জলপাইগুড়ি, 3 জানুয়ারি: নাবালিকাকে ধর্ষণের চেষ্টা ও খুনের অভিযোগে গ্রেফতার আরও এক(Another One Arrested on Attempt Rape and Murder of Girl in Jalpaiguri)। অভিযুক্ত ধনঞ্জয় রায়কে সোমবার রাতে গ্রেফতার করে কোতয়ালি থানার পুলিশ ৷ গত 31 ডিসেম্বর থেকেই পলাতক ছিল ধনঞ্জয় । তদন্তে কোতয়ালি থানার পুলিশ ভারত-বাংলাদেশ সীমান্তের বেরুবাড়ি এলাকা থেকে সোমবার গভীর রাতে ধনঞ্জয়কে গ্রেফতার করে ৷
10 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে তোলা হয় । ধৃতের বিরুদ্ধে মৃত নাবালিকার পরিবারের অভিযোগ, গত 31 ডিসেম্বর শহর সংলগ্ন এলাকায় এক নাবালিকার বাড়িতে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা করে খুন করা হয় । দীর্ঘ দিন ধরে নাবালিকাকে উত্ত্যক্ত করত অভিযুক্তরা । এর আগে গ্রাম্য সালিশি সভায় তাদের সতর্ক করা হয়েছিল । তারপরেই এই ঘটনা(Crime in Jalpaiguri)৷
এদিকে কোতয়ালি থানায় ধৃতদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হবার পরেই ক্ষিপ্ত জনতা অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালায় । পুলিশ তদন্তে নেমে অভিযোগের ভিত্তিতে এক এক করে দু'জনকে গ্রেফতার করে । বাকি দুই অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ।
এই বিষয়ে জলপাইগুড়ি কোতয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার বলেন,"নাবালিকার পরিবারের অভিযোগের ভিত্তিতে আমরা আরও এক অভিযুক্তকে গ্রেফতার করেছি । ধৃতের নাম ধনঞ্জয় রায় । তাকে আদালতে তুলে পুলিশি রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে ।"
আরও পড়ুন : নাবালিকাকে যৌন হেনস্থা করে খুনের অভিযোগে গ্রেফতার পড়শি যুবক, অভিযুক্তদের বাড়ি ভাঙচুর