জলপাইগুড়ি, 12 জুন : কোয়ারানটিন সেন্টারে থাকা পরিযায়ী শ্রমিকরা খাবার পাচ্ছে না এমনটাই অভিযোগ উঠল জলপাইগুড়ির এক কোয়ারানটিন সেন্টারের বিরুদ্ধে । জেলার সদর ব্লকের গড়ালবাড়ি উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে ভিন রাজ্য থেকে আসা শ্রমিকদের নূন্যতম সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন সেখানে থাকা শ্রমিকরা ।
কোয়ারানটিন সেন্টারে থাকা এক শ্রমিক আবদুল খতিফ অভিযোগ করে বলেন, “ আমরা খাবার পাচ্ছি না । শৌচাগারের অবস্থা খুব খারাপ । আমরাই পরিস্কার করছি । আমাদের বাড়ির লোক খাবার পৌঁছে দিচ্ছে তারপরেই খাবার খাচ্ছি । গতকাল রাতে আমাদের খাবার দেওয়া হয়নি । এমনকী এখানে বিশুদ্ধ পানীয় জলের কোনও ব্যবস্থা নেই ।"
স্থানীয় পঞ্চায়েত সদস্য মানিক রায় বলেন, “কেরালা থেকে প্রায় 50 জন শ্রমিক এসেছেন। গত 6 তারিখ থেকে শ্রমিকরা আছেন । কিন্তু তাঁদের সরকারি ভাবে খাবার ব্যবস্থা করা হয়নি । হঠাৎ করে তাঁরা চলে আসার দরুণ আমাদের সমস্যা হলেও আমরা স্কুলে সবাইকে রেখেছি । গতকাল রাতে খাবারের সমস্যা হয়েছে।স্থানীয়রা কয়েকজন খাবার দিয়ে চেয়েছিল তা নিয়ে সমস্যা হয়েছে । আমরা চেষ্টা করছি যাতে শ্রমিকদের খাবারের ব্যবস্থা করা যায় ।"