ার একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে নির্দেশিত করা আছে । কেউ ট্রেনের কোনও রোলিং স্টকের অংশে অথবা তার উপরে কোনও পাথর বা কিছু ছূড়লে তাতে ট্রেনের কোনও যাত্রীর নিরাপত্তা যদি বিপন্ন হয় অথবা বা ক্ষতিগ্রস্ত হয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তির দশ বছর পর্যন্ত জেল হতে পারে ।
আরও পড়ুন: রাজ্যের তৃতীয় বন্দে ভারতের সূচনা আগামী 29 মে, শিলিগুড়িতে জানালেন যাত্রী সুবিধা কমিটির চেয়ারম্যান
এ দিন রাজগঞ্জের বিধায়ক তথা আলিপুরদুয়ার ডিভিশনের রেলের বোর্ডের সদস্য খগেশ্বর রায় বলেন, "আমাদের জলপাইগুড়ি শান্তিপূর্ণ এলাকা । আমার বিশ্বাস এখানে ট্রেনে পাথর ছোড়ার মত ঘটনা আগে ঘটেনি ৷ আগামীতেও ঘটবে না । আমরা রেলকে সম্পূর্ণ সহযোগিতা করব । এর আগে আমরা দেখেছি বিহারে বন্দে ভারত ট্রেনে ঢিল ছোড়া হয়েছে । পশ্চিমবঙ্গে ঢিল ছোড়েনি ।" শান্তিপূর্ণ ও সুন্দরভাবেই বন্দে ভারত চলবে বলে জানান বিধায়ক ।