জলপাইগুড়ি, 23 মে : মাদক দ্রব্যের ব্যবসা করার অভিযাগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে । এলাকাবাসীর দাবি, প্রতিদিন ওই ব্যক্তির বাড়িতে মাদক কিনতে ভিড় জমাচ্ছেন বহিরাগতরা । আজ এনিয়ে অভিযুক্তর বাড়ির সামনে বিক্ষোভ দেখান এলাকার লোকজন। জলপাইগুড়ি শহরের পাণ্ডা পাড়ার ঘটনা ।
স্থানীয় বাসিন্দা পাখি ঘোষ, মিলি বিশ্বাসদের অভিযোগ, প্রতিবেশী রাজীব ঘোষ মাদক দ্রব্য বিক্রি করেন। ড্রাগ, নেশার ট্যাবলেট,সিরাপ ও অনান্য জিনিস রয়েছে তাঁর কাছে । তাঁরা বলেন, "আমরা চাই না এলাকার পরিবেশ নষ্ট হোক। নেশার দ্রব্য কিনতে নানা জায়গা থেকে এখানে আসছেন লোকজন। সকাল-সন্ধ্যা রাজীব ঘোষের বাড়ির সামনে ভিড় জমাচ্ছেন তাঁরা । এর আগেও নেশার সামগ্রী সহ রাজীব ঘোষকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাড়া পেয়ে ফের বাড়ি থেকেই ব্যবসা চালাচ্ছে সে।" আর এক বাসিন্দা সন্দীপ ঘোষ বলেন,"আমরা এর আগেও তাঁদের সচেতন করেছি। আজ ফের এসেছিলাম। এরপর আমরা প্রশাসনের দারস্থ হব।"
যদিও অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন অভিযুক্ত রাজীব ঘোষ । তিনি বলেন, "একসময় মাদক বিক্রি করতাম আমরা । কিন্তু এখন আর সে সব কাজ করি না।" তাঁর স্ত্রী মিনাক্ষী ঘোষ বলেন, "আমার স্বামী অসুস্থ । ওর মোবাইল খারাপ হয়ে গেছে । আজকাল আমার স্বামীকে অনেকে দেখতে আসেন । তাঁদের মধ্যেই অনেকে মাদকের খোঁজ নেন । আগেই আমরা তাঁদের আসতে বারণ করেছি। কিন্তু এলাকাবাসীরা আমাদের ভুল বুঝছেন।"