জলপাইগুড়ি, 7 এপ্রিল : ব্যক্তিকে ভোজালির কোপ মেরে টাকা ছিনতাই করার অভিযোগে চার দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ । জলপাইগুড়ি থানার অন্তর্গত জয়পুর এলাকার ঘটনা । আহতকে নাম সনৎ ঘোষ । চার দুষ্কৃতীর নাম অজয় পুরি(২৫), ধনঞ্জয় মল্লিক(২৮), কৃষ্ণ বর্মণ(৩২) ও স্বরূপ রায় (৩৫) ।
শিলিগুড়ির রেগুলেটেড মার্কেটের ফল ব্যবসায়ী জগবন্ধু বসাক । তিনি আলিপুরদুয়ার, কোচবিহার, দিনহাটা সহ একাধিক এলাকায় ফলের ব্যবসা করেন। তাঁর ম্যানেজার হিসেবে কাজ করেন সনৎবাবু । গতরাতে একটি ভাড়া গাড়িতে চেপে জগবন্ধুবাবুর ফল বিক্রির মোট ৪ লাখ ৪৫ হাজার টাকা সংগ্রহ করে শিলিগুড়ি ফিরছিলেন সনৎবাবু । সেইসময় জয়পুর চা বাগানের কাছে তাঁর গাড়ি আটকায় তিন দুষ্কৃতী । অভিযোগ, তারা সব টাকা দিয়ে দেওয়ার জন্য সনৎবাবুকে হুমকি দেয় । টাকা না দেওয়ায় ভোজালি দিয়ে গাড়ির কাঁচ ভেঙে সনৎবাবুর মাথায় আঘাত করে ওই তিন দুষ্কৃতী । এরপর টাকার ব্যাগ নিয়ে চম্পট দেয় তারা । ঘটনার পর জলপাইগুড়ি থানায় অভিযোগ দায়ের করেন সনৎবাবু।
পুলিশ প্রাথমিক জেরার পর সনৎবাবুর গাড়ির ড্রাইভার স্বরূপকে আটক করে । তাকে জিজ্ঞাসাবাদ করে তিন দুষ্কৃতীর নাম জানতে পারে পুলিশ । এরপর ছিনতাই করা টাকা ভাগ করার জন্য স্বরূপকে দিয়ে বাকি তিন দুষ্কৃতীকে ডেকে পাঠানো হয় । ওই তিন দুষ্কৃতী টাকা ভাগ করার জন্য এলে তাদের গ্রেপ্তার করে পুলিশ । ছিনতাই হওয়া পুরো টাকাই উদ্ধার করা হয়েছে ।
জগবন্ধুবাবু বলেন, "সনৎবাবু আমার এখানে দীর্ঘদিন ধরে কাজ করছেন। স্বরূপের গাড়ি নিয়েই তিনি টাকা সংগ্রহ করেন । ও এরকম করবে ভাবতেই পারিনি।"
জলপাইগুড়ির ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক অনিন্দ্য ভট্টাচার্য বলেন, "আমাদের কাছে টাকা ছিনতাইয়ের অভিযোগ আসার পরেই আমরা সূত্র ধরে তদন্ত শুরু করি । দুষ্কৃতীদের সবাইকে গ্রেপ্তার করে ছিনতাই করা পুরো টাকাটাই উদ্ধার করতে পেরেছি আমরা ।"