ETV Bharat / state

OSD Controversy : ওএসডি সুশান্ত রায়ের বিরুদ্ধে এবার অসহযোগিতার অভিযোগ সামাজিক সংগঠনের - Jalpaiguri

ফের অভিযোগের শিরোনামে উত্তরবঙ্গ জনস্বাস্থ্য বিভাগের ওএসডি সুশান্তকুমার রায় ৷ অভিযোগ, নিজেদের খরচে সেফহোম করতে চেয়েও জলপাইগুড়ি প্রেস ক্লাব অনুমতি পায়নি ৷ একাধিক পরিকল্পনা নিয়ে কোভিডকালে জেলা স্বাস্থ্য দফতরের পাশে থাকতে চেয়েও তা বাস্তবায়িত করতে পারেনি জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন, রোটারি ক্লাব করলাভ্যালি ও জলপাইগুড়ি লায়ন্স ক্লাব ৷

Jalpaiguri OSD
Jalpaiguri OSD
author img

By

Published : Oct 24, 2021, 10:06 PM IST

Updated : Oct 24, 2021, 10:42 PM IST

জলপাইগুড়ি, 24 অক্টোবর : কোভিডকালে স্বাস্থ্য দফতরের পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকলেও পারেনি জলপাইগুড়ি বেশ কিছু সামাজিক সংগঠন । কারণ জনস্বাস্থ্য বিভাগের ওএসডির অসহযোগিতা ৷ অভিযোগ, কোনও সংগঠনকেই কোভিডকালে সরকারের পাশে দাঁড়াতে দেননি ওএসডি সুশান্তকুমার রায় ৷

কোভিড হাসপাতালে রোগীদের বাড়বাড়ন্ত দেখে সেফহোম করার উদ্যোগ নেয় জলপাইগুড়ি প্রেস ক্লাব ৷ অভিযোগ, তাদের সেই উদ্যোগ ফলপ্রসূ হতে পারেনি ওএসডির অসহযোগিতায় ৷ পাশাপাশি, জলপাইগুড়ি কোভিড হাসপাতালের পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ ওঠে । রোগীদের খাবারের মান নিয়েও ওঠে প্রশ্ন ৷ কোভিড হাসপাতাল-সহ একাধিক অভিযোগ নিয়ে উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুশান্ত রায়ের সঙ্গে দেখা করে জলপাইগুড়ির তিনটি সামাজিক সংগঠন । পাশাপাশি স্বাস্থ্য দফতরকে বিনা পয়সায় সব রকমের সাহায্যের আশ্বাস দেয় জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন, রোটারি ক্লাব করলাভ্যালি ও জলপাইগুড়ি লায়ন্স ক্লাব । তাদেরও কোনওরকম সহযোগিতা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ । সমস্যা যা ছিল, তেমনই রয়ে যায় ।

জলপাইগুড়ি প্রেস ক্লাবের সভাপতি পিনাকপ্রিয় ভট্টাচার্য বলেন, "আমরা করোনার দ্বিতীয় ঢেউয়ের পর জেলাশাসককে একটি অ্যাম্বুলেন্স দিয়েছিলাম । এরপর আমরা নিজেদের খরচে 50টি শয্যার সেফহোম করতে চেয়েছিলাম । তার সমস্ত খরচ আমরা বহন করব বলে জানিয়েছিলাম উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডিকে ৷ উনি চিঠি করতে বলেন । আমারা সমস্ত রকম উদ্যোগ নিই ৷ কিন্তু এখনও পর্যন্ত এনিয়ে কিছুই আমাদের জানানো হয়নি । একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও সদুত্তর পাইনি । সেফহোম হল না, এতে মানুষের ক্ষতি ৷ আমাদের মতো দশটা ক্লাব এগিয়ে এলে সাধারণ মানুষের উপকার হত ।"

এবার স্বেচ্ছাসেবী সংগঠনগুলির অভিযোগের তীরে জলপাইগুড়ির ওএসডি

একই রকম অভিযোগ জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক সঞ্জয় চক্রবর্তীর ৷ বলেন, "আমরা তিনটি সংগঠন মিলে উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করে বেশ কিছু অভিযোগ জানিয়েছিলাম ৷ পাশাপাশি কোভিড হাসপাতালের পরিষেবা উন্নত করার প্রস্তাবও দিয়েছিলাম । কারণ দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছে কোভিড হাসপাতালের খাওয়া-দাওয়া ভাল নয় বলে । রোগীদের গরম জল দেওয়া হচ্ছে না । হাসপাতালে ঠিকমত সাফ-সাফাই হচ্ছে না । ভ্যাকসিনেশন কেন্দ্রের শেডের কোনও ব্যবস্থা নেই । কিন্তু আমাদের কোনওরকম সহযোগিতা করতেই দেওয়া হয়নি । আমরা কোনও টাকা-পয়সা চাইনি । জেলাবাসী হিসাবে মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলাম । কিন্তু ওএসডি আজ পর্যন্ত আমাদের কিছু জানাননি ৷ সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এগিয়ে এসেছিলাম । কিন্তু আমাদের কোনও কাজ করতে দেওয়া হল না ।"

রোটারি ক্লাব করলাভ্যালির পক্ষে সুজয় রায়ের অভিযোগও একই রকমের ৷ তিনি জানান, করোনার দ্বিতীয় ঢেউ আসার পর তাঁদের তরফে যে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল তাতে ওই আধিকারিকের সায় পাওয়া যায়নি ৷ তিনি প্রস্তাব বিবেচনা করবেন বলে জানিয়েও কোনও অজ্ঞাত কারণে আজ পর্যন্ত কিছুই জানাননি ৷

সঞ্জয় চক্রবর্তী আরও বলেন, "এই পদে এমন একজনকে মানুষকে বসানো উচিত যিনি উত্তরবঙ্গের মানুষের জন্য কাজ করবেন । কিন্তু যাঁকে বসানো হয়েছে তাঁর কর্মকাণ্ড আজ প্রশ্নের মুখে । আমরা সাহায্য করতে চাইছি । এগিয়ে যাচ্ছি । কিন্তু আমাদের করতে দেওয়া হছে না । জানি না এই পরিস্থিতি থেকে কবে আমরা নিস্তার পাব । আমরা চাই সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে ৷ তা যাতে সম্ভব হয়, সেই আবেদনই রাখব ।"

আরও পড়ুন : Sushant Roy : পুত্রবধূকে নিয়োগ, ছেলের জন্য হাসপাতালে পদ আটকে রাখায় অভিযুক্ত ওএসডি

জলপাইগুড়ি, 24 অক্টোবর : কোভিডকালে স্বাস্থ্য দফতরের পাশে দাঁড়ানোর ইচ্ছা থাকলেও পারেনি জলপাইগুড়ি বেশ কিছু সামাজিক সংগঠন । কারণ জনস্বাস্থ্য বিভাগের ওএসডির অসহযোগিতা ৷ অভিযোগ, কোনও সংগঠনকেই কোভিডকালে সরকারের পাশে দাঁড়াতে দেননি ওএসডি সুশান্তকুমার রায় ৷

কোভিড হাসপাতালে রোগীদের বাড়বাড়ন্ত দেখে সেফহোম করার উদ্যোগ নেয় জলপাইগুড়ি প্রেস ক্লাব ৷ অভিযোগ, তাদের সেই উদ্যোগ ফলপ্রসূ হতে পারেনি ওএসডির অসহযোগিতায় ৷ পাশাপাশি, জলপাইগুড়ি কোভিড হাসপাতালের পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ ওঠে । রোগীদের খাবারের মান নিয়েও ওঠে প্রশ্ন ৷ কোভিড হাসপাতাল-সহ একাধিক অভিযোগ নিয়ে উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুশান্ত রায়ের সঙ্গে দেখা করে জলপাইগুড়ির তিনটি সামাজিক সংগঠন । পাশাপাশি স্বাস্থ্য দফতরকে বিনা পয়সায় সব রকমের সাহায্যের আশ্বাস দেয় জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশন, রোটারি ক্লাব করলাভ্যালি ও জলপাইগুড়ি লায়ন্স ক্লাব । তাদেরও কোনওরকম সহযোগিতা করতে দেওয়া হয়নি বলে অভিযোগ । সমস্যা যা ছিল, তেমনই রয়ে যায় ।

জলপাইগুড়ি প্রেস ক্লাবের সভাপতি পিনাকপ্রিয় ভট্টাচার্য বলেন, "আমরা করোনার দ্বিতীয় ঢেউয়ের পর জেলাশাসককে একটি অ্যাম্বুলেন্স দিয়েছিলাম । এরপর আমরা নিজেদের খরচে 50টি শয্যার সেফহোম করতে চেয়েছিলাম । তার সমস্ত খরচ আমরা বহন করব বলে জানিয়েছিলাম উত্তরবঙ্গের জনস্বাস্থ্য বিভাগের ওএসডিকে ৷ উনি চিঠি করতে বলেন । আমারা সমস্ত রকম উদ্যোগ নিই ৷ কিন্তু এখনও পর্যন্ত এনিয়ে কিছুই আমাদের জানানো হয়নি । একাধিকবার তাঁর সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও সদুত্তর পাইনি । সেফহোম হল না, এতে মানুষের ক্ষতি ৷ আমাদের মতো দশটা ক্লাব এগিয়ে এলে সাধারণ মানুষের উপকার হত ।"

এবার স্বেচ্ছাসেবী সংগঠনগুলির অভিযোগের তীরে জলপাইগুড়ির ওএসডি

একই রকম অভিযোগ জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সম্পাদক সঞ্জয় চক্রবর্তীর ৷ বলেন, "আমরা তিনটি সংগঠন মিলে উত্তরবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করে বেশ কিছু অভিযোগ জানিয়েছিলাম ৷ পাশাপাশি কোভিড হাসপাতালের পরিষেবা উন্নত করার প্রস্তাবও দিয়েছিলাম । কারণ দীর্ঘদিন ধরেই অভিযোগ আসছে কোভিড হাসপাতালের খাওয়া-দাওয়া ভাল নয় বলে । রোগীদের গরম জল দেওয়া হচ্ছে না । হাসপাতালে ঠিকমত সাফ-সাফাই হচ্ছে না । ভ্যাকসিনেশন কেন্দ্রের শেডের কোনও ব্যবস্থা নেই । কিন্তু আমাদের কোনওরকম সহযোগিতা করতেই দেওয়া হয়নি । আমরা কোনও টাকা-পয়সা চাইনি । জেলাবাসী হিসাবে মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলাম । কিন্তু ওএসডি আজ পর্যন্ত আমাদের কিছু জানাননি ৷ সামাজিক দায়বদ্ধতা থেকেই আমরা এগিয়ে এসেছিলাম । কিন্তু আমাদের কোনও কাজ করতে দেওয়া হল না ।"

রোটারি ক্লাব করলাভ্যালির পক্ষে সুজয় রায়ের অভিযোগও একই রকমের ৷ তিনি জানান, করোনার দ্বিতীয় ঢেউ আসার পর তাঁদের তরফে যে সহযোগিতার প্রস্তাব দেওয়া হয়েছিল তাতে ওই আধিকারিকের সায় পাওয়া যায়নি ৷ তিনি প্রস্তাব বিবেচনা করবেন বলে জানিয়েও কোনও অজ্ঞাত কারণে আজ পর্যন্ত কিছুই জানাননি ৷

সঞ্জয় চক্রবর্তী আরও বলেন, "এই পদে এমন একজনকে মানুষকে বসানো উচিত যিনি উত্তরবঙ্গের মানুষের জন্য কাজ করবেন । কিন্তু যাঁকে বসানো হয়েছে তাঁর কর্মকাণ্ড আজ প্রশ্নের মুখে । আমরা সাহায্য করতে চাইছি । এগিয়ে যাচ্ছি । কিন্তু আমাদের করতে দেওয়া হছে না । জানি না এই পরিস্থিতি থেকে কবে আমরা নিস্তার পাব । আমরা চাই সরকারের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে ৷ তা যাতে সম্ভব হয়, সেই আবেদনই রাখব ।"

আরও পড়ুন : Sushant Roy : পুত্রবধূকে নিয়োগ, ছেলের জন্য হাসপাতালে পদ আটকে রাখায় অভিযুক্ত ওএসডি

Last Updated : Oct 24, 2021, 10:42 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.