ধূপগুড়ি, 10 এপ্রিল : পথ কুকুরকে ঝোপের আড়ালে নিয়ে গিয়ে ধর্ষণ করার অভিযােগ উঠল এক ব্য়ক্তির বিরুদ্ধে (Dog Raped in Dhupguri) ৷ পরে স্থানীয়দের তৎপরতায় ওই ব্যক্তিকে ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় । শনিবারের এই ঘটনায় জলপাইগুড়ির ধূপগুড়ি শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । ধূপগুড়িতে জেলাপরিষদের ডাকবাংলোর পিছনেই এই ঘটনা ঘটে । অনুমান, অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্য়হীন ৷
জানা গিয়েছে, শনিবার ধূপগুড়িতে ছিল হাটের দিন । স্থানীয় দোকানদারদের অভিযোগ, ওই ব্যক্তি প্রথমে একটি পথ কুকুরকে ভুলিয়ে ভালিয়ে ডাকবাংলোর পিছনে নিয়ে যায় । এরপর সুযোগ পেয়ে প্রাণীটিকে ধর্ষণ করে । ঘটনাটি দু-একজনের নজরে পড়ামাত্রই শোরগোল পড়ে যায় এলাকায় ৷ স্থানীয়রা ওই ব্যক্তিকে আটকে রেখে ধূপগুড়ি থানায় খবর দেয় । এরপর ধূপগুড়ি থানার পুলিশ ওই ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায় ।
আরও পড়ুন : Bengal Monitor Lizard Rape : গোসাপকে ধর্ষণ, মহারাষ্ট্রে গ্রেফতার তিন
প্রাথমিক জেরায় ওই ব্যক্তি স্বীকার করেছে, কোনও এক ওঝার পরামর্শে সে ওই কাণ্ড ঘটিয়েছে । এদিকে এমন অমানবিক ঘটনাটির খবর মিলতেই ওই ব্যক্তির শাস্তির দাবি তুলে সরব হয়েছেন পশু প্রেমীরা ৷ ঘটনায় কুকুরটির জরায়ুর মারাত্মক ক্ষতি হয়েছে এবং সেখান থেকে ক্রমাগত রক্ত পড়তেও দেখা যায় বলে দাবি পশু প্রেমীদের । প্রত্যক্ষদর্শীদের একাংশের দাবি, ওই ব্যক্তি মানসিকভাবে ভারসাম্যহীন কি না তা পরীক্ষা করে দেখা উচিত । তবে গোটা ঘটনায় এলাকার মানুষ হতবাক ।