ETV Bharat / state

Panchayet Election Tickets: অভিষেকের নির্দেশ না মেনে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভোটে টিকিট বিক্রির অভিযোগ - পঞ্চায়েত নির্বাচনের টিকিট

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেছেন পঞ্চায়েতে প্রার্থী ঠিক করবে স্থানীয় মানুষরা ৷ কিন্তু জলপাইগুড়ির রাজগঞ্জ ব্লকের গ্রাম পঞ্চায়েতে নাকি লক্ষাধিক টাকার বিনিময়ে টিকিট বিক্রি করছেন তৃণমূলের নেতারাই ৷

Etv Bharat
লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ভোটের টিকিট বিক্রির অভিযোগ
author img

By

Published : May 22, 2023, 10:14 PM IST

টাকা দিয়ে পঞ্চায়েত ভোটের টিকিট বিক্রির অভিযোগ তৃণমূল নেতাদের

জলপাইগুড়ি, 22 মে: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ না মেনে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিক্রি করছেন দলের নেতারা । সোমবার এমনই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের নেতারা । দলকে বাঁচাতে নির্দল হয়ে নির্বাচনে লড়াই করে জেতার হুঁশিয়ারি দিলেন দলের একাংশ কর্মীরা । এই কারণে আজ রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের ভাঙামালিতে দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী বিক্ষোভের পাশাপাশি সাংবাদিক বৈঠক করেন ।

তাঁদের অভিযোগ, জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের এসটি, এসসি, ওবিসি সেলের (কৃষ্ণদাসপন্থী) যারা কর্মী রয়েছে তাদের নাম বাদ দিয়ে অন্য গোষ্ঠীর কর্মীদের টিকিট দেওয়া হচ্ছে । কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচির মাধ্যমে বুথস্তর থেকে যে নাম উঠে আসবে তাকেই প্রার্থী করা হবে এমন ঘোষণা করেছিলেন । কিন্তু বাস্তবে এটা হচ্ছে না বলে অভিযোগ করলেন রাজগঞ্জ ব্লকের কৃষ্ণদাস গোষ্ঠীর তৃণমূল সমর্থকরা ।

পঞ্চায়েত ভোটের আগেই বুথের প্রার্থী বাছাই নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল । তৃণমূলের এক অংশের দাবি টাকার বিনিময়ে প্রার্থী বাছাই করা হচ্ছে । রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের সঙ্গে দলেরই শাখা সংগঠনের প্রাক্তন সভাপতি কৃষ্ণদাসের মধ্যে মতবিরোধ বা গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিনের । গত বিধানসভা নির্বাচনের আগেও কৃষ্ণদাস টিকিট না পেয়ে খগেশ্বর রায়ের বিরোধিতা করেছিলেন । এবার পঞ্চায়েত নির্বাচনের টিকিট নিয়েও বিধায়কপন্থী বনাম কৃষ্ণদাসপন্থী তৃণমূল কর্মীদের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়ে গেল । টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগে কুকুরজান দলীয় কার্যালয়ের সামনেই বিক্ষোভ তৃণমূল কর্মীদের । এদিকে টাকার বিনিময়ে প্রার্থী মানতে নারাজ তৃণমূলের চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের ।

এই বিষয়ে কৃষ্ণদাস গোষ্ঠীর নেতা জহিরুল হক অভিযোগ করে বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাতারাতি মিটিং করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে টিকিট বিক্রি হয়ে যাচ্ছে । যাদের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তারাই আজ টিকিট পাচ্ছে । আমরা চ্যালেঞ্জ করছি ব্লক সভাপতি মিটিং ডাকুক কারা বেশি লোক নিয়ে মিটিং করতে পারে তাদেরকেই টিকিট দেওয়া হোক । কৃষ্ণদাসপন্থীদের নাম কেটে অন্যদের টিকিট দেওয়া হচ্ছে । আমরা প্রয়োজনে নির্দল হয়ে নির্বাচনে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব । দলকে আমরা বাঁচাতে চাই, মারতে নয় । আমাদের এলাকায় বুথে আলোচনার মাধ্যমে যে নাম উঠে এসেছিল ও অভিষেকের সভায় ব্যালটে যে নাম পড়েছিল তা বাতিল করে দেওয়া হয়েছে । টাকার খেলা চলছে ।"

আরও পড়ুন : নেতারা নন, পঞ্চায়েতে প্রার্থী ঠিক করবেন গ্রামের মানুষই: অভিষেক

এদিকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর রায় বলেন, "প্রার্থীদের নামের কোনও তালিকা তৈরি করা হয়নি । আমাদের প্রাথমিক নামের তালিকা নিয়ে একটা আলোচনা হয়েছে ঠিকই খসড়া তালিকা করা হয়েছে । এখনও আলোচনা চলছে । অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বুথের থেকে যে নাম উঠে আসবে সেই প্রার্থী হবে । বুথে যার নাম উঠে আসবে সেই নাম আমরা পাঠাব । ব্যালট আলাদা জিনিস । আমরা যে নামটা পাঠাব সেই নামটা প্রার্থী হিসেবে বিবেচিত হবে বলে আমার ধারণা । যারা বলছে প্রার্থী হয়ে গিয়েছে সমস্তটা ভুয়ো । আর আমাদের এখানে কোনও পন্থী নেই আমরা সবাই তৃণমূল কংগ্রেসের ৷"

টাকা দিয়ে পঞ্চায়েত ভোটের টিকিট বিক্রির অভিযোগ তৃণমূল নেতাদের

জলপাইগুড়ি, 22 মে: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ না মেনে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে পঞ্চায়েত নির্বাচনের টিকিট বিক্রি করছেন দলের নেতারা । সোমবার এমনই অভিযোগ করলেন তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠনের নেতারা । দলকে বাঁচাতে নির্দল হয়ে নির্বাচনে লড়াই করে জেতার হুঁশিয়ারি দিলেন দলের একাংশ কর্মীরা । এই কারণে আজ রাজগঞ্জের কুকুরজান গ্রাম পঞ্চায়েতের ভাঙামালিতে দলীয় কার্যালয়ের সামনে তৃণমূল কংগ্রেসের বেশ কিছু কর্মী বিক্ষোভের পাশাপাশি সাংবাদিক বৈঠক করেন ।

তাঁদের অভিযোগ, জলপাইগুড়ি রাজগঞ্জ ব্লকের তৃণমূল কংগ্রেসের এসটি, এসসি, ওবিসি সেলের (কৃষ্ণদাসপন্থী) যারা কর্মী রয়েছে তাদের নাম বাদ দিয়ে অন্য গোষ্ঠীর কর্মীদের টিকিট দেওয়া হচ্ছে । কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় নবজোয়ার কর্মসূচির মাধ্যমে বুথস্তর থেকে যে নাম উঠে আসবে তাকেই প্রার্থী করা হবে এমন ঘোষণা করেছিলেন । কিন্তু বাস্তবে এটা হচ্ছে না বলে অভিযোগ করলেন রাজগঞ্জ ব্লকের কৃষ্ণদাস গোষ্ঠীর তৃণমূল সমর্থকরা ।

পঞ্চায়েত ভোটের আগেই বুথের প্রার্থী বাছাই নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে এল । তৃণমূলের এক অংশের দাবি টাকার বিনিময়ে প্রার্থী বাছাই করা হচ্ছে । রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের সঙ্গে দলেরই শাখা সংগঠনের প্রাক্তন সভাপতি কৃষ্ণদাসের মধ্যে মতবিরোধ বা গোষ্ঠীদ্বন্দ্ব দীর্ঘদিনের । গত বিধানসভা নির্বাচনের আগেও কৃষ্ণদাস টিকিট না পেয়ে খগেশ্বর রায়ের বিরোধিতা করেছিলেন । এবার পঞ্চায়েত নির্বাচনের টিকিট নিয়েও বিধায়কপন্থী বনাম কৃষ্ণদাসপন্থী তৃণমূল কর্মীদের মধ্যে ঠান্ডা লড়াই শুরু হয়ে গেল । টাকার বিনিময়ে টিকিট বিক্রির অভিযোগে কুকুরজান দলীয় কার্যালয়ের সামনেই বিক্ষোভ তৃণমূল কর্মীদের । এদিকে টাকার বিনিময়ে প্রার্থী মানতে নারাজ তৃণমূলের চেয়ারম্যান তথা রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায়ের ।

এই বিষয়ে কৃষ্ণদাস গোষ্ঠীর নেতা জহিরুল হক অভিযোগ করে বলেন, "অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাতারাতি মিটিং করে লক্ষ লক্ষ টাকার বিনিময়ে টিকিট বিক্রি হয়ে যাচ্ছে । যাদের বিরুদ্ধে কাটমানির অভিযোগ তারাই আজ টিকিট পাচ্ছে । আমরা চ্যালেঞ্জ করছি ব্লক সভাপতি মিটিং ডাকুক কারা বেশি লোক নিয়ে মিটিং করতে পারে তাদেরকেই টিকিট দেওয়া হোক । কৃষ্ণদাসপন্থীদের নাম কেটে অন্যদের টিকিট দেওয়া হচ্ছে । আমরা প্রয়োজনে নির্দল হয়ে নির্বাচনে লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেব । দলকে আমরা বাঁচাতে চাই, মারতে নয় । আমাদের এলাকায় বুথে আলোচনার মাধ্যমে যে নাম উঠে এসেছিল ও অভিষেকের সভায় ব্যালটে যে নাম পড়েছিল তা বাতিল করে দেওয়া হয়েছে । টাকার খেলা চলছে ।"

আরও পড়ুন : নেতারা নন, পঞ্চায়েতে প্রার্থী ঠিক করবেন গ্রামের মানুষই: অভিষেক

এদিকে জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর রায় বলেন, "প্রার্থীদের নামের কোনও তালিকা তৈরি করা হয়নি । আমাদের প্রাথমিক নামের তালিকা নিয়ে একটা আলোচনা হয়েছে ঠিকই খসড়া তালিকা করা হয়েছে । এখনও আলোচনা চলছে । অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন বুথের থেকে যে নাম উঠে আসবে সেই প্রার্থী হবে । বুথে যার নাম উঠে আসবে সেই নাম আমরা পাঠাব । ব্যালট আলাদা জিনিস । আমরা যে নামটা পাঠাব সেই নামটা প্রার্থী হিসেবে বিবেচিত হবে বলে আমার ধারণা । যারা বলছে প্রার্থী হয়ে গিয়েছে সমস্তটা ভুয়ো । আর আমাদের এখানে কোনও পন্থী নেই আমরা সবাই তৃণমূল কংগ্রেসের ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.